শিলিগুড়ি, 6 অগস্ট : তুষের আড়ালে কাঠ পাচারের ছক পাচারকারীদের । কিন্তু তাতেও শেষরক্ষা হল না । পাচারকারীদের সেই ছক বানচাল করল বন বিভাগ । অভিযান চালিয়ে প্রায় আট লাখ টাকার শাল কাঠ উদ্ধার করল বন বিভাগ ।
বৃহস্পতিবার মাঝরাতে রাতে গোপনসূত্রে খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন বেলাকোবার মান্তাদারির কাছে অভিযান চালায় বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের সারুগাড়া এম পি পি-1 রেঞ্জের বন কর্মীরা। বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের মধ্যে একজনের নাম অভিজিৎ দে সরকার, অন্যজনের নাম চার্জার কুজুর । দু'জনেরই বাড়ি খড়িবাড়ি ব্লকে । পাচারে ব্যবহৃত একটি চারচাকার গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে ।
ওদলাবাড়ির দিক থেকে পিকআপ ভ্যানে করে ওই শাল কাঠ নিয়ে যাওয়া হচ্ছিল শিলিগুড়ি মেডিকেল মোড়ের কাছে । তার আগেই বেলাকোবার মান্তাদারীতে সন্দেহভাজন পিকআপ ভ্যানটি আটক করা হয় । পুলিশ ও বন বিভাগের চোখে ধুলো দিতে চোরাই কাঠ ভর্তি গাড়ির উপরে তুষ ভর্তি বস্তা দিয়ে ঢাকা ছিল । আর তার মধ্যেই পাওয়া যায় দশটি শাল গাছের লগ ।