ETV Bharat / state

সিকিম ও সান্দাকফুতে ফের তুষারপাত, ঠাণ্ডায় কাঁপছে উত্তরবঙ্গ - তুষারপাত

এই মরশুমে আবার তুষারপাত সিকিম সহ সান্দাকফুতে।

সিকিমে তুষারপাত
author img

By

Published : Feb 9, 2019, 11:37 PM IST

দার্জিলিং, ৯ ফেব্রুয়ারি : ফের তুষারপাত সিকিমে। আজ সকাল থেকে উত্তর সিকিমের লাচেন, লাচুং, গুরুদুম্বা এবং পূর্ব সিকিমের ছাঙ্গু সহ সংলগ্ন এলাকায় তুষারপাত হয়। দার্জিলিঙের সান্দাকফুতেও শুরু হয়েছে তুষারপাত।

snowfall
সিকিমে তুষারপাত
undefined

তুষারপাতের জেরে সিকিমে লাচুং আর লাচেনের রাস্তা বন্ধ হয়ে গেছে। যদিও আজ বিকেল পর্যন্ত সেখানে কোনও পর্যটকের আটকে পড়ার খবর পাওয়া যায়নি। অন্যদিকে তুষারপাতে টুংলুং থেকে সান্দাকফু যাওয়ার রাস্তাও বন্ধ। এদিকে, দার্জিলিঙ শহর সহ মিরিকের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।

snowfall
সিকিমে তুষারপাত
undefined

তুষারপাত ও বৃষ্টির দাপটে এখন শীতে কাঁপছে দার্জিলিং, সিকিম সহ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা। আজ দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর ছত্তিশগড়ে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়ে উঠেছে। তার জেরেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে।

snowfall
সিকিমে তুষারপাত
সিকিমে তুষারপাত, দেখুন ভিডিয়ো
undefined

দার্জিলিং, ৯ ফেব্রুয়ারি : ফের তুষারপাত সিকিমে। আজ সকাল থেকে উত্তর সিকিমের লাচেন, লাচুং, গুরুদুম্বা এবং পূর্ব সিকিমের ছাঙ্গু সহ সংলগ্ন এলাকায় তুষারপাত হয়। দার্জিলিঙের সান্দাকফুতেও শুরু হয়েছে তুষারপাত।

snowfall
সিকিমে তুষারপাত
undefined

তুষারপাতের জেরে সিকিমে লাচুং আর লাচেনের রাস্তা বন্ধ হয়ে গেছে। যদিও আজ বিকেল পর্যন্ত সেখানে কোনও পর্যটকের আটকে পড়ার খবর পাওয়া যায়নি। অন্যদিকে তুষারপাতে টুংলুং থেকে সান্দাকফু যাওয়ার রাস্তাও বন্ধ। এদিকে, দার্জিলিঙ শহর সহ মিরিকের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।

snowfall
সিকিমে তুষারপাত
undefined

তুষারপাত ও বৃষ্টির দাপটে এখন শীতে কাঁপছে দার্জিলিং, সিকিম সহ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা। আজ দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর ছত্তিশগড়ে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়ে উঠেছে। তার জেরেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে।

snowfall
সিকিমে তুষারপাত
সিকিমে তুষারপাত, দেখুন ভিডিয়ো
undefined

Guntur (Assam), Feb 09 (ANI): While addressing a public gathering in Assam's Guntur, Prime Minister Narendra Modi said, "Desh dekh raha hai ki chowkidar ki chowksi se kaise bhrashtachari bokhlaye huye hain aur roz nai gali Modi ko dete rehte hai. Vaha to ek hi maapdand hai, kaun Modi ko zyada gali de sakta hai, isi ka competition chal raha hai. Ye logo ki ek hi pehchan hai 'mahamilavat'"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.