ETV Bharat / state

বর্ষবরণ ঘিরে কড়া নিরাপত্তায় পাহাড়, মোতায়েন অতিরিক্ত পুলিশবাহিনী - Darjeeling

Security in Darjeeling: শিলিগুড়িকে ঘিরে রয়েছে প্রতিবেশী দেশগুলির সীমান্ত এবং আন্তঃরাজ্য সীমানা ৷ বর্ষবরণের রাতে বা তারপরেও এই সীমান্ত এবং সীমানা দিয়ে শহরে ঢুকতে পারে দুষ্কৃতীরা ৷ এছাড়া কোনও হিংসাত্মক ঘটনা যাতে না-ঘটে, তাই জেলাজুড়ে নিরাপত্তা বাড়ল প্রশাসন ৷

ETV Bharat
নতুন বছরে কড়া নিরাপত্তা শিলিগুড়িতে
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 7:40 PM IST

শিলিগুড়ি, 30 ডিসেম্বর: ইংরেজি বর্ষবরণের সময় যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য তৎপর পুলিশ প্রশাসন ৷ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি-সহ পুরো দার্জিলিং জেলা ৷ নিরাপত্তায় থাকছে অতিরিক্ত পুলিশবাহিনী ৷ নজরদারি চালানো হবে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনে ৷ অতিরিক্ত নজর রাখা হবে ট্রানজিট পয়েন্টগুলিতে ৷ 30 ডিসেম্বরের রাত থেকেই টানা চলবে নাকা তল্লাশি ৷ বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে ট্রাফিক ব্যবস্থাতে ৷ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে শহরকে মোট ছ'টি সেক্টরে ভাগ করা হয়েছে ৷ সেই ছ'টি সেক্টরের নজরদারির জন্য নিযুক্ত করা হয়েছে একজন করে এসিপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরকে ৷

শিলিগুড়ি ও দার্জিলিং জেলাকে ঘিরে রয়েছে ইন্দো-বাংলাদেশ, ইন্দো-নেপাল আন্তর্জাতিক সীমান্ত ৷ শিলিগুড়ির সংলগ্ন রয়েছে ইন্দো-ভুটান সীমান্তও ৷ এছাড়া আছে বাংলা-বিহার, বাংলা-সিকিম, বাংলা-অসম আন্তঃরাজ্য সীমানা ৷ বরাবরই দুষ্কৃতীরা শিলিগুড়ি সংলগ্ন সীমান্তগুলিকে ব্যবহার করে থাকে ৷ নিমেষে শহরে বা এই শহর থেকে অন্যত্র পাড়ি দেওয়া যায় ৷ তাই সবসময় পুলিশ ও প্রশাসনকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় ৷ আর ইংরেজি বর্ষবরণকে ঘিরে শহরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা বা অপরাধ সংগঠিত না হয়, তার জন্য বাড়তি ও অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ও দার্জিলিং জেলা পুলিশ ৷

দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেন, "ইন্দো-নেপাল ও ইন্দো-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় বিশেষ নজর রাখতে বলা হয়েছে ৷ জাতীয় সড়ক ও রাজ্যসড়কে নাকা তল্লাশি রাখা হয়েছে ৷ এসএসবি'র আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সীমান্ত সুরক্ষায় বিশেষ পদক্ষেপ গ্রহনের আবেদন করা হয়েছে ৷" শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, "বর্ষবরণ তো বটেই, তারপরেও কয়েক দিন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে ৷ শপিং মল, মার্কেট ও শহরের রাজপথে 24 ঘণ্টা পুলিশ মোতায়েন করা রয়েছে ৷ নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত তা থাকবে ৷ পিকনিক স্পটগুলিতে বিশেষ নজর রাখা হয়েছে ৷ সড়ক দুর্ঘটনা রুখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা অবলম্বন করা হয়েছে ৷ প্রত্যেক থানাকে সতর্ক করা হয়েছে ৷" শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) অভিষেক গুপ্তা বলেন, "শহরের ট্রানজিট পয়েন্টে বিশেষ নজরদারি রাখা হবে ৷ মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা অবলম্বন করা হয়েছে ৷ শহরের মূল রাস্তা, শপিং মল ও পিকনিক স্পটগুলিতে যাতে যানজটের সৃষ্টি না হয়, সেজন্য অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে ৷"

শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ও দার্জিলিং জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ি, ফাঁসিদেওয়া, নকশালবাড়ির পানিট্যাঙ্কির বাংলাদেশ ও নেপাল সীমান্ত সংলগ্ন এলাকা ও গ্রামগুলিতে নজরদারি বাড়িয়েছে পুলিশ ৷ শিলিগুড়ি প্রবেশের মুখে বাগডোগরা, ঘোষপুকুর, ফুলবাড়ি, আমবাড়ি, শালবাড়ি, সুকনা, রোহিনীতে নাকাতল্লাশি বসানো হয়েছে ৷ পাশাপাশি নাকাতল্লাশি চলবে হাশমি চক, জলপাইমোড়, দার্জিলিং মোড়, বিহার মোড়ের মতো এলাকাগুলিতেও ৷ সারা শহরে মোতায়েন থাকবে প্রায় 1 হাজার 500 পুলিশ কর্মী ৷ গজলডোবা, বৈকুণ্ঠপুর ফরেস্ট, ফাপড়ি, ফুলবাড়ি, ঘোষপুকুর-সহ অন্য পিকনিক স্পটগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ বর্ষবরণের রাতে শহরের হিলকার্ট রোড ও সেবক রোডে পুলিশ মোতায়েন থাকবে ৷ গোটা শহরে মহিলাদের নিরাপত্তার স্বার্থে 50-70 জনের মহিলা পুলিশের উইনার্স টিম ঘুরবে ৷ থাকছে চারটি কুইক রেসপন্স টিম, 25 টি টহলদারি ভ্যান ৷ শপিং মল, বার ও বিভিন্ন রেস্তোরাঁ সাদা পোশাকের পুলিশ নজরদারি চালাবে ৷ নিউ জলপাইগুড়ি রেল স্টেশন, শিলিগুড়ি জংশন রেল স্টেশনেও তল্লাশি চালাবে রেল পুলিশ ৷

আরও পড়ুন:

  1. অযোধ্যা থেকে অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন প্রধানমন্ত্রীর, বাংলার জন্য বরাদ্দ একটি
  2. ক্রিসমাস-নিউইয়ারে ঠাসা ভিড় শৈলরানিতে, হাউজফুল হোটেল থেকে হোম-স্টে
  3. দার্জিলিং চিড়িয়াখানায় সাইবেরিয়ার টাইগার দম্পতি, বেঙ্গল সাফারি পার্কে আসছে সিংহ

শিলিগুড়ি, 30 ডিসেম্বর: ইংরেজি বর্ষবরণের সময় যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য তৎপর পুলিশ প্রশাসন ৷ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি-সহ পুরো দার্জিলিং জেলা ৷ নিরাপত্তায় থাকছে অতিরিক্ত পুলিশবাহিনী ৷ নজরদারি চালানো হবে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনে ৷ অতিরিক্ত নজর রাখা হবে ট্রানজিট পয়েন্টগুলিতে ৷ 30 ডিসেম্বরের রাত থেকেই টানা চলবে নাকা তল্লাশি ৷ বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে ট্রাফিক ব্যবস্থাতে ৷ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে শহরকে মোট ছ'টি সেক্টরে ভাগ করা হয়েছে ৷ সেই ছ'টি সেক্টরের নজরদারির জন্য নিযুক্ত করা হয়েছে একজন করে এসিপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরকে ৷

শিলিগুড়ি ও দার্জিলিং জেলাকে ঘিরে রয়েছে ইন্দো-বাংলাদেশ, ইন্দো-নেপাল আন্তর্জাতিক সীমান্ত ৷ শিলিগুড়ির সংলগ্ন রয়েছে ইন্দো-ভুটান সীমান্তও ৷ এছাড়া আছে বাংলা-বিহার, বাংলা-সিকিম, বাংলা-অসম আন্তঃরাজ্য সীমানা ৷ বরাবরই দুষ্কৃতীরা শিলিগুড়ি সংলগ্ন সীমান্তগুলিকে ব্যবহার করে থাকে ৷ নিমেষে শহরে বা এই শহর থেকে অন্যত্র পাড়ি দেওয়া যায় ৷ তাই সবসময় পুলিশ ও প্রশাসনকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় ৷ আর ইংরেজি বর্ষবরণকে ঘিরে শহরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা বা অপরাধ সংগঠিত না হয়, তার জন্য বাড়তি ও অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ও দার্জিলিং জেলা পুলিশ ৷

দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেন, "ইন্দো-নেপাল ও ইন্দো-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় বিশেষ নজর রাখতে বলা হয়েছে ৷ জাতীয় সড়ক ও রাজ্যসড়কে নাকা তল্লাশি রাখা হয়েছে ৷ এসএসবি'র আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সীমান্ত সুরক্ষায় বিশেষ পদক্ষেপ গ্রহনের আবেদন করা হয়েছে ৷" শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, "বর্ষবরণ তো বটেই, তারপরেও কয়েক দিন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে ৷ শপিং মল, মার্কেট ও শহরের রাজপথে 24 ঘণ্টা পুলিশ মোতায়েন করা রয়েছে ৷ নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত তা থাকবে ৷ পিকনিক স্পটগুলিতে বিশেষ নজর রাখা হয়েছে ৷ সড়ক দুর্ঘটনা রুখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা অবলম্বন করা হয়েছে ৷ প্রত্যেক থানাকে সতর্ক করা হয়েছে ৷" শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) অভিষেক গুপ্তা বলেন, "শহরের ট্রানজিট পয়েন্টে বিশেষ নজরদারি রাখা হবে ৷ মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা অবলম্বন করা হয়েছে ৷ শহরের মূল রাস্তা, শপিং মল ও পিকনিক স্পটগুলিতে যাতে যানজটের সৃষ্টি না হয়, সেজন্য অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে ৷"

শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ও দার্জিলিং জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ি, ফাঁসিদেওয়া, নকশালবাড়ির পানিট্যাঙ্কির বাংলাদেশ ও নেপাল সীমান্ত সংলগ্ন এলাকা ও গ্রামগুলিতে নজরদারি বাড়িয়েছে পুলিশ ৷ শিলিগুড়ি প্রবেশের মুখে বাগডোগরা, ঘোষপুকুর, ফুলবাড়ি, আমবাড়ি, শালবাড়ি, সুকনা, রোহিনীতে নাকাতল্লাশি বসানো হয়েছে ৷ পাশাপাশি নাকাতল্লাশি চলবে হাশমি চক, জলপাইমোড়, দার্জিলিং মোড়, বিহার মোড়ের মতো এলাকাগুলিতেও ৷ সারা শহরে মোতায়েন থাকবে প্রায় 1 হাজার 500 পুলিশ কর্মী ৷ গজলডোবা, বৈকুণ্ঠপুর ফরেস্ট, ফাপড়ি, ফুলবাড়ি, ঘোষপুকুর-সহ অন্য পিকনিক স্পটগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ বর্ষবরণের রাতে শহরের হিলকার্ট রোড ও সেবক রোডে পুলিশ মোতায়েন থাকবে ৷ গোটা শহরে মহিলাদের নিরাপত্তার স্বার্থে 50-70 জনের মহিলা পুলিশের উইনার্স টিম ঘুরবে ৷ থাকছে চারটি কুইক রেসপন্স টিম, 25 টি টহলদারি ভ্যান ৷ শপিং মল, বার ও বিভিন্ন রেস্তোরাঁ সাদা পোশাকের পুলিশ নজরদারি চালাবে ৷ নিউ জলপাইগুড়ি রেল স্টেশন, শিলিগুড়ি জংশন রেল স্টেশনেও তল্লাশি চালাবে রেল পুলিশ ৷

আরও পড়ুন:

  1. অযোধ্যা থেকে অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন প্রধানমন্ত্রীর, বাংলার জন্য বরাদ্দ একটি
  2. ক্রিসমাস-নিউইয়ারে ঠাসা ভিড় শৈলরানিতে, হাউজফুল হোটেল থেকে হোম-স্টে
  3. দার্জিলিং চিড়িয়াখানায় সাইবেরিয়ার টাইগার দম্পতি, বেঙ্গল সাফারি পার্কে আসছে সিংহ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.