ETV Bharat / state

শুভেন্দুর হোর্ডিংসহ পিকআপ ভ্যান আটকাল পুলিশ

শিলিগুড়িতে মহানন্দার ঘাটে ছটপুজোকে কেন্দ্র করে বিশাল সমাগম হয় । তা মাথায় রেখেই ছটঘাটে শুভেন্দু অধিকারীর অনুগামীরা পোস্টারে ছয়লাপ করে দেন ।

শুভেন্দুর পোস্টার
শুভেন্দুর পোস্টার
author img

By

Published : Nov 21, 2020, 6:37 AM IST

শিলিগুড়ি, 21 নভেম্বর : শিলিগুড়িতে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া হোর্ডিং ঘিরে শোরগোল । শিলিগুড়ির মহানন্দা নদীর ছটঘাট এলাকায় হোর্ডিং লাগাতে আসা একটি পিকআপ ভ্যানের চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় । পরে অবশ্য পিকআপ ভ্যানসহ চালককে ছেড়ে দেওয়া হয় ৷

যদিও এবিষয়ে পুলিশ কোনও মন্তব্য করতে চায়নি । শিলিগুড়িতে মহানন্দার ঘাটে ছটপুজোকে কেন্দ্র করে বিশাল সমাগম হয় । তা মাথায় রেখেই ছটঘাটে শুভেন্দু অধিকারীর অনুগামীরা পোস্টারে ছয়লাপ করে দেন । এদিকে একটি পিকআপ ভ্যানকে আটক করে পুলিশ । তাতে করে ওই হোর্ডিং, পোস্টার আনা হয়েছিল । DCP সদর জয় টুডু বা ACP শুভেন্দ্র কুমার কেউই এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি । ACP বলেন, এবিষয়ে কিছু বলতে পারব না ।

কয়েকদিন আগেও শিলিগুড়ির বিভিন্ন ট্র্যাফিক পয়েন্টসহ জনবহুল রাস্তায় শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ব্যানার লাগানো হয়েছিল । যেখানে লেখা ছিল, ‘‘আমরা গর্বিত, আমরা দাদার অনুগামী ।’’ তবে কে বা কারা সেই পোস্টারগুলি লাগাচ্ছে তা জানা যায়নি ।

শিলিগুড়ি, 21 নভেম্বর : শিলিগুড়িতে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া হোর্ডিং ঘিরে শোরগোল । শিলিগুড়ির মহানন্দা নদীর ছটঘাট এলাকায় হোর্ডিং লাগাতে আসা একটি পিকআপ ভ্যানের চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় । পরে অবশ্য পিকআপ ভ্যানসহ চালককে ছেড়ে দেওয়া হয় ৷

যদিও এবিষয়ে পুলিশ কোনও মন্তব্য করতে চায়নি । শিলিগুড়িতে মহানন্দার ঘাটে ছটপুজোকে কেন্দ্র করে বিশাল সমাগম হয় । তা মাথায় রেখেই ছটঘাটে শুভেন্দু অধিকারীর অনুগামীরা পোস্টারে ছয়লাপ করে দেন । এদিকে একটি পিকআপ ভ্যানকে আটক করে পুলিশ । তাতে করে ওই হোর্ডিং, পোস্টার আনা হয়েছিল । DCP সদর জয় টুডু বা ACP শুভেন্দ্র কুমার কেউই এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি । ACP বলেন, এবিষয়ে কিছু বলতে পারব না ।

কয়েকদিন আগেও শিলিগুড়ির বিভিন্ন ট্র্যাফিক পয়েন্টসহ জনবহুল রাস্তায় শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ব্যানার লাগানো হয়েছিল । যেখানে লেখা ছিল, ‘‘আমরা গর্বিত, আমরা দাদার অনুগামী ।’’ তবে কে বা কারা সেই পোস্টারগুলি লাগাচ্ছে তা জানা যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.