ETV Bharat / state

কোরোনা সচেতনতায় গান ধরলেন শিলিগুড়ির কনস্টেবল মন্টু - শিলিগুড়ি

স্টেট আর্মড ফোর্সের ১২ নম্বর ব্যাটেলিয়নে কনস্টেবল পদে কর্মরত মন্টু কর্মকার । কাজের ফাঁকেই কোরোনা নিয়ে বেশ কিছু গান বেঁধেছেন তিনি ।

কোরোনা সচেতনতায় গান ধরলেন শিলিগুড়ির কনস্টেবল মন্টু
কোরোনা সচেতনতায় গান ধরলেন শিলিগুড়ির কনস্টেবল মন্টু
author img

By

Published : Apr 8, 2020, 11:50 PM IST

শিলিগুড়ি, 8 এপ্রিল: কোরোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে গান ধরলেন শিলিগুড়ির এক পুলিশ কর্মী । হিন্দি ও বাংলা, দুই ভাষাতেই একাধিক গান তৈরী করেছেন তিনি । লক্ষ্য একটাই, কোরোনা মোকাবিলায় মানুষকে সচেতন করে তোলা ।

স্টেট আর্মড ফোর্সের ১২ নম্বর ব্যাটেলিয়নে কনস্টেবল পদে কর্মরত মন্টু কর্মকার । চাকরির সুবাদে বর্তমানে শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি এলাকায় ব্যাটেলিয়ন ক্যাম্পাসেই রয়েছেন তিনি । বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে । জানা গিয়েছে, কাজের ফাঁকেই কোরোনা নিয়ে বেশ কিছু গান বেঁধেছেন তিনি । প্রতিটি গানই সাধারণ মানুষকে সচেতন করার উদ্দ্যেশে লেখা ।

কনস্টেবল মন্টু কর্মকার জানিয়েছেন, "মূলত সচেতনতা বাড়াতেই এই গানগুলি লিখেছি । মানুষের নজর কাড়তে পুরনো দিনের গানের সুর ব্যবহার করা হয়েছে ।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.