দার্জিলিং, 7 এপ্রিল : লকডাউনে সবজি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকার সময় নিয়ে দ্বন্দ্ব দেখা দিল পুলিশ এবং মোর্চার বিনয়পন্থীদের মধ্যে । দ্বিধায় পাহাড়ের দোকানদার থেকে সাধারণ মানুষ । যদিও দার্জিলিং পুলিশের DSP রাহুল পাণ্ডে গতকাল বলেন, "সরকারি নির্দেশিকা মেনেই কাজ হবে । লকডাউনেও জরুরি পরিষেবা যেমন চালু রয়েছে তেমনই থাকবে ।" এদিকে গতকাল সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত সবজিসহ বিভিন্ন অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা রাখা হয় । এরপর সব বন্ধ করে দেওয়া হয় ।
মোর্চার বিনয়পন্থীদের ফরমান মেনে গতকাল দার্জিলিঙে পাঁচ ঘণ্টা দোকানগুলি খোলা থাকে । মোর্চার বিনয়পন্থীদের ওই ফরমানে বলা হয় প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত সবজি, রেশন, ওষুধের দোকান খোলা থাকবে । ওই সময়ের পর আর খোলা রাখা যাবে না । এই ফরমান মেনেই গতকাল দোকান খোলা রাখা হয় । তারপর সব বন্ধ করে দেওয়া হয় ।
বিষয়টি জানতে পেরে দার্জিলিং জেলা পুলিশের তরফে গতকাল সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের কোনও নির্দেশিকা পুলিশ প্রশাসনের তরফে দেওয়া হয়নি । আর এমনটা হলে ভিড় বাড়বে । কমবে না । তাই সামাজিক দূরত্ব বজায় রেখে লকডাউনেও প্রতিদিন অত্যাবশ্যকীয় পণ্য কিনতে পারবেন ক্রেতারা । যেমন দোকান খোলা থাকার কথা তেমনিই খোলা থাকবে ।