ETV Bharat / state

চাপে পড়ে অনুমতি রাজ্যের, কাওয়াখালিতেই প্রধানমন্ত্রীর সভা - sjda

BJP-কে কাওয়াখালিতেই সভা করার অনুমতি দিল SJDA (শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ)।

s
author img

By

Published : Mar 30, 2019, 10:52 PM IST

শিলিগুড়ি, ৩০ মার্চ : কাওয়াখালিতে প্রধানমন্ত্রীর সভার অনুমতি দেওয়া নিয়ে টালবাহানা করছিল রাজ্য প্রশাসন। এমনটাই অভিযোগ করেছিল BJP। যার জেরে সভাস্থল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল অম্বিকানগরে রেলের জমিতে। কিন্তু ওই জমিতে হেলিকপ্টার নামানোর ক্ষেত্রে সমস্যা রয়েছে। তাই শেষ পর্যন্ত BJP-কে কাওয়াখালিতেই সভা করার অনুমতি দেয় SJDA (শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ)।

bjp
অম্বিকানগরে পুলিশ কর্তারা ও BJP নেতারা

আজ সকালে অম্বিকানগরে সভাস্থান দেখতে গেছিলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের IG সহ শিলিগুড়ির পুলিশ কমিশনার এবং অন্যান্য পদস্থ পুলিশ কর্তারা। BJP-র তরফে সেখানে হাজির ছিলেন অরবিন্দ মেনন ও রথীন্দ্র বোস। পুলিশ কর্তারা BJP নেতাদের বলেন, "এই মাঠে হেলিকপ্টার নামানোয় সমস্যা রয়েছে।" কিন্তু BJP-র তরফে তখন স্পষ্ট জানিয়ে দেওয়া হয় এই মাঠেই সভা হবে।

BJP-র বক্তব্য, কাওয়াখালিতে সভা করার অনুমতি চেয়েও তা মেলেনি। এবার অম্বিকানগরের সভাস্থানে কী ভাবে হেলিকপ্টার নামবে তা প্রশাসন ভাবুক। এরপরেই চাপে পড়ে কাওয়াখালিতে সভা করার অনুমতি দেয় প্রশাসন।

এই বিষয়ে BJP-র উত্তরবঙ্গের আহ্বায়ক রথীন্দ্রনাথ বসু বলেন, "কাওয়াখালিতে সভার অনুমতি পেলাম। তাই সেখানেই সভাস্থান সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।"

শিলিগুড়ি, ৩০ মার্চ : কাওয়াখালিতে প্রধানমন্ত্রীর সভার অনুমতি দেওয়া নিয়ে টালবাহানা করছিল রাজ্য প্রশাসন। এমনটাই অভিযোগ করেছিল BJP। যার জেরে সভাস্থল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল অম্বিকানগরে রেলের জমিতে। কিন্তু ওই জমিতে হেলিকপ্টার নামানোর ক্ষেত্রে সমস্যা রয়েছে। তাই শেষ পর্যন্ত BJP-কে কাওয়াখালিতেই সভা করার অনুমতি দেয় SJDA (শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ)।

bjp
অম্বিকানগরে পুলিশ কর্তারা ও BJP নেতারা

আজ সকালে অম্বিকানগরে সভাস্থান দেখতে গেছিলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের IG সহ শিলিগুড়ির পুলিশ কমিশনার এবং অন্যান্য পদস্থ পুলিশ কর্তারা। BJP-র তরফে সেখানে হাজির ছিলেন অরবিন্দ মেনন ও রথীন্দ্র বোস। পুলিশ কর্তারা BJP নেতাদের বলেন, "এই মাঠে হেলিকপ্টার নামানোয় সমস্যা রয়েছে।" কিন্তু BJP-র তরফে তখন স্পষ্ট জানিয়ে দেওয়া হয় এই মাঠেই সভা হবে।

BJP-র বক্তব্য, কাওয়াখালিতে সভা করার অনুমতি চেয়েও তা মেলেনি। এবার অম্বিকানগরের সভাস্থানে কী ভাবে হেলিকপ্টার নামবে তা প্রশাসন ভাবুক। এরপরেই চাপে পড়ে কাওয়াখালিতে সভা করার অনুমতি দেয় প্রশাসন।

এই বিষয়ে BJP-র উত্তরবঙ্গের আহ্বায়ক রথীন্দ্রনাথ বসু বলেন, "কাওয়াখালিতে সভার অনুমতি পেলাম। তাই সেখানেই সভাস্থান সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.