শিলিগুড়ি, 27 মে : উত্তরবঙ্গে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হল আরও একজন । সম্প্রতি শিলিগুড়ির প্রধান নগরের এক মহিলা ব্ল্যাক ফাংগাসে সংক্রমিত হন । এবারও শিলিগুড়ি পৌরনিগমের 3 নম্বর ওয়ার্ডের প্রধাননগরের 42 বছরের এক ব্যক্তি ব্ল্যাক ফাংগাস বা মিউকোরমাইকোসিসে আক্রান্ত হয়েছেন ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি পেশায় একজন ব্যবসায়ী । সম্প্রতি, তিনি করোনায় সংক্রমিত হন এবং পরে সুস্থ হয়ে ওঠেন তিনি । এরপর শনিবার ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । মুখে, মাথায়, হাতে কালো কালো দাগ দেখা যায় । পরিবারের সদস্যরা তাঁকে খালপাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করে । কিন্তু, নার্সিংহোমের চিকিৎসকদের ব্ল্যাক ফাংগাসের বিষয়টি সন্দেহ হওয়ায় রবিবার তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ এরপর তাঁকে মেডিসিন বিভাগ থেকে ইএনটি ইন্ডোরে স্থানান্তরিত করা হয় ৷ ব্ল্যাক ফাংগাসের বিষয়টি নিশ্চিত করার জন্য লালারস ও টিস্যু পরীক্ষার জন্য হাসপাতালের ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়গনস্টিক ল্যাবরেটরিতে পাঠানো হয় । গতকাল সকালে ওই ব্যক্তির রিপোর্টে জানা যায় তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ৷
আরও পড়ুন, এক পায়ে 9 আঙুল, জন্মাল আশ্চর্য শিশু
এরপরেই হাসপাতালের চিকিৎসকরা অস্ত্রোপচারের জন্য উদ্যোগ নিতে শুরু করে । তবে পরিবারের লোক তাঁকে পরবর্তী চিকিৎসার জন্য কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করেছে ৷ এই নিয়ে উত্তরে ব্ল্যাক ফাংগাসে সংক্রমিতের সংখ্যা বেড়ে হল দুজন ।