ETV Bharat / state

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, আটক শিক্ষক - physically harassed

দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক বেসরকারি মাধ্যমের স্কুলের অঙ্ক শিক্ষকের বিরুদ্ধে । শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ।

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ
নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ
author img

By

Published : Mar 14, 2020, 5:39 PM IST

Updated : Mar 14, 2020, 6:52 PM IST

শিলিগুড়ি, 14 মার্চ : দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল বেসরকারি একটি স্কুলের অঙ্ক শিক্ষকের বিরুদ্ধে । অভিযুক্ত ওই শিক্ষকের নামে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে ওই শিক্ষককে আটক করে পুলিশ । চলছে জিজ্ঞাসাবাদ ।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রীর শ্লীলতাহানি করছিলেন সুব্রত মজুমদার । গতকাল রাতে ওই ছাত্রী মায়ের কাছে ঘটনাটি জানায় । এরপর পরিবার স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানায় । লিখিত অভিযোগ জানায় থানায়ও । পরে ওই শিক্ষককে আটক করা হয় ।

ছাত্রীর মা জানান, আমার মেয়ে বয়সে খুবই ছোটো । ও ভয় পেয়ে গিয়েছিল । সেকারণে কিছু বলেনি । তবে অবশেষে গতকাল জানতে পেরে পুলিশের দ্বারস্থ হয়েছি । আমরা চাই ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক ।

শিলিগুড়ি, 14 মার্চ : দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল বেসরকারি একটি স্কুলের অঙ্ক শিক্ষকের বিরুদ্ধে । অভিযুক্ত ওই শিক্ষকের নামে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে ওই শিক্ষককে আটক করে পুলিশ । চলছে জিজ্ঞাসাবাদ ।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রীর শ্লীলতাহানি করছিলেন সুব্রত মজুমদার । গতকাল রাতে ওই ছাত্রী মায়ের কাছে ঘটনাটি জানায় । এরপর পরিবার স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানায় । লিখিত অভিযোগ জানায় থানায়ও । পরে ওই শিক্ষককে আটক করা হয় ।

ছাত্রীর মা জানান, আমার মেয়ে বয়সে খুবই ছোটো । ও ভয় পেয়ে গিয়েছিল । সেকারণে কিছু বলেনি । তবে অবশেষে গতকাল জানতে পেরে পুলিশের দ্বারস্থ হয়েছি । আমরা চাই ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক ।

Last Updated : Mar 14, 2020, 6:52 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.