ETV Bharat / state

ব্যবহৃত PPE থেকে সংক্রমণের আশঙ্কা, নষ্ট করা হচ্ছে বিশেষ পদ্ধতিতে

কোরোনা আক্রান্তদের চিকিৎসা করার সময় PPE ব্যবহার করছেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা । এই ব্যবহৃত PPE কম ক্ষতিকারক নয় । সঠিকভাবে নষ্ট না করলে এগুলি থেকেও ছড়াতে পারে সংক্রমণ । তাই সেগুলি নষ্ট করার জন্য সতর্কতা অবলম্বন করেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল । নির্দিষ্ট নিয়ম মেনে ধাপে ধাপে নষ্ট করা হচ্ছে ব্যবহৃত PPE-গুলি ।

বিশেষ পদ্ধতিতে PPE কিট নষ্ট করছে উত্তরবঙ্গ মেডিকেল
বিশেষ পদ্ধতিতে PPE কিট নষ্ট করছে উত্তরবঙ্গ মেডিকেল
author img

By

Published : Jun 11, 2020, 5:08 PM IST

Updated : Jun 23, 2020, 7:26 AM IST

শিলিগুড়ি, 11 জুন : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ছাড়াও কোরোনার চিকিৎসা করা হচ্ছে শিলিগুড়ির দুই সরকার অধিগৃহীত কোরোনা ও SARI হাসপাতালে । এই তিন জায়গাতেই ব্যবহার হচ্ছে PPE । যেসব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা পরিষেবা দিচ্ছেন তাঁদের PPE ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে । নিয়ম মেনে নির্দিষ্ট সময় পর তাঁরা বদল করে নিচ্ছেন PPE ।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড এবং অন্য কয়েকটি ওয়ার্ডেও PPE ব্যবহার করছেন চিকিৎসকরা । হাসপাতাল সুপার কৌশিক সমাজদার বলেন, দিনে গড়ে 200টি PPE ব্যবহার হচ্ছে সেখানে । সরকার অধিগৃহীত কোরোনা হাসপাতালে দিনে ব্যবহার হচ্ছে গড়ে 100টি PPE । SARI হাসপাতালে দৈনিক 75টি ব্যবহার করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা । এছাড়া অ্যাম্বুলেন্সে করে রোগী আনা-নেওয়া এবং স্যানিটাইজ়েশন করতে যে কর্মীরা কাজ করছেন তাঁরাও ব্যবহার করছেন এই পোশাক । ছয় থেকে আট ঘণ্টা পর এই পোশাক বদল করা হচ্ছে ।

সুরক্ষার কারণে ব্যবহৃত PPE নষ্ট করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করছে হাসপাতালগুলি

কৌশিক সমাজদার আরও বলেন, "সুরক্ষার কারণে ব্যবহৃত PPE নষ্ট করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে । ICMR-এর গাইড লাইন মেনে সেগুলি নষ্ট করা হচ্ছে ।" তিন হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, হাসপাতালের বর্জ্য ছাড়াও যে সংস্থা এই বর্জ্য সংগ্রহ করে তাদের কাছে কন্টেইনারে মুড়ে দেওয়া হচ্ছে ব্যবহৃত PPE । প্রতিদিন নির্দিষ্ট সময়ে বেসরকারি ওই সংস্থার কর্মীরা সেই বর্জ্য এবং ব্যবহৃত PPE সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন । সেখান থেকে শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায় ওই সংস্থার বর্জ্য নিষ্কাশন কেন্দ্রে সেগুলি নিয়ে যাওয়া হচ্ছে ।

সংস্থার কর্মীরা জানিয়েছেন, এই পরিস্থিতিতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা মেনে নষ্ট করা হচ্ছে হাসপাতালগুলির বর্জ্য, ব্যবহৃত PPE ও অন্য সামগ্রী । যে সংস্থা এই কাজটি করছে তাদের দাবি, ICMR-এর স্বাস্থ্যবিধি মেনে ব্যবহৃত PPE নষ্ট করা হচ্ছে ফুলবাড়িতে । অবলম্বন করা হচ্ছে বেশ কিছু ধাপ । প্রথম পর্যায়ে প্রচুর তাপমাত্রায় পুড়িয়ে ফেলা হচ্ছে PPE । এর জেরে PPE-তে লেগে থাকা ভাইরাস নষ্ট হয়ে যাচ্ছে । এরপর ছাই হিসেবে যেটুকু পড়ে থাকছে সেগুলি মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে । কোনওভাবেই সেই ছাই যেন পরিবেশে ও ভূগর্ভস্থ জলের সঙ্গে মিশতে না পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে ।

ওই সংস্থার তরফে জানানো হয়েছে, যারা বর্জ্য নষ্ট করছেন তাঁরাও বাড়তি সতর্কতা অবলম্বন করছেন । হাতে গ্লাভস, মুখে মাস্ক তাঁরা পরছেন । প্রয়োজনে ব্যবহার করছেন PPE ।

শিলিগুড়ি, 11 জুন : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ছাড়াও কোরোনার চিকিৎসা করা হচ্ছে শিলিগুড়ির দুই সরকার অধিগৃহীত কোরোনা ও SARI হাসপাতালে । এই তিন জায়গাতেই ব্যবহার হচ্ছে PPE । যেসব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা পরিষেবা দিচ্ছেন তাঁদের PPE ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে । নিয়ম মেনে নির্দিষ্ট সময় পর তাঁরা বদল করে নিচ্ছেন PPE ।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড এবং অন্য কয়েকটি ওয়ার্ডেও PPE ব্যবহার করছেন চিকিৎসকরা । হাসপাতাল সুপার কৌশিক সমাজদার বলেন, দিনে গড়ে 200টি PPE ব্যবহার হচ্ছে সেখানে । সরকার অধিগৃহীত কোরোনা হাসপাতালে দিনে ব্যবহার হচ্ছে গড়ে 100টি PPE । SARI হাসপাতালে দৈনিক 75টি ব্যবহার করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা । এছাড়া অ্যাম্বুলেন্সে করে রোগী আনা-নেওয়া এবং স্যানিটাইজ়েশন করতে যে কর্মীরা কাজ করছেন তাঁরাও ব্যবহার করছেন এই পোশাক । ছয় থেকে আট ঘণ্টা পর এই পোশাক বদল করা হচ্ছে ।

সুরক্ষার কারণে ব্যবহৃত PPE নষ্ট করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করছে হাসপাতালগুলি

কৌশিক সমাজদার আরও বলেন, "সুরক্ষার কারণে ব্যবহৃত PPE নষ্ট করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে । ICMR-এর গাইড লাইন মেনে সেগুলি নষ্ট করা হচ্ছে ।" তিন হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, হাসপাতালের বর্জ্য ছাড়াও যে সংস্থা এই বর্জ্য সংগ্রহ করে তাদের কাছে কন্টেইনারে মুড়ে দেওয়া হচ্ছে ব্যবহৃত PPE । প্রতিদিন নির্দিষ্ট সময়ে বেসরকারি ওই সংস্থার কর্মীরা সেই বর্জ্য এবং ব্যবহৃত PPE সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন । সেখান থেকে শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায় ওই সংস্থার বর্জ্য নিষ্কাশন কেন্দ্রে সেগুলি নিয়ে যাওয়া হচ্ছে ।

সংস্থার কর্মীরা জানিয়েছেন, এই পরিস্থিতিতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা মেনে নষ্ট করা হচ্ছে হাসপাতালগুলির বর্জ্য, ব্যবহৃত PPE ও অন্য সামগ্রী । যে সংস্থা এই কাজটি করছে তাদের দাবি, ICMR-এর স্বাস্থ্যবিধি মেনে ব্যবহৃত PPE নষ্ট করা হচ্ছে ফুলবাড়িতে । অবলম্বন করা হচ্ছে বেশ কিছু ধাপ । প্রথম পর্যায়ে প্রচুর তাপমাত্রায় পুড়িয়ে ফেলা হচ্ছে PPE । এর জেরে PPE-তে লেগে থাকা ভাইরাস নষ্ট হয়ে যাচ্ছে । এরপর ছাই হিসেবে যেটুকু পড়ে থাকছে সেগুলি মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে । কোনওভাবেই সেই ছাই যেন পরিবেশে ও ভূগর্ভস্থ জলের সঙ্গে মিশতে না পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে ।

ওই সংস্থার তরফে জানানো হয়েছে, যারা বর্জ্য নষ্ট করছেন তাঁরাও বাড়তি সতর্কতা অবলম্বন করছেন । হাতে গ্লাভস, মুখে মাস্ক তাঁরা পরছেন । প্রয়োজনে ব্যবহার করছেন PPE ।

Last Updated : Jun 23, 2020, 7:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.