শিলিগুড়ি, 27 এপ্রিল : নেতিবাচক দিক তুলে না ধরে রাজ্যের পাশে থাকা উচিত কেন্দ্রীয় প্রতিনিধি দলের । আজ এই মন্তব্য করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ।
তিনি বলেন, "গোটা রাজ্যে একটা অদ্ভুত পরিবেশ তৈরি করা হচ্ছে । যাঁরা দিল্লি থেকে এসে ঘুরে বেড়াচ্ছেন, তাঁদের উচিত ছিল রাজ্যের সঙ্গে কথা বলে কাজ করা । রেগুলেটেড মার্কট বা অন্য জায়গায় ঘুরে কী লাভ ।" বিশ্বে ক্রমে বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । মৃত্যুর সংখ্যাও বাড়ছে । গৌতমবাবু বলেন, "কোরোনা সংক্রমণের জন্য বিশ্বের কেউই তৈরি ছিল না । তাই এখানে এসে নেতিবাচক দিক তুলে না ধরে রাজ্যের পাশে দাঁড়ানো উচিত ছিল ।"
জেলার কোরোনা পরিস্থিতি নিয়ে গৌতম দেব বলেন, "এই মুহূর্তে পাঁচজন কোরোনা আক্রান্ত রোগী রয়েছেন । আশা করি, তাঁদেরও ভালো খবর পাওয়া যাবে । এছাড়া SARI হাসপাতালে গতকাল পর্যন্ত 15জন ভরতি ছিল ।" বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কোরোনা পরীক্ষার জন্য আসছে বলেও জানান তিনি ।