দার্জিলিং, 1মে : ভিন রাজ্য নয় । পায়ে হেঁটে একেবারে বিদেশ যাত্রা । সিকিমের গ্যাংটক থেকে এরাজ্যের শিলিগুড়ি হয়ে নেপালে রওনা দিয়েছেন 11জন শ্রমিক । নাওয়া খাওয়া ভুলে রাত জেগে পাহাড় ও জঙ্গলের পথ দিয়ে হেঁটে অন্তত 150 কিমি দূরে নেপালের পথে ওঁরা । বুধবার দুপুরে সিকিমের গ্যাংটক থেকে হেঁটে রওনা দেন এই শ্রমিকরা ।
দশ নম্বর জাতীয় সড়ক ধরে দিন-রাতে 74 কিমি হেঁটে গতকাল সকালে তাঁরা পৌঁছান কালিম্পঙের রাম্ভির 27 মাইলে । সেখান থেকে ফের শিলিগুড়ির পথে । এরপর তাঁদের গন্তব্য ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি । প্রত্যেকের সম্বল বলতে একটি ব্যাগ এবং তাতে কিছুটা পরিমাণ চিঁড়ে ।
তাঁরা জানান, লকডাউনের আগে নেপাল থেকে সিকিমে শ্রমিকের কাজে এসেছিলেন । পাথর ভাঙা, সড়ক নির্মাণের কাজ করতেন । কিন্তু লকডাউনের জেরে সব বন্ধ । কাজ নেই । অর্থ নেই । পকেটে যা ছিল কোনওমতে দিন গুজরান করেছেন । নিরুপায় হয়ে বাড়ি ফিরতে চেয়ে যোগাযোগ করেছেন সিকিম পুলিশের সঙ্গে । সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এখন লকডাউন । নেপালে পৌঁছে দেওয়ার কোনও ব্যবস্থা করা যাবে না । লকডাউন পর্যন্ত থাকতে হবে । এরপর তাঁরা নিজেরাই হেঁটে বাড়ির পথে রওনা দেন ।
কালিম্পং জেলার রাম্ভি ফাঁড়ির পুলিশ আধিকারিক শিব কুমার রাই বলেন, "সিকিম থেকে হেঁটে ওই শ্রমিকরা বুধবার নেপালের উদ্দেশে রওনা দিয়ে গতকাল সকালে রাম্ভি পৌছায় । সহায়তার জন্য পুলিশ ফাঁড়িতেও এসেছিলেন । পুলিশের তরফে শিলিগুড়ি পর্যন্ত কোনও গাড়ির ব্যবস্থা করা যায় কি না দেখা হচ্ছিল । কিন্তু এর মধ্যেই ওই শ্রমিকরা হেঁটে চলে যান । আর এভাবেই লকডাউনে আটকে পড়া ভিন রাজ্যের শ্রমিক থেকে শুরু করে অন্যান্যরা যে কোনও উপায়ে বাড়ির পথে পা রাখতে চাইছেন । অসহায় হয়ে অনেকে জীবন বাজি রেখে হেঁটেই বাড়ির পথে পাড়ি দিচ্ছেন । আর সেটা ভিন রাজ্য হোক বা বিদেশ । তাঁদের বক্তব্য, "বাড়ি ফিরতে পারলে এক বা দু'মাস যতদিন খুশি কোয়ারানটিনে থাকতে রাজি তাঁরা।