ETV Bharat / state

Darjeeling Snowfall : বরফে ঢেকেছে দার্জিলিঙ, খুশির আমেজ পাহাড়ে - মঙ্গলবার ও বুধবার সকালে ফের তুষারপাত হল শৈলরানিতে

মঙ্গলবার ও বুধবার সকালে ফের তুষারপাত হল শৈলরানিতে । পাশাপাশি তুষারপাত হয়েছে সান্দাকফু ও লাচেনেও । ফলে খুশির আমেজ পাহাড়জুড়ে (Heavy Snowfall in Darjeeling) ।

Snowfall
বরফে ঢেকেছে দার্জিলিঙ
author img

By

Published : Feb 2, 2022, 2:03 PM IST

দার্জিলিং, 2 ফেব্রুয়ারি : দার্জিলিং বছরের যেকোন সময়ই সুন্দর ৷ তবে শীতকালে সেই সৌন্দর্য বেড়ে যায় কয়েকগুণ ৷ পর্যকটদের পাশাপাশি স্থানীয়রাও এই শীতের মরসুম চুটিয়ে উপভোগ করেন ৷ এবারও তা ব্যতিক্রম হয়নি ৷ খুশির আমেজ পাহাড়ে । টানা তুষারপাত হচ্ছে পাহাড়জুড়ে (Heavy Snowfall in Darjeeling) ।

মঙ্গলবার ও বুধবার সকালে ফের তুষারপাত হল শৈলরানিতে । পাশাপাশি তুষারপাত হয়েছে সান্দাকফু ও লাচেনেও । এদিন সকালে দার্জিলিংয়ের টাইগার হিল, চটকপুর, জলাপাহাড়, ঘুম, জোরবাংলো, তিন মাইল-সহ একাধিক জায়গায় তুষারপাত হয় । আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন সকালে তুষারপাতের সম্ভাবনা ছিলই । তবে সমতলে এদিন আবহাওয়া কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও মোটের উপর পরিষ্কারই ছিল ।

ফের তুষারপাত হল শৈলরানিতে

সিকিম আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা জানান, ‘‘গতকাল, আজ এবং আগামিকাল পাহাড়ে হাল্কা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে । যার ফলে সমতলেও কিছুটা আবহাওয়ার তারতম্যের সৃষ্টি হবে । দিনের বেলায় আবহাওয়া ঠিক থাকলেও রাতে সমতলেও তাপমাত্রা কমবে ।’’

আরও পড়ুন : Shimla Snowfall : একসপ্তাহ আগে হয়েছিল তুষারপাত, এখনও বরফে ঢেকে সিমলার পথ-ঘাট

পাহাড়ে এইসময়ে পর্যটকদের সংখ্যা কম হলেও সম্প্রতি সমস্ত পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এতে পর্যটকরা ফের পাহাড়মুখী হবে বলে মনে করছেন সেখানকার ব্যবসায়ীরা ।

দার্জিলিং, 2 ফেব্রুয়ারি : দার্জিলিং বছরের যেকোন সময়ই সুন্দর ৷ তবে শীতকালে সেই সৌন্দর্য বেড়ে যায় কয়েকগুণ ৷ পর্যকটদের পাশাপাশি স্থানীয়রাও এই শীতের মরসুম চুটিয়ে উপভোগ করেন ৷ এবারও তা ব্যতিক্রম হয়নি ৷ খুশির আমেজ পাহাড়ে । টানা তুষারপাত হচ্ছে পাহাড়জুড়ে (Heavy Snowfall in Darjeeling) ।

মঙ্গলবার ও বুধবার সকালে ফের তুষারপাত হল শৈলরানিতে । পাশাপাশি তুষারপাত হয়েছে সান্দাকফু ও লাচেনেও । এদিন সকালে দার্জিলিংয়ের টাইগার হিল, চটকপুর, জলাপাহাড়, ঘুম, জোরবাংলো, তিন মাইল-সহ একাধিক জায়গায় তুষারপাত হয় । আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন সকালে তুষারপাতের সম্ভাবনা ছিলই । তবে সমতলে এদিন আবহাওয়া কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও মোটের উপর পরিষ্কারই ছিল ।

ফের তুষারপাত হল শৈলরানিতে

সিকিম আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা জানান, ‘‘গতকাল, আজ এবং আগামিকাল পাহাড়ে হাল্কা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে । যার ফলে সমতলেও কিছুটা আবহাওয়ার তারতম্যের সৃষ্টি হবে । দিনের বেলায় আবহাওয়া ঠিক থাকলেও রাতে সমতলেও তাপমাত্রা কমবে ।’’

আরও পড়ুন : Shimla Snowfall : একসপ্তাহ আগে হয়েছিল তুষারপাত, এখনও বরফে ঢেকে সিমলার পথ-ঘাট

পাহাড়ে এইসময়ে পর্যটকদের সংখ্যা কম হলেও সম্প্রতি সমস্ত পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এতে পর্যটকরা ফের পাহাড়মুখী হবে বলে মনে করছেন সেখানকার ব্যবসায়ীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.