শিলিগুড়ি, 24 মার্চ : জামিনে মুক্তি পাওয়ার পরই ফের গ্রেপ্তার GNLF(গোর্খা ন্যাশানাল লিবারেশন ফ্রন্ট)-এর শ্রমিক সংগঠনের নেতা জে বি তামাং। নকশালবাড়ি থানায় পুরোনো একটি মামলায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলে GNLF-এর সাধারণ সম্পাদক মহেন্দ্র ছেত্রী। আর তার পরিপ্রেক্ষিতেই দ্বিতীয়বার তাঁকে গ্রেপ্তার করা হয়।
চা শ্রমিকদের ন্যূনতম বেতনের দাবিতে ২০১৮ সালে জে বি তামাংসহ শ্রমিক সংগঠনের আরও কয়েকজন নকশালবাড়ি এলাকায় ৩১ সি জাতীয় সড়ক অবরোধ করে। তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। কিন্তু তিনি জামিন নেননি। এরপর জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। আজ সকালে জোড়বাংলো থানার সহযোগিতায় দার্জিলিং থেকেই তাঁকে গ্রেপ্তার করে নকশালবাড়ি থানার পুলিশ।
জে বি তামাংকে সকালে গ্রেপ্তারের পর আজই তাঁকে আদালতে তোলা হয়। জামিন পেয়ে সন্ধে নাগাদ আদালত চত্বরেই ছিলেন। সেখানে ফের তাঁকে মিরিকে রুজু থাকা একটি মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়। যদিও কী মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও জানা যায়নি। আগামীকাল তামাংকে ফের আদালতে তোলা হবে।