ETV Bharat / state

জামিনে মুক্ত হয়ে ফের গ্রেপ্তার GNLF নেতা - gorkha

সকালেই আদালতে জামিন পেয়েছেন। বিকালে ফের গ্রেপ্তার করা হয় GNLF শ্রমিক সংগঠনের নেতা জে বি তামাংকে।

GNLF শ্রমিক সংগঠনের নেতা জে বি তামাং
author img

By

Published : Mar 24, 2019, 11:03 PM IST


শিলিগুড়ি, 24 মার্চ : জামিনে মুক্তি পাওয়ার পরই ফের গ্রেপ্তার GNLF(গোর্খা ন্যাশানাল লিবারেশন ফ্রন্ট)-এর শ্রমিক সংগঠনের নেতা জে বি তামাং। নকশালবাড়ি থানায় পুরোনো একটি মামলায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলে GNLF-এর সাধারণ সম্পাদক মহেন্দ্র ছেত্রী। আর তার পরিপ্রেক্ষিতেই দ্বিতীয়বার তাঁকে গ্রেপ্তার করা হয়।

চা শ্রমিকদের ন্যূনতম বেতনের দাবিতে ২০১৮ সালে জে বি তামাংসহ শ্রমিক সংগঠনের আরও কয়েকজন নকশালবাড়ি এলাকায় ৩১ সি জাতীয় সড়ক অবরোধ করে। তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। কিন্তু তিনি জামিন নেননি। এরপর জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। আজ সকালে জোড়বাংলো থানার সহযোগিতায় দার্জিলিং থেকেই তাঁকে গ্রেপ্তার করে নকশালবাড়ি থানার পুলিশ।

জে বি তামাংকে সকালে গ্রেপ্তারের পর আজই তাঁকে আদালতে তোলা হয়। জামিন পেয়ে সন্ধে নাগাদ আদালত চত্বরেই ছিলেন। সেখানে ফের তাঁকে মিরিকে রুজু থাকা একটি মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়। যদিও কী মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও জানা যায়নি। আগামীকাল তামাংকে ফের আদালতে তোলা হবে।


শিলিগুড়ি, 24 মার্চ : জামিনে মুক্তি পাওয়ার পরই ফের গ্রেপ্তার GNLF(গোর্খা ন্যাশানাল লিবারেশন ফ্রন্ট)-এর শ্রমিক সংগঠনের নেতা জে বি তামাং। নকশালবাড়ি থানায় পুরোনো একটি মামলায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলে GNLF-এর সাধারণ সম্পাদক মহেন্দ্র ছেত্রী। আর তার পরিপ্রেক্ষিতেই দ্বিতীয়বার তাঁকে গ্রেপ্তার করা হয়।

চা শ্রমিকদের ন্যূনতম বেতনের দাবিতে ২০১৮ সালে জে বি তামাংসহ শ্রমিক সংগঠনের আরও কয়েকজন নকশালবাড়ি এলাকায় ৩১ সি জাতীয় সড়ক অবরোধ করে। তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। কিন্তু তিনি জামিন নেননি। এরপর জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। আজ সকালে জোড়বাংলো থানার সহযোগিতায় দার্জিলিং থেকেই তাঁকে গ্রেপ্তার করে নকশালবাড়ি থানার পুলিশ।

জে বি তামাংকে সকালে গ্রেপ্তারের পর আজই তাঁকে আদালতে তোলা হয়। জামিন পেয়ে সন্ধে নাগাদ আদালত চত্বরেই ছিলেন। সেখানে ফের তাঁকে মিরিকে রুজু থাকা একটি মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়। যদিও কী মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও জানা যায়নি। আগামীকাল তামাংকে ফের আদালতে তোলা হবে।

Intro:জামিনে মুক্ত হতেই ফের গ্রেপ্তার GNLF নেতা!

শিলিগুড়ি, ২৪ মার্চ: নকসালবাড়ি থানায় রুজু থাকা পুরনো একটি মামলায় জামিনে মুক্ত হতেই ফের একবার গ্রেপ্তার হলেন GNLF শ্রমিক সংগঠন হিমালয়ান প্ল্যান্টেশন ওয়ার্কার্স ইউনিয়নের কার্যকরী সভাপতি জে বি তামাং। ঘটনায় ফের একবার ষড়যন্ত্রের অভিযোগ তুলে ধরলেন GNLF এর সাধারণ সম্পাদক মহেন্দ্র ছেত্রী।

চা শ্রমিকদের নূন্যতম মজুরি দাবী করে নকসালবাড়ি এলাকায় ৩১ সি জাতীয় সড়ক অবরোধের ঘটনায় ২০১৮ সালে জে বি তামাং সহ আরও বেশকিছু নেতৃত্বের বিরুদ্ধে মামলা রুজু করেছিল পুলিশ। সেই মামলায় জামিন না নিয়েই ঘুরে বেড়াচ্ছিলেন জে বি তামাং। এরপরেই জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা জারি হতেই আজ সকালে জোড়বাংলা থানার সহযোগিতায় নকসালবাড়ি থানার তরফে সদর দার্জিলিং থেকেই গ্রেপ্তার করা হয় তাকে। পরে এদিনই আদালতে পেস করা হলে বিচারক জামিন মঞ্জুর করেন।

জামিন পেয়ে সন্ধ্যে নাগাদ আদালত চত্বর ছেড়ে বেরিয়ে কিছুটা দূর এগোতেই তাকে পাকড়াও করে পুলিশ। মিরিকের রুজু থাকা একটি পুরনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল ফের তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।




Body:.


Conclusion:.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.