ETV Bharat / state

বিকাশ যোগ্য প্রার্থী, চাইব ও জিতুক : সব্যসাচী

যাদবপুরে যোগ্য প্রার্থী হিসেবে বিকাশ ভট্টাচার্য জিতুক, মত অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর । অপটোপিক নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গতকাল শিলিগুড়িতে বন্যপ্রাণ নিয়ে ছবির প্রদর্শনীর উদ্বোধন করতে এসে এই কথা জানালেন সব্যসাচী ।

সব্যসাচী চক্রবর্তী
author img

By

Published : May 15, 2019, 10:11 AM IST

শিলিগুড়ি, 15 মে : "বামপন্থাকে সমর্থন করি। আমার মনে হয় বিকাশ ভট্টাচার্য যোগ্য প্রার্থী । যাদবপুরে যোগ্য প্রার্থী জিতুক এটা ছাড়া কিছুই বলছি না ।" গতকাল শিলিগুড়িতে একথা বললেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর । অপটোপিক নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গতকাল শিলিগুড়িতে বন্যপ্রাণ নিয়ে ছবির প্রদর্শনীর উদ্বোধন করতে এসেছিলেন সব্যসাচী । উপস্থিত ছিলেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ ও পর্যটনমন্ত্রী গৌতম দেব।

প্রসঙ্গত, যাদবপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত CPI(M) প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সমর্থনে যাদবপুর 8বি বাস স্ট্যান্ড থেকে রবিবার এক মিছিল বের হয়েছিল । মিছিলে সব্যসাচী চক্রবর্তী, বাদশা মৈত্রসহ একাধিক কলাকুশলী এবং সাংস্কৃতিক কর্মী হেঁটেছিলেন ।

গতকালের অনুষ্ঠান শেষে সাংবাদিকরা সেই বিষয়ে প্রশ্ন করলে প্রথমে তা এড়িয়ে যেতে চান সব্যসাচীবাবু । পরে তিনি বলেন, "কলকাতার বিশিষ্টজনেরা বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়িয়েছেন । তাতে আমিও আছি। আমি বামপন্থাকে সমর্থন করি । তবে নির্বাচন নিয়ে কিছু বলতে চাই না । আমার কোনও আবেদন নেই । আমি কাকে সমর্থন করি তাতে কিছু এসে যায় না । আমি তো বাঘকেও ভালোবাসি । কিন্তু শিকারিরা বাঘও শিকার করে । যাদবপুরে যোগ্য প্রার্থী জিতুক । আমার মনে হয় বিকাশ ভট্টাচার্য যোগ্য প্রার্থী । এর বেশি কিছু বলতে চাই না ।"

এদিকে বন্যপ্রাণ প্রসঙ্গে তিনি বলেন, "পর্যটকরা জঙ্গলে গিয়ে বহু ক্ষেত্রে বন্যপ্রাণকে বিরক্ত করছেন । ছবি তোলা হচ্ছে । হাতির পিঠে চেপে বাঘকে স্পট করে দেখানো হচ্ছে । এসবের নিয়ন্ত্রণ দরকার । কিন্তু বহু ক্ষেত্রেই এসব নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ।"

শিলিগুড়ি, 15 মে : "বামপন্থাকে সমর্থন করি। আমার মনে হয় বিকাশ ভট্টাচার্য যোগ্য প্রার্থী । যাদবপুরে যোগ্য প্রার্থী জিতুক এটা ছাড়া কিছুই বলছি না ।" গতকাল শিলিগুড়িতে একথা বললেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর । অপটোপিক নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গতকাল শিলিগুড়িতে বন্যপ্রাণ নিয়ে ছবির প্রদর্শনীর উদ্বোধন করতে এসেছিলেন সব্যসাচী । উপস্থিত ছিলেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ ও পর্যটনমন্ত্রী গৌতম দেব।

প্রসঙ্গত, যাদবপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত CPI(M) প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সমর্থনে যাদবপুর 8বি বাস স্ট্যান্ড থেকে রবিবার এক মিছিল বের হয়েছিল । মিছিলে সব্যসাচী চক্রবর্তী, বাদশা মৈত্রসহ একাধিক কলাকুশলী এবং সাংস্কৃতিক কর্মী হেঁটেছিলেন ।

গতকালের অনুষ্ঠান শেষে সাংবাদিকরা সেই বিষয়ে প্রশ্ন করলে প্রথমে তা এড়িয়ে যেতে চান সব্যসাচীবাবু । পরে তিনি বলেন, "কলকাতার বিশিষ্টজনেরা বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়িয়েছেন । তাতে আমিও আছি। আমি বামপন্থাকে সমর্থন করি । তবে নির্বাচন নিয়ে কিছু বলতে চাই না । আমার কোনও আবেদন নেই । আমি কাকে সমর্থন করি তাতে কিছু এসে যায় না । আমি তো বাঘকেও ভালোবাসি । কিন্তু শিকারিরা বাঘও শিকার করে । যাদবপুরে যোগ্য প্রার্থী জিতুক । আমার মনে হয় বিকাশ ভট্টাচার্য যোগ্য প্রার্থী । এর বেশি কিছু বলতে চাই না ।"

এদিকে বন্যপ্রাণ প্রসঙ্গে তিনি বলেন, "পর্যটকরা জঙ্গলে গিয়ে বহু ক্ষেত্রে বন্যপ্রাণকে বিরক্ত করছেন । ছবি তোলা হচ্ছে । হাতির পিঠে চেপে বাঘকে স্পট করে দেখানো হচ্ছে । এসবের নিয়ন্ত্রণ দরকার । কিন্তু বহু ক্ষেত্রেই এসব নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ।"

দেহ না মেলায় বিপাকে পুলিশ, ক্যানেলে ফের তল্লাশী

 

প্রেমিককে সঙ্গে নিয়ে সবামীকে খুন করে দেহ লোপাটেরর জেরে মাটিগাড়ার বাসিন্দা এক গৃহবধু ও তার প্রেমিককে গ্রেপ্তার করা হলেও সবামীর দেহ না না মেলায় গৃহবধুর বিরুদ্ধে আদালতে ৩০২ ধারায় মামলা দায়েরের আবেদন গ্রহণ করে নি আদালত। এই পরিস্থিতিতে পিন্টুর দেহের খোজে মরিয়া পুলিশ।

 

দীর্ঘদিন আগে পিন্টু ভৌমিকের সঙ্গে  বিয়ে হয়  সুমনা বিশ্বাস ভৌমিকের পিন্টু পেশায় ব্যবসায়ী তাদের ছেলে কলকাতায় চাকরি করেন। এছাড়া বাড়িতে রয়েছে প্রতিবন্ধী মেয়ে। পিন্টুর পূর্ব পরিচিত মলিন সিং পিন্টুর মাধ্যমেই সুমনা ও মলিনের আলাপ হয় এরপর গড়ে ওঠে সম্পর্ক সন্দেহ হয় পিন্টুর তাই, কয়েকদিন আগে বাড়িতে CCTV লাগায় সে এক রাতে সুমনা মলিনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে সেরাতে পিন্টুর সঙ্গে সুমনার অশান্তিও হয়

এরপর পিন্টুকে খুন করে সুমনা মলিন খুনের পর ফুলবাড়ি ক্যানেলে মৃতদেহ ফেলে দেয় 6 মে থানায় নিখোঁজ ডায়েরি করে সুমনা পরদিন বাড়ির লোকজনকেও জানায়, "পিন্টু নিখোঁজ " কিন্তু, একথা বিশ্বাস করতে চায়নি পিন্টুর পরিবার পরিজন তারা পৃথক একটি অভিযোগ দায়ের করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে সুমনাকে উঠে আসে মলিনের নামও খুনের কথা স্বীকার করে নেয় দু'জনে তবে, কবে খুন করেছিল তা এখনও জানা যায়নি এরপরই গতকাল গ্রেপ্তার হন সুমনা ও মলিন।

কিন্তু আদালতে তাদের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা দায়ের করতে পুলিশের আবেদন প্রত্যাখ্যান করেন বিচারপতি দুর্গা শংকর রানা। সরকারি আইনজীবী সুদিপ বাসুনিয়া বলেন, ৩০২ ধারায় মামলা দায়ের করতে হলে খুন নিশ্চিত হওয়া প্রয়োজন। কিন্তু পিন্টুর দেহ এখনো মেলে নি বলেই পুলিশের ওই আবেদন আপাতত গ্রহণ করা হয় নি। আদালত মনে করেছে এই মামলায় এখনই ৩০২ ধারা যুক্ত করার যথেষ্ট প্রমান মেলে নি।  

এরপরেই আজ ফের তোড়জোড় শুরু হয় পুলিশের তরফে। পিন্টুর দেহের খোজে ক্যানেলে দিনভর খোজাখুজি চলে। সুমনার বয়ান অনুযায়ী নির্দিষ্ট এলাকায় ডুবুরি ও বোট নামিয়ে তল্লাশী চললেও দিনের শেষে দেহ মেলে নি।

 এ প্রসঙ্গে এক পুলিশ কর্তা বলেন জেরায় সুমনা স্বীকার করে নিয়েছেন পিছন থেকে তিনিই লোহার রড দিয়ে স্বামীকে খুন করেন। রাতে দেহ প্ল্যাস্টিকে মুড়ে ক্যানেলে ফেলে আসেন। এছারা আরো কিছু প্রমাণ আমাদের হাতে রয়েছে। তবে এটা ঠিক এখনো দেহ উদ্ধার হয় নি। ফলে দেহ না পেলে ৩০২ ধারায় মামলা না হলে ৩৬৪ ধারায় অপহরনের  মামলা এগোবে। পাশাপাশি দেহের খোজ চলবে।তবে আশা করছি দ্রুত দেহ উদ্ধার হয়ে যাবে।  

  

 




ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.