শিলিগুড়ি, 15 মে : "বামপন্থাকে সমর্থন করি। আমার মনে হয় বিকাশ ভট্টাচার্য যোগ্য প্রার্থী । যাদবপুরে যোগ্য প্রার্থী জিতুক এটা ছাড়া কিছুই বলছি না ।" গতকাল শিলিগুড়িতে একথা বললেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর । অপটোপিক নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গতকাল শিলিগুড়িতে বন্যপ্রাণ নিয়ে ছবির প্রদর্শনীর উদ্বোধন করতে এসেছিলেন সব্যসাচী । উপস্থিত ছিলেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ ও পর্যটনমন্ত্রী গৌতম দেব।
প্রসঙ্গত, যাদবপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত CPI(M) প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সমর্থনে যাদবপুর 8বি বাস স্ট্যান্ড থেকে রবিবার এক মিছিল বের হয়েছিল । মিছিলে সব্যসাচী চক্রবর্তী, বাদশা মৈত্রসহ একাধিক কলাকুশলী এবং সাংস্কৃতিক কর্মী হেঁটেছিলেন ।
গতকালের অনুষ্ঠান শেষে সাংবাদিকরা সেই বিষয়ে প্রশ্ন করলে প্রথমে তা এড়িয়ে যেতে চান সব্যসাচীবাবু । পরে তিনি বলেন, "কলকাতার বিশিষ্টজনেরা বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়িয়েছেন । তাতে আমিও আছি। আমি বামপন্থাকে সমর্থন করি । তবে নির্বাচন নিয়ে কিছু বলতে চাই না । আমার কোনও আবেদন নেই । আমি কাকে সমর্থন করি তাতে কিছু এসে যায় না । আমি তো বাঘকেও ভালোবাসি । কিন্তু শিকারিরা বাঘও শিকার করে । যাদবপুরে যোগ্য প্রার্থী জিতুক । আমার মনে হয় বিকাশ ভট্টাচার্য যোগ্য প্রার্থী । এর বেশি কিছু বলতে চাই না ।"
এদিকে বন্যপ্রাণ প্রসঙ্গে তিনি বলেন, "পর্যটকরা জঙ্গলে গিয়ে বহু ক্ষেত্রে বন্যপ্রাণকে বিরক্ত করছেন । ছবি তোলা হচ্ছে । হাতির পিঠে চেপে বাঘকে স্পট করে দেখানো হচ্ছে । এসবের নিয়ন্ত্রণ দরকার । কিন্তু বহু ক্ষেত্রেই এসব নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ।"