ETV Bharat / state

আগ্নেয়াস্ত্র নিয়ে বুথে নিরাপত্তারক্ষীরা, BJP প্রার্থীকে ঘিরে বিক্ষোভ - by poll

দার্জিলিং বিধানসভার উপনির্বাচনে উত্তেজনা, BJP প্রার্থীর দেহরক্ষীদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে বুথে ঢোকার অভিযোগে নীরজ জিম্বাকে ঘিরে বিক্ষেভ দেখান মোর্চার বিনয় তামার গোষ্ঠীর সমর্থকরা ।

দার্জিলিং
author img

By

Published : May 19, 2019, 2:40 PM IST

দার্জিলিং, 19 মে : দার্জিলিং বিধানসভার উপনির্বাচন ঘিরে উত্তেজনা । অভিযোগ, BJP-র এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হয় । অভিযোগের তির বিনয়পন্থীদের বিরুদ্ধে । এদিকে, আগ্নেয়াস্ত্র নিয়ে বুথে ঢুকতে গেলে বাধা দেওয়া হয় BJP প্রার্থী নীরজ জিম্বার নিরাপত্তারক্ষীকে ।

আজ রাজ্যে 9টি লোকসভা আসনের পাশাপাশি চারটি বিধানসভার উপনির্বাচন । এর মধ্যে দার্জিলিং অন্যতম । অভিযোগ, 11 নম্বর ওয়ার্ডে BJP-র এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয় । অভিযোগ শুনে বুথে আসেন BJP প্রার্থী নীরজ জিম্বা।

বুথে ঢোকার আগেই তাঁকে ঘিরে ধরে বিনয়পন্থীরা । আগ্নেয়াস্ত্র নিয়ে বুথে ঢোকার চেষ্টা করেন BJP প্রার্থীর দেহরক্ষীরা । তাঁদের আটকানো হয় । এরপর নীরজের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিনয় তামাংয়ের অনুগামীরা । নীরজ অভিযোগ করেন, BJP-র মহিলা কর্মীদের হেনস্থা করেছে বিনয় তামাংয়ের লোকজন।

পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। পরে নীরজ জানান, মোর্চা সমর্থকদের সঙ্গে তাঁর ভুল বোঝাবুঝি হয়েছে । তিনি মোর্চা নেতৃত্বের সঙ্গে কথা বলে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবেন।

এদিকে, দার্জিলিং কেন্দ্রের নির্দল প্রার্থী স্বরাজ থাপা কমিশনে অভিযোগ জানান, বিনয় তামাং গোষ্ঠীর কর্মীরা বুথে প্রতীক নিয়ে প্রচার করছেন । তাঁর অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসে কমিশন । সেক্টর অফিসারকে জানানো হয় । পরে প্রতীক নিয়ে থাকা সমর্থকদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।

দার্জিলিং, 19 মে : দার্জিলিং বিধানসভার উপনির্বাচন ঘিরে উত্তেজনা । অভিযোগ, BJP-র এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হয় । অভিযোগের তির বিনয়পন্থীদের বিরুদ্ধে । এদিকে, আগ্নেয়াস্ত্র নিয়ে বুথে ঢুকতে গেলে বাধা দেওয়া হয় BJP প্রার্থী নীরজ জিম্বার নিরাপত্তারক্ষীকে ।

আজ রাজ্যে 9টি লোকসভা আসনের পাশাপাশি চারটি বিধানসভার উপনির্বাচন । এর মধ্যে দার্জিলিং অন্যতম । অভিযোগ, 11 নম্বর ওয়ার্ডে BJP-র এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয় । অভিযোগ শুনে বুথে আসেন BJP প্রার্থী নীরজ জিম্বা।

বুথে ঢোকার আগেই তাঁকে ঘিরে ধরে বিনয়পন্থীরা । আগ্নেয়াস্ত্র নিয়ে বুথে ঢোকার চেষ্টা করেন BJP প্রার্থীর দেহরক্ষীরা । তাঁদের আটকানো হয় । এরপর নীরজের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিনয় তামাংয়ের অনুগামীরা । নীরজ অভিযোগ করেন, BJP-র মহিলা কর্মীদের হেনস্থা করেছে বিনয় তামাংয়ের লোকজন।

পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। পরে নীরজ জানান, মোর্চা সমর্থকদের সঙ্গে তাঁর ভুল বোঝাবুঝি হয়েছে । তিনি মোর্চা নেতৃত্বের সঙ্গে কথা বলে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবেন।

এদিকে, দার্জিলিং কেন্দ্রের নির্দল প্রার্থী স্বরাজ থাপা কমিশনে অভিযোগ জানান, বিনয় তামাং গোষ্ঠীর কর্মীরা বুথে প্রতীক নিয়ে প্রচার করছেন । তাঁর অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসে কমিশন । সেক্টর অফিসারকে জানানো হয় । পরে প্রতীক নিয়ে থাকা সমর্থকদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.