ETV Bharat / state

বাজেটে শিলিগুড়িকে বঞ্চনার অভিযোগ, ধরনায় বসবেন অশোক - MEYOR

বাজেটে বঞ্চিত হয়েছে শিলিগুড়ি। এর প্রতিবাদে কলকাতার মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য।

author img

By

Published : Feb 6, 2019, 11:54 PM IST

Updated : Feb 7, 2019, 12:03 AM IST

শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারি : সম্প্রতি রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। সেই বাজেটে বঞ্চিত হয়েছে শিলিগুড়ি। এই অভিযোগ তুললেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য। পাশাপাশি, তিনি ঘোষণা করেন আগামীদিনে এর প্রতিবাদে কলকাতার মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন।

বামেদের অভিযোগ, শিলিগুড়িকে তার প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করা হচ্ছে। এনিয়ে বহুবার সরব হয়েছেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র তথা বাম নেতা অশোক ভট্টাচার্য। আজ সেই অভিযোগ ফের সামনে আনেন তিনি। বলেন, "রাজ্য বাজেটে বহু পৌরসভা অর্থ পেয়েছে। অথচ শিলিগুড়ির অর্থ প্রাপ্তি শূন্য। রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি, অথচ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট-এ জঞ্জাল সাফাই প্রকল্পে ছোটো ছোটো পৌরসভা টাকা পেলেও টাকা পায়নি শিলিগুড়ি। পানীয় জল প্রকল্প, পার্ক নির্মাণ, সংস্কার, সবেতেই শিলিগুড়ির প্রাপ্তি শূন্য। আমি নির্বাচিত মেয়র। তাই যতই বঞ্চনা, তুচ্ছতাচ্ছিল্য করুন, তবুও আমি আপনাদের দুয়ারে গিয়ে টাকা চাইব। লড়াই করব।"

অশোক ভট্টাচার্য আরও বলেন, "প্রাপ্য অর্থের দাবিতে এবার কলকাতার মেট্রো চ্যানেলে ধরনায় বসব। এবিষয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রী যেভাবে কারোর অনুমতি না নিয়ে ধরনায় বসেছিলেন, আমিও কারোর অনুমতি না নিয়ে ধরনায় বসব।"

undefined

শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারি : সম্প্রতি রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। সেই বাজেটে বঞ্চিত হয়েছে শিলিগুড়ি। এই অভিযোগ তুললেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য। পাশাপাশি, তিনি ঘোষণা করেন আগামীদিনে এর প্রতিবাদে কলকাতার মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন।

বামেদের অভিযোগ, শিলিগুড়িকে তার প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করা হচ্ছে। এনিয়ে বহুবার সরব হয়েছেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র তথা বাম নেতা অশোক ভট্টাচার্য। আজ সেই অভিযোগ ফের সামনে আনেন তিনি। বলেন, "রাজ্য বাজেটে বহু পৌরসভা অর্থ পেয়েছে। অথচ শিলিগুড়ির অর্থ প্রাপ্তি শূন্য। রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি, অথচ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট-এ জঞ্জাল সাফাই প্রকল্পে ছোটো ছোটো পৌরসভা টাকা পেলেও টাকা পায়নি শিলিগুড়ি। পানীয় জল প্রকল্প, পার্ক নির্মাণ, সংস্কার, সবেতেই শিলিগুড়ির প্রাপ্তি শূন্য। আমি নির্বাচিত মেয়র। তাই যতই বঞ্চনা, তুচ্ছতাচ্ছিল্য করুন, তবুও আমি আপনাদের দুয়ারে গিয়ে টাকা চাইব। লড়াই করব।"

অশোক ভট্টাচার্য আরও বলেন, "প্রাপ্য অর্থের দাবিতে এবার কলকাতার মেট্রো চ্যানেলে ধরনায় বসব। এবিষয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রী যেভাবে কারোর অনুমতি না নিয়ে ধরনায় বসেছিলেন, আমিও কারোর অনুমতি না নিয়ে ধরনায় বসব।"

undefined

Kharagpur (West Bengal), Feb 06 (ANI): After addressing a public meeting and interacting with masses at Mohanpur in West Bengal today, former chief minister of Madhya Pradesh Shivraj Singh Chouhan halted at an eatery in Kolaghat and interacted with the common people at the food joint.
Last Updated : Feb 7, 2019, 12:03 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.