শিলিগুড়ি, 24 এপ্রিল : দার্জিলিং জেলায় রোজ রেকর্ড ভাঙছে করোনা ৷ ভাইরাসের সংক্রমণের তীব্রতা এতটাই বেশি যে চিকিৎসা পরিষেবা চালু রাখতে আগামী দিনে মারাত্মক জটিলতা তৈরি হতে পারে ৷ সেই পরিস্থিতি এড়াতে আগেভাগেই স্বাস্থ্যবিধি পালনের উপর জোর দেওয়া দরকার ৷ পৌর কর্তৃপক্ষের এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ করা উচিত ৷ এই আবেদন সামনে রেখেই শনিবার শিলিগুড়ি পৌর নিগমে স্মারকলিপি পেশ করলেন শহরের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য ৷
শনিবার অশোকবাবু জানিয়েছেন, শিলিগুড়ি পৌরনিগম কর্তৃপক্ষ যাতে করোনা নিয়ে আরও সচেতন হয়, সেই আবেদন জানানো হয়েছে ৷ শহরে সেফ হোমের সংখ্যা বাড়ানোরও আবেদন করা হয়েছে ৷ বাড়ি বাড়ি গিয়ে কোভিড রোগী আছে কিনা, সেই বিষয়ে সমীক্ষা চালানোর কথাও বলা হয়েছে স্মারকলিপিতে ৷
আরও পড়ুন : দিঘায় বন্ধ বাংলা-ওড়িশা সীমানা, ক্ষুব্ধ আমজনতা
প্রাক্তন মেয়রের পরামর্শ, শহরের কোথায় কোথায় করোনা রোগী রয়েছেন, তার একটা তালিকা তৈরি করে টেলি-মেডিসিন প্রক্রিয়া পুনরায় চালু করুক শিলিগুড়ি পৌরনিগম কর্তৃপক্ষ ৷ পাশপাশি, শহরজুড়ে স্য়ানিটাইজেশন প্রক্রিয়াও বাড়ানো দরকার বলে মনে করেন অশোক ভট্টাচার্য ৷ এইসব দাবিদাওয়া জানিয়েই এদিন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক সুরিন্দর গুপ্তাকে স্মারকলিপি দেন শহরের প্রাক্তন মেয়র ৷