শিলিগুড়ি, 14 সেপ্টেম্বর : শিলিগুড়িতে উন্নয়নের ইশুতে ফের মন্ত্রী গৌতম দেব ও মেয়র অশোক ভট্টাচার্যের মধ্যে চাপানউতোর ৷ মন্ত্রী দাবি করলেন, রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষকে (SJDA) 11 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ যদিও শিলিগুড়ির মেয়রের দাবি, তিনি এবিষয়ে কিছু জানেন না ৷ পৌর এলাকায় কাজের জন্য তাঁর সঙ্গে আগে আলোচনা করতে হবে ৷
গতকাল শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন গৌতম ৷ তিনি দাবি করেন, রাজনীতির উর্ধ্বে উঠে তৃণমূল কংগ্রেসের আমলে শিলিগুড়ির উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে ৷ কিন্তু, কিছু ক্ষেত্রে কাজ সম্পূর্ণ হয়নি ৷ উলটে টাকা ফেরত গেছে ৷ গৌতমের কথায়, "গত তিন-চার বছরে 539 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এর মধ্যে কাজ করতে না পারায় 2 কোটি টাকা ফেরতও গেছে ৷ মিশন নির্মল বাংলার টাকাও ফেরত গেছে ৷" অথচ পৌরনিগম এলাকায় এখনও প্রায় 2000 শৌচাগার তৈরি বাকি রয়েছে বলে মন্ত্রীর দাবি ৷
মন্ত্রীর দাবি, সম্প্রতি SJDA-কে 11 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ তিনটি বাম ওয়ার্ডে মোট তিন কোটি টাকার বেশি টাকা দেওয়া হয়েছে ৷ ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে ৷ যদিও শিলিগুড়ির মেয়রের বক্তব্য, "পৌর এলাকায় কোনওপ্রকার কাজের জন্য প্রথমেই মেয়রের সঙ্গে আলোচনা প্রয়োজন । সেক্ষেত্রে আমি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের বলব, কাজ বন্ধ রেখে আগে আলোচনায় বসুন । আলোচনা শেষে প্রয়োজন অনুসারে কাজ করা যাবে ।"