ETV Bharat / state

SJDA-তে বরাদ্দ 11 কোটি, কাজ বন্ধ রেখে আলোচনায় বসার পরামর্শ অশোকের - শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ

SJDA-তে বরাদ্দ হয়েছে 11 কোটি ৷ পৌর এলাকায় কাজের জন্য মেয়রের সঙ্গে আলোচনা প্রয়োজন বলে জানান অশোক ভট্টাচার্য ৷

অশোক
author img

By

Published : Sep 14, 2019, 3:34 PM IST

Updated : Sep 16, 2019, 8:17 AM IST

শিলিগুড়ি, 14 সেপ্টেম্বর : শিলিগুড়িতে উন্নয়নের ইশুতে ফের মন্ত্রী গৌতম দেব ও মেয়র অশোক ভট্টাচার্যের মধ্যে চাপানউতোর ৷ মন্ত্রী দাবি করলেন, রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষকে (SJDA) 11 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ যদিও শিলিগুড়ির মেয়রের দাবি, তিনি এবিষয়ে কিছু জানেন না ৷ পৌর এলাকায় কাজের জন্য তাঁর সঙ্গে আগে আলোচনা করতে হবে ৷

গতকাল শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন গৌতম ৷ তিনি দাবি করেন, রাজনীতির উর্ধ্বে উঠে তৃণমূল কংগ্রেসের আমলে শিলিগুড়ির উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে ৷ কিন্তু, কিছু ক্ষেত্রে কাজ সম্পূর্ণ হয়নি ৷ উলটে টাকা ফেরত গেছে ৷ গৌতমের কথায়, "গত তিন-চার বছরে 539 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এর মধ্যে কাজ করতে না পারায় 2 কোটি টাকা ফেরতও গেছে ৷ মিশন নির্মল বাংলার টাকাও ফেরত গেছে ৷" অথচ পৌরনিগম এলাকায় এখনও প্রায় 2000 শৌচাগার তৈরি বাকি রয়েছে বলে মন্ত্রীর দাবি ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

মন্ত্রীর দাবি, সম্প্রতি SJDA-কে 11 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ তিনটি বাম ওয়ার্ডে মোট তিন কোটি টাকার বেশি টাকা দেওয়া হয়েছে ৷ ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে ৷ যদিও শিলিগুড়ির মেয়রের বক্তব্য, "পৌর এলাকায় কোনওপ্রকার কাজের জন্য প্রথমেই মেয়রের সঙ্গে আলোচনা প্রয়োজন । সেক্ষেত্রে আমি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের বলব, কাজ বন্ধ রেখে আগে আলোচনায় বসুন । আলোচনা শেষে প্রয়োজন অনুসারে কাজ করা যাবে ।"

শিলিগুড়ি, 14 সেপ্টেম্বর : শিলিগুড়িতে উন্নয়নের ইশুতে ফের মন্ত্রী গৌতম দেব ও মেয়র অশোক ভট্টাচার্যের মধ্যে চাপানউতোর ৷ মন্ত্রী দাবি করলেন, রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষকে (SJDA) 11 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ যদিও শিলিগুড়ির মেয়রের দাবি, তিনি এবিষয়ে কিছু জানেন না ৷ পৌর এলাকায় কাজের জন্য তাঁর সঙ্গে আগে আলোচনা করতে হবে ৷

গতকাল শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন গৌতম ৷ তিনি দাবি করেন, রাজনীতির উর্ধ্বে উঠে তৃণমূল কংগ্রেসের আমলে শিলিগুড়ির উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে ৷ কিন্তু, কিছু ক্ষেত্রে কাজ সম্পূর্ণ হয়নি ৷ উলটে টাকা ফেরত গেছে ৷ গৌতমের কথায়, "গত তিন-চার বছরে 539 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এর মধ্যে কাজ করতে না পারায় 2 কোটি টাকা ফেরতও গেছে ৷ মিশন নির্মল বাংলার টাকাও ফেরত গেছে ৷" অথচ পৌরনিগম এলাকায় এখনও প্রায় 2000 শৌচাগার তৈরি বাকি রয়েছে বলে মন্ত্রীর দাবি ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

মন্ত্রীর দাবি, সম্প্রতি SJDA-কে 11 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ তিনটি বাম ওয়ার্ডে মোট তিন কোটি টাকার বেশি টাকা দেওয়া হয়েছে ৷ ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে ৷ যদিও শিলিগুড়ির মেয়রের বক্তব্য, "পৌর এলাকায় কোনওপ্রকার কাজের জন্য প্রথমেই মেয়রের সঙ্গে আলোচনা প্রয়োজন । সেক্ষেত্রে আমি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের বলব, কাজ বন্ধ রেখে আগে আলোচনায় বসুন । আলোচনা শেষে প্রয়োজন অনুসারে কাজ করা যাবে ।"

Intro:অন্ধকারে পুরসভা, উন্নয়ন খাতে বরাদ্দ ১১ কোটির ঘোষণা গৌতমের, কাজ বন্ধ রেখে আলোচনায় বসার পরামর্শ অশোকের!

শিলিগুড়ি, ১৩ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি পুর এলাকার একাধিক ওয়ার্ডের রাস্তা, ড্রেন সহ একাধিক বিষয়ে উন্নয়ণের কাজে ১১ কোটি টাকা বরাদ্দ করেছে পুর ও নগোরন্নয়ন দপ্তর। আজ শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী গৌতম দেব বলেন, রাজনীতির রঙ না দেখে উন্নয়নের কাজ হবে। পুর ও নগোরন্নয়ন দপ্তর বরাদ্দকৃত টাকা এসজেডিএ (শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কতৃপক্ষ) কতৃপক্ষের হাতে তুলে দিয়েছে। ওয়ার্ক ওর্ডার সম্পন্ন হয়েছে। অতিদ্রুত এসজেডিএর তত্বাবধানে কাজ শুরু হবে। যদিও অন্ধকারে খোদ শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য। এনিয়ে মেয়র অশোক ভট্টাচার্য বলেন, আমরা কোন কিছুই জানি না। কবে কত টাকা বরাদ্দ হল এবং তা কোন খাতে খরচ হবে তা কিছুই জানি না। সেক্ষেত্রে আমরা চাই এই কাজ বন্ধ রেখে আগে আলোচনা হোক। তারপর কাজ হবে।

Body:শিলিগুড়ি পুর এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পে কাজের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ করেছে পুর ও নগোরন্নয়ন দপ্তর। বরাদ্দকৃত অর্থ ও প্রকল্প বাস্তবায়নের দ্বায়িত্ব পেয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ণ কতৃপক্ষ (এসজেডিএ)। এনিয়েই শুরু হয়েছে মেয়র মন্ত্রীর দড়ি টানাটানি। মন্ত্রী গৌতম দেব বলেন, ১১ কোটির প্রকল্পে প্রায় পৌনে তিন কোটি বরাদ্দ হয়েছে বাম পরিচালিত ওয়ার্ডের জন্য। উন্নয়নের ক্ষেত্রে কোন রাজনীতির রঙ দেখা হয়নি। যদিও মেয়র অশোক ভট্টাচার্যের সাফ বক্তব্য, পুর এলাকায় যে কোন প্রকার কাজের ক্ষেত্রে পুরকতৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা প্রয়োজন। সেক্ষেত্রে এই কাজ অনধিকার চর্চা ও অসাংবিধানিক।

Conclusion:এদিনের বৈঠকে মন্ত্রী গৌতম দেব বলেন, রাজনীতির উর্ধে গিয়েই উন্নয়নের কাজ হবে। সেক্ষেত্রে বাম পরিচালিত ওয়ার্ডের জন্যও টাকা বরাদ্দ করেছে পুর ও নগোরন্নয়ন দপ্তর। এনিয়ে অবশ্য কারও কিছু বলার থাকে না। কারণ এটা পুরনিগমের বরাদ্দকৃত অর্থের ভাগ নয়। পুর ও নগোরন্নয়ন দপ্তরের তরফে জেনারেল ফান্ড থেকে এই টাকা বরাদ্দ হয়েছে। তবে রাজনৈতিকভাবে যদি কিছু বলার থাকে মেয়র বলতেই পারেন। তবে কাজে বাধা দিতে এলে আমরা আইন দেখিয়ে দেব।

মন্ত্রীর বক্তব্যের পালটা বক্তব্যে মেয়র অশোক ভট্টাচার্য বলেন, এটা অনধিকার চর্চা। পুর এলাকায় কোনপ্রকার কাজের ক্ষেত্রে প্রথমেই আলোচনা প্রয়োজন। সেক্ষেত্রে আমি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারীকদের বলব কাজ বন্ধ রেখে আগে আলোচনায় বসুন। আলোচনা শেষে প্রয়োজন অনুসারে কাজ করা যাবে।


Last Updated : Sep 16, 2019, 8:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.