ETV Bharat / state

আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক যুবক - gun and cartridge

সন্দেহজনক গতিবিধি দেখে এক যুবককে গ্রেপ্তার করল বংশীহারী থানার পুলিশ । তার কাছ থেকে উদ্ধার হয় এক রাউন্ড গুলি ও একটি দেশি পিস্তল । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

আগ্নেয়াস্ত্র
author img

By

Published : Jun 3, 2019, 5:34 PM IST

Updated : Jun 3, 2019, 6:55 PM IST

বংশীহারী, 3 জুন : এক রাউন্ড গুলি ও একটি দেশি পিস্তল সহ এক যুবককে গ্রেপ্তার করল বংশীহারী থানার পুলিশ । নাম সুরঞ্জিত পাল (24) । গতকাল মধ্যরাত নাগাদ বংশীহারী থানার শিবপুর মোড় থেকে পুলিশ ওই যুবককে আটক করে ।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় পৌঁছায় । সন্দেহজনক গতিবিধি দেখে সুরঞ্জিতকে আটক করে পুলিশ । তার কোমরে ছিল একটি বন্দুক ও এক রাউন্ড গুলি । পরে তাকে গ্রেপ্তার করা হয় ।

এবিষয়ে বংশীহারী থানার IC মনোজিৎ সরকার বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয় । তার কাছ থেকে এক রাউন্ড গুলিসহ একটি বন্দুক উদ্ধার করা হয় । যুবককে জিজ্ঞাসাবাদের জন্য মহকুমা আদালতে সাত দিনের পুলিশি হেপাজত চাওয়া হয়েছে । যুবকের কাছে কেন আগ্নেয়াস্ত্র ছিল, তার কী উদ্দেশ্য ছিল ও সে কোথায় যাচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ।"

বংশীহারী, 3 জুন : এক রাউন্ড গুলি ও একটি দেশি পিস্তল সহ এক যুবককে গ্রেপ্তার করল বংশীহারী থানার পুলিশ । নাম সুরঞ্জিত পাল (24) । গতকাল মধ্যরাত নাগাদ বংশীহারী থানার শিবপুর মোড় থেকে পুলিশ ওই যুবককে আটক করে ।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় পৌঁছায় । সন্দেহজনক গতিবিধি দেখে সুরঞ্জিতকে আটক করে পুলিশ । তার কোমরে ছিল একটি বন্দুক ও এক রাউন্ড গুলি । পরে তাকে গ্রেপ্তার করা হয় ।

এবিষয়ে বংশীহারী থানার IC মনোজিৎ সরকার বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয় । তার কাছ থেকে এক রাউন্ড গুলিসহ একটি বন্দুক উদ্ধার করা হয় । যুবককে জিজ্ঞাসাবাদের জন্য মহকুমা আদালতে সাত দিনের পুলিশি হেপাজত চাওয়া হয়েছে । যুবকের কাছে কেন আগ্নেয়াস্ত্র ছিল, তার কী উদ্দেশ্য ছিল ও সে কোথায় যাচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ।"

Intro:বংশি হারি থানার শিবপুর মোড় থেকে এক রাউন্ড গুলি সহ পিস্তল ধরল এক যুবকের ক্সছ থেকে। সুরঞ্জিত পাল ২৪, দুপুর ১২ টা নাগাদ শিবপুর এলাকায় গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ এশে যুবক কে ধরে এবং থানায় নিয়ে যায়। সুরঞ্জিত পাল নামে যুবকের কোমর থেকে পুলিশ উদ্ধার করে পিস্তল সহ এক রাউন্ড গুলি। বং শি হারি থানার পুলিশ যুবক কে আটক করে এবং তদন্তের জন্য যুবক কে মহকুমা আদালতে পাঠায় পুলিশ রিমান্ডের জন্য।
এই বিষয়ে বং শি হারি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মনোজিত দাস বলেন গোপন সুত্রে খবর পেয়ে থানার পুলিশ বংশি হারি মোড় থেকে এক ব্যাক্তিকে আটক করে, সুরঞ্জিত পাল ২৪, তার কাছ থেকে এক রাউন্ড গুলি সহ একটি পিস্তল উদ্ধার করি। এই যুবক কে জিজ্ঞাসা বাদের জন্য আমরা মহকুমা আদালতে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়েছি। এবং এই যুবক কি জন্য এই পিস্তল নিয়ে আসছিল এবং কোথায় যাচ্ছিল সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে । Body:বংশি হারি থানার শিবপুর মোড় থেকে এক রাউন্ড গুলি সহ পিস্তল ধরল এক যুবকের ক্সছ থেকে। সুরঞ্জিত পাল ২৪, দুপুর ১২ টা নাগাদ শিবপুর এলাকায় গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ এশে যুবক কে ধরে এবং থানায় নিয়ে যায়। সুরঞ্জিত পাল নামে যুবকের কোমর থেকে পুলিশ উদ্ধার করে পিস্তল সহ এক রাউন্ড গুলি। বং শি হারি থানার পুলিশ যুবক কে আটক করে এবং তদন্তের জন্য যুবক কে মহকুমা আদালতে পাঠায় পুলিশ রিমান্ডের জন্য।
এই বিষয়ে বং শি হারি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মনোজিত দাস বলেন গোপন সুত্রে খবর পেয়ে থানার পুলিশ বংশি হারি মোড় থেকে এক ব্যাক্তিকে আটক করে, সুরঞ্জিত পাল ২৪, তার কাছ থেকে এক রাউন্ড গুলি সহ একটি পিস্তল উদ্ধার করি। এই যুবক কে জিজ্ঞাসা বাদের জন্য আমরা মহকুমা আদালতে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়েছি। এবং এই যুবক কি জন্য এই পিস্তল নিয়ে আসছিল এবং কোথায় যাচ্ছিল সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে । Conclusion:বংশি হারি থানার শিবপুর মোড় থেকে এক রাউন্ড গুলি সহ পিস্তল ধরল এক যুবকের ক্সছ থেকে। সুরঞ্জিত পাল ২৪, দুপুর ১২ টা নাগাদ শিবপুর এলাকায় গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ এশে যুবক কে ধরে এবং থানায় নিয়ে যায়। সুরঞ্জিত পাল নামে যুবকের কোমর থেকে পুলিশ উদ্ধার করে পিস্তল সহ এক রাউন্ড গুলি। বং শি হারি থানার পুলিশ যুবক কে আটক করে এবং তদন্তের জন্য যুবক কে মহকুমা আদালতে পাঠায় পুলিশ রিমান্ডের জন্য।
এই বিষয়ে বং শি হারি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মনোজিত দাস বলেন গোপন সুত্রে খবর পেয়ে থানার পুলিশ বংশি হারি মোড় থেকে এক ব্যাক্তিকে আটক করে, সুরঞ্জিত পাল ২৪, তার কাছ থেকে এক রাউন্ড গুলি সহ একটি পিস্তল উদ্ধার করি। এই যুবক কে জিজ্ঞাসা বাদের জন্য আমরা মহকুমা আদালতে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়েছি। এবং এই যুবক কি জন্য এই পিস্তল নিয়ে আসছিল এবং কোথায় যাচ্ছিল সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে ।
Last Updated : Jun 3, 2019, 6:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.