ETV Bharat / state

প্রথমে ভাবতাম উনি সততার প্রতীক, এখন লজ্জা করে : মোদি

"আপনারা মমতাদিদির উপর অনেক বিশ্বাস করেছিলেন । কিন্তু, উনি মা-মাটি-মানুষের নামে কেবল ধোঁকা দিয়েছেন । এই ভুল শুধু আপনারাই করেছেন তা নয়, আমিও করেছিলাম । ওঁর কাণ্ড দেখে আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেছে ।" বুনিয়াদপুর থেকে এভাবেই আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি ।

নরেন্দ্র মোদি
author img

By

Published : Apr 21, 2019, 8:49 AM IST

Updated : Apr 21, 2019, 9:27 AM IST

বুনিয়াদপুর(দক্ষিণ দিনাজপুর), 21 এপ্রিল : "যখনই তাঁকে TV-তে বা সামনা-সামনি দেখতাম, ভাবতাম সত্যিই বুঝি উনি সততার প্রতীক । বোধহয় বাংলার ভালো চান । কিন্তু, প্রধানমন্ত্রী হওয়ার পর ওঁর কাণ্ড দেখে আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেছে ।" বুনিয়াদপুরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এই মন্তব্য করলেন নরেন্দ্র মোদি ।

সভামঞ্চ থেকে সরাসরি তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ শানান মোদি । বলেন, "মমতাদিদি পশ্চিমবঙ্গে যা করেছেন, তার জন্য এরাজ্যের মহান ইতিহাস ও ভবিষ্যত তাঁকে কখনও ক্ষমা করবে না । আপনারা মমতাদিদির উপর অনেক বিশ্বাস করেছিলেন । কিন্তু, উনি মা-মাটি-মানুষের নামে কেবল ধোঁকা দিয়েছেন । এই ভুল শুধু আপনারাই করেছেন তা নয়, আমিও করেছিলাম । যদি আমার মতো মানুষের এই ভুল হয়ে থাকে, তাহলে বাংলার মানুষের এই ভুল হওয়াটা স্বাভাবিক । তবে, এখন আমি ওঁর আসল রূপটা চিনে গেছি । আর বাংলার বাচ্চারাও ওঁকে চিনে গেছে ।"

ভিডিয়োয় শুনুন নরেন্দ্র মোদির বক্তব্য

গতকালের সভা থেকে নরেন্দ্র মোদি আরও বলেন, "খবরে দেখছিলাম, এবারের ভোটে মা-বোনেরা তৃণমূলের দুষ্কৃতীদের উচিত শিক্ষা দিয়েছে । প্রথম ও দ্বিতীয় দফায় বাংলায় যে পরিমাণে ভোট পড়েছে, তা দেখে স্পিডব্রেকার দিদির ঘুমেরও ব্রেক পড়ছে ।"

বুনিয়াদপুর(দক্ষিণ দিনাজপুর), 21 এপ্রিল : "যখনই তাঁকে TV-তে বা সামনা-সামনি দেখতাম, ভাবতাম সত্যিই বুঝি উনি সততার প্রতীক । বোধহয় বাংলার ভালো চান । কিন্তু, প্রধানমন্ত্রী হওয়ার পর ওঁর কাণ্ড দেখে আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেছে ।" বুনিয়াদপুরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এই মন্তব্য করলেন নরেন্দ্র মোদি ।

সভামঞ্চ থেকে সরাসরি তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ শানান মোদি । বলেন, "মমতাদিদি পশ্চিমবঙ্গে যা করেছেন, তার জন্য এরাজ্যের মহান ইতিহাস ও ভবিষ্যত তাঁকে কখনও ক্ষমা করবে না । আপনারা মমতাদিদির উপর অনেক বিশ্বাস করেছিলেন । কিন্তু, উনি মা-মাটি-মানুষের নামে কেবল ধোঁকা দিয়েছেন । এই ভুল শুধু আপনারাই করেছেন তা নয়, আমিও করেছিলাম । যদি আমার মতো মানুষের এই ভুল হয়ে থাকে, তাহলে বাংলার মানুষের এই ভুল হওয়াটা স্বাভাবিক । তবে, এখন আমি ওঁর আসল রূপটা চিনে গেছি । আর বাংলার বাচ্চারাও ওঁকে চিনে গেছে ।"

ভিডিয়োয় শুনুন নরেন্দ্র মোদির বক্তব্য

গতকালের সভা থেকে নরেন্দ্র মোদি আরও বলেন, "খবরে দেখছিলাম, এবারের ভোটে মা-বোনেরা তৃণমূলের দুষ্কৃতীদের উচিত শিক্ষা দিয়েছে । প্রথম ও দ্বিতীয় দফায় বাংলায় যে পরিমাণে ভোট পড়েছে, তা দেখে স্পিডব্রেকার দিদির ঘুমেরও ব্রেক পড়ছে ।"

Intro:গঙ্গারামপুরের তৃনমূলের কাউন্সিলার সহ ২৫০০ পরিবার মোদীর সভায় মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করল ।।

শনিবার ; ২০ এপ্রিল ;- দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে শনিবার নিৰ্বাচনী জনসভা করতে এসে এই ভাষাতেই তৃনমুল নেত্রীকে আক্রমন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সভার শেষে মুকুল রায়ের হাত ধরে গঙ্গারামপুরের ১৭ নং ওয়ার্ডের ত্রিনমুলের কাউন্সিলার অশোক বর্ধন সহ প্রায় ২৫০০ পরিবার আজকে বিজেপিতে যোগদান করলেন ।বিজেপিতে যোগদান করায় গঙ্গারামপুরের ভোটের বিজেপির পরিমান আরও অনেক বেশি হবে বলে আশা করছে বিজেপি নেতৃত্ব ।
কিন্তু প্রধানমন্ত্রী হয়ে বুঝলেন উনি কতটা সততার প্রতিক।মমতাকে কটাক্ষ করতে গিয়ে নিজের পুরনো বিশ্বাসের কথা তুলে ধরেন মোদী। তিনি বলেন, “এক সময় দিদিকে দেখে ভুল করেছিলাম। ওকে যখন টিভিতে দেখতাম, তখন মনে হতো উনি গরিব মানুষের জন্য লড়াই করছেন। বাম সরকারকে উৎখাত করার জন্য লড়াই করছেন। সততার প্রতীক। কিন্তু আমার সেই ভুল ভাঙল প্রধানমন্ত্রী হওয়ার পর। আপনারাও মমতা দিদিকে ভুল বুঝেছিলেন। এ বার তা শুধরে নিন”।আমার মতো মানুষ ওঁকে চিনতে ভুল করেছে। বাংলার মানুষ তো ভুল চিনবেনই।’’

আজ সকাল থেকেই দক্ষিন দিনাজপুর জেলায় নরেন্দ্র মোদীকে দেখতে জনস্রোত লক্ষ করা গেছে। জেলার সব প্রান্তের মানুষ যেমন স্বতঃস্ফূর্ত ভাবে তার সভা দেখতে বাচ্চ বুড়ো বুড়ি বুনিয়াদপুরের নারায়নপুরের মোদীর সভায় হাজির হতে দেখা গেছে। তেমনি মালদা ও উত্তর দিনাজপুর দার্জিলিং থেকেও মানুষ মোদীর ভাষন শুনতে ও দেখতে ছুটে এসেছে। যেমন বুনিয়াদপুরের বগুড়া গ্রামের ৮৫ বছরের বৃদ্ধা রাধা রায়। সকালের চড়া রোদ উপেক্ষা করে মোদীকে একঝলক চোখের দেখা ও তার ভাষনে " দিদি" ডাক শোনার জন্য এসেছিলেন । আজ সামনে থেকে তাকে দেখে তিনি আজকের তার শারিরিক সব ধকল সয়ে নিয়েছেন বলে জানিয়েছেন তিনি মোদী জী কে প্রান ভরে দূর থেকে আশির্বাদ ও করেছেন বলে জানিয়েছেন ফের যাতে প্রধানমন্ত্রী তিনি হতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মোদী বলেছেন, ‘‘বুয়া-ভাতিজা মিলে বাংলার সংস্কৃতির বদনাম করেছেন।’’ সারদা-নারদ কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে এদিনও সুর তোলেন ।
গঙ্গারামপুরের ১৭ নং ওয়ার্ডের তৃণমুলের কাউন্সিলার অশোক বর্ধন সহ প্রায় ২৫০০ পরিবার আজকে বিজেপিতে যোগদান করলেন ।কয়েকদিন ধরে সনা যাচ্ছিল যে গঙ্গারামপুর থেকে বিজেপিতে যোগদান করবে বড়সড় কোন নেতা ।সেই কারনে গঙ্গারামপুর ব্লকের বিভিন্য জায়গায় বিভিন্য সভা কর্ম সুচির জন্য প্রশাসন থেকে অর্ডার দিত না , সেই কারনে আজকে বিজেপিতে যোগদান করার জন্য কয়েকদিন থেকে বিজেপির পক্ষ থেকে মুকুল রায় কে ধরা হয় ।সেই জন্য শনিবার গঙ্গারামপুরের ১৭ নং ওয়ার্ডের তৃণমুলের কাউন্সিলার অশোক বর্ধন সহ প্রায় ২৫০০ পরিবার বিজেপিতে যোগদান করল । গঙ্গারামপুরের ভোটের বিজেপির পরিমান আরও অনেক বেশি হবে বলে আশা করছে বিজেপি নেতৃত্ব ।
এই বিষয়ে তৃনমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্রকে জিজ্ঞ্যাসা করা হলে তিনি জানান আমি এই বিষয়ে কিছু জানি না ,আমি খোজ নিচ্ছি ।


Body:গঙ্গারামপুরের তৃনমূলের কাউন্সিলার সহ ২৫০০ পরিবার মোদীর সভায় মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করল ।।

শনিবার ; ২০ এপ্রিল ;- দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে শনিবার নিৰ্বাচনী জনসভা করতে এসে এই ভাষাতেই তৃনমুল নেত্রীকে আক্রমন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সভার শেষে মুকুল রায়ের হাত ধরে গঙ্গারামপুরের ১৭ নং ওয়ার্ডের ত্রিনমুলের কাউন্সিলার অশোক বর্ধন সহ প্রায় ২৫০০ পরিবার আজকে বিজেপিতে যোগদান করলেন ।বিজেপিতে যোগদান করায় গঙ্গারামপুরের ভোটের বিজেপির পরিমান আরও অনেক বেশি হবে বলে আশা করছে বিজেপি নেতৃত্ব ।
কিন্তু প্রধানমন্ত্রী হয়ে বুঝলেন উনি কতটা সততার প্রতিক।মমতাকে কটাক্ষ করতে গিয়ে নিজের পুরনো বিশ্বাসের কথা তুলে ধরেন মোদী। তিনি বলেন, “এক সময় দিদিকে দেখে ভুল করেছিলাম। ওকে যখন টিভিতে দেখতাম, তখন মনে হতো উনি গরিব মানুষের জন্য লড়াই করছেন। বাম সরকারকে উৎখাত করার জন্য লড়াই করছেন। সততার প্রতীক। কিন্তু আমার সেই ভুল ভাঙল প্রধানমন্ত্রী হওয়ার পর। আপনারাও মমতা দিদিকে ভুল বুঝেছিলেন। এ বার তা শুধরে নিন”।আমার মতো মানুষ ওঁকে চিনতে ভুল করেছে। বাংলার মানুষ তো ভুল চিনবেনই।’’

আজ সকাল থেকেই দক্ষিন দিনাজপুর জেলায় নরেন্দ্র মোদীকে দেখতে জনস্রোত লক্ষ করা গেছে। জেলার সব প্রান্তের মানুষ যেমন স্বতঃস্ফূর্ত ভাবে তার সভা দেখতে বাচ্চ বুড়ো বুড়ি বুনিয়াদপুরের নারায়নপুরের মোদীর সভায় হাজির হতে দেখা গেছে। তেমনি মালদা ও উত্তর দিনাজপুর দার্জিলিং থেকেও মানুষ মোদীর ভাষন শুনতে ও দেখতে ছুটে এসেছে। যেমন বুনিয়াদপুরের বগুড়া গ্রামের ৮৫ বছরের বৃদ্ধা রাধা রায়। সকালের চড়া রোদ উপেক্ষা করে মোদীকে একঝলক চোখের দেখা ও তার ভাষনে " দিদি" ডাক শোনার জন্য এসেছিলেন । আজ সামনে থেকে তাকে দেখে তিনি আজকের তার শারিরিক সব ধকল সয়ে নিয়েছেন বলে জানিয়েছেন তিনি মোদী জী কে প্রান ভরে দূর থেকে আশির্বাদ ও করেছেন বলে জানিয়েছেন ফের যাতে প্রধানমন্ত্রী তিনি হতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মোদী বলেছেন, ‘‘বুয়া-ভাতিজা মিলে বাংলার সংস্কৃতির বদনাম করেছেন।’’ সারদা-নারদ কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে এদিনও সুর তোলেন ।
গঙ্গারামপুরের ১৭ নং ওয়ার্ডের তৃণমুলের কাউন্সিলার অশোক বর্ধন সহ প্রায় ২৫০০ পরিবার আজকে বিজেপিতে যোগদান করলেন ।কয়েকদিন ধরে সনা যাচ্ছিল যে গঙ্গারামপুর থেকে বিজেপিতে যোগদান করবে বড়সড় কোন নেতা ।সেই কারনে গঙ্গারামপুর ব্লকের বিভিন্য জায়গায় বিভিন্য সভা কর্ম সুচির জন্য প্রশাসন থেকে অর্ডার দিত না , সেই কারনে আজকে বিজেপিতে যোগদান করার জন্য কয়েকদিন থেকে বিজেপির পক্ষ থেকে মুকুল রায় কে ধরা হয় ।সেই জন্য শনিবার গঙ্গারামপুরের ১৭ নং ওয়ার্ডের তৃণমুলের কাউন্সিলার অশোক বর্ধন সহ প্রায় ২৫০০ পরিবার বিজেপিতে যোগদান করল । গঙ্গারামপুরের ভোটের বিজেপির পরিমান আরও অনেক বেশি হবে বলে আশা করছে বিজেপি নেতৃত্ব ।
এই বিষয়ে তৃনমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্রকে জিজ্ঞ্যাসা করা হলে তিনি জানান আমি এই বিষয়ে কিছু জানি না ,আমি খোজ নিচ্ছি ।


Conclusion:গঙ্গারামপুরের তৃনমূলের কাউন্সিলার সহ ২৫০০ পরিবার মোদীর সভায় মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করল ।।

শনিবার ; ২০ এপ্রিল ;- দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে শনিবার নিৰ্বাচনী জনসভা করতে এসে এই ভাষাতেই তৃনমুল নেত্রীকে আক্রমন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সভার শেষে মুকুল রায়ের হাত ধরে গঙ্গারামপুরের ১৭ নং ওয়ার্ডের ত্রিনমুলের কাউন্সিলার অশোক বর্ধন সহ প্রায় ২৫০০ পরিবার আজকে বিজেপিতে যোগদান করলেন ।বিজেপিতে যোগদান করায় গঙ্গারামপুরের ভোটের বিজেপির পরিমান আরও অনেক বেশি হবে বলে আশা করছে বিজেপি নেতৃত্ব ।
কিন্তু প্রধানমন্ত্রী হয়ে বুঝলেন উনি কতটা সততার প্রতিক।মমতাকে কটাক্ষ করতে গিয়ে নিজের পুরনো বিশ্বাসের কথা তুলে ধরেন মোদী। তিনি বলেন, “এক সময় দিদিকে দেখে ভুল করেছিলাম। ওকে যখন টিভিতে দেখতাম, তখন মনে হতো উনি গরিব মানুষের জন্য লড়াই করছেন। বাম সরকারকে উৎখাত করার জন্য লড়াই করছেন। সততার প্রতীক। কিন্তু আমার সেই ভুল ভাঙল প্রধানমন্ত্রী হওয়ার পর। আপনারাও মমতা দিদিকে ভুল বুঝেছিলেন। এ বার তা শুধরে নিন”।আমার মতো মানুষ ওঁকে চিনতে ভুল করেছে। বাংলার মানুষ তো ভুল চিনবেনই।’’

আজ সকাল থেকেই দক্ষিন দিনাজপুর জেলায় নরেন্দ্র মোদীকে দেখতে জনস্রোত লক্ষ করা গেছে। জেলার সব প্রান্তের মানুষ যেমন স্বতঃস্ফূর্ত ভাবে তার সভা দেখতে বাচ্চ বুড়ো বুড়ি বুনিয়াদপুরের নারায়নপুরের মোদীর সভায় হাজির হতে দেখা গেছে। তেমনি মালদা ও উত্তর দিনাজপুর দার্জিলিং থেকেও মানুষ মোদীর ভাষন শুনতে ও দেখতে ছুটে এসেছে। যেমন বুনিয়াদপুরের বগুড়া গ্রামের ৮৫ বছরের বৃদ্ধা রাধা রায়। সকালের চড়া রোদ উপেক্ষা করে মোদীকে একঝলক চোখের দেখা ও তার ভাষনে " দিদি" ডাক শোনার জন্য এসেছিলেন । আজ সামনে থেকে তাকে দেখে তিনি আজকের তার শারিরিক সব ধকল সয়ে নিয়েছেন বলে জানিয়েছেন তিনি মোদী জী কে প্রান ভরে দূর থেকে আশির্বাদ ও করেছেন বলে জানিয়েছেন ফের যাতে প্রধানমন্ত্রী তিনি হতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মোদী বলেছেন, ‘‘বুয়া-ভাতিজা মিলে বাংলার সংস্কৃতির বদনাম করেছেন।’’ সারদা-নারদ কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে এদিনও সুর তোলেন ।
গঙ্গারামপুরের ১৭ নং ওয়ার্ডের তৃণমুলের কাউন্সিলার অশোক বর্ধন সহ প্রায় ২৫০০ পরিবার আজকে বিজেপিতে যোগদান করলেন ।কয়েকদিন ধরে সনা যাচ্ছিল যে গঙ্গারামপুর থেকে বিজেপিতে যোগদান করবে বড়সড় কোন নেতা ।সেই কারনে গঙ্গারামপুর ব্লকের বিভিন্য জায়গায় বিভিন্য সভা কর্ম সুচির জন্য প্রশাসন থেকে অর্ডার দিত না , সেই কারনে আজকে বিজেপিতে যোগদান করার জন্য কয়েকদিন থেকে বিজেপির পক্ষ থেকে মুকুল রায় কে ধরা হয় ।সেই জন্য শনিবার গঙ্গারামপুরের ১৭ নং ওয়ার্ডের তৃণমুলের কাউন্সিলার অশোক বর্ধন সহ প্রায় ২৫০০ পরিবার বিজেপিতে যোগদান করল । গঙ্গারামপুরের ভোটের বিজেপির পরিমান আরও অনেক বেশি হবে বলে আশা করছে বিজেপি নেতৃত্ব ।
এই বিষয়ে তৃনমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্রকে জিজ্ঞ্যাসা করা হলে তিনি জানান আমি এই বিষয়ে কিছু জানি না ,আমি খোজ নিচ্ছি ।


Last Updated : Apr 21, 2019, 9:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.