বালুরঘাট, 23 অক্টোবর : প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ বালুরঘাট পৌরসভার রঘুনাথপুর ট্যাঙ্ক মোড় এলাকার ঘটনা ৷ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে প্রতারিতরা ৷ অভিযুক্তকে আটক করেছে বালুরঘাট থানার পুলিশ ৷ যদিও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ৷
অভিযুক্তের নাম তপন কুমার ঘোষ ৷ পেশায় ঠিকাদার ৷ অভিযোগ নিজেকে তৃণমূল নেতা-কর্মীদের ঘনিষ্ঠ বলে পরিচয় দিত ৷ 2014 সালে স্থানীয় কয়েকজনের কাছ থেকে প্রাইমারি ও আপার প্রাইমারিতে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা নেয় ৷ কারো থেকে পাঁচ লাখ তো কারো থেকে ন'লাখ ৷ সব মিলিয়ে মোট 55 লাখ টাকা তোলে বিভিন্ন জনের কাছ থেকে ৷ কিন্তু টাকা দিলেও মেলেনি চাকরি ৷ শেষমেশ নিজেদের টাকা ফেরত চান অভিযোগকারীরা ৷ অভিযোগ, টাকা ফেরত দেওয়া তো দূর, উলটে নানা ধরনের হুমকি দেওয়া হত প্রতারিতদের ৷ এরপরই পুলিশ অভিযোগ জানায় তারা ৷
অবশেষে মঙ্গলবার রাতে বালুরঘাট চকভাবনী শ্মশান সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তকে প্রতারিতরা পুলিশের হাতে তুলে দেয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ ৷
যদিও তপনের দাবি চাকরি পাইয়ে দেওয়ার নামে কারো থেকে টাকা নেয়নি সে ৷ যারা অভিযোগ করেছে কোনও প্রমাণ দিতে পারেনি যে সে টাকা নিয়েছে ৷ তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে ৷