কলকাতা, 14 জুলাই: আবির ছোড়াকে কেন্দ্র করেই একই পরিবারের কাকা ভাইপোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। আর তার জেরে প্রাণ গেল এক মহিলার ৷ বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুরের গৌরীপুরে । মৃতার নাম অলকা রুইদাস। ঘটনায় তৃণমূলের আদি এবং নব্য গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে এসেছে ।
জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে জয়ী হওয়ার পরে এলাকায় চলছিল বিজয় মিছিল । চলছিল দেদার নাচ । ছোড়া হচ্ছিল সবুজ রঙের আবির । আর সেই বিজয় উৎসব চলছিল শাসকদল তৃণমূলের । সেই সময় ওই পরিবারেরই সদস্য পঞ্চানন রুইদাস ও তাঁর ভাইপো প্রশান্তের মধ্যে আবির ছোড়াকে কেন্দ্র করে গোলমাল বাধে । পঞ্চানন একজন তৃণমূল কর্মী । কেন আবির ছোড়া হয়েছে, তিনি প্রশ্ন তোলেন ৷ এরপরেই ঘটনাকে কেন্দ্র করে কাকা এবং ভাইপোর মধ্যে যখন তুমুল বাদানুবাদ হয় ৷ সেই সময় আচমকাই তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। অভিযোগ, সেখানে থাকা তৃণমূল কর্মী সমর্থকরা ভাইপো প্রশান্তের উপর চড়াও হয় ৷ এমনকী প্রশান্তকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলেও অভিযোগ ।
এই খবর শুনে ঘর থেকে ছুটে আসেন মা অলকা রুইদাস । প্রশান্তর অভিযোগ, এরপর তাঁকে ছেড়ে তৃণমূল কর্মী সমর্থকরা তাঁর মায়ের উপর চড়াও হয় । রাস্তায় ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় অলকাকে । তারপর তাঁকে মারধর করেন তৃণমূল কর্মী সমর্থকরা । এরপরে রক্তাক্ত অবস্থায় তাঁকে ছেলে প্রশান্ত রুইদাস আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । তবে দেহে গভীর আঘাত এবং রক্তক্ষরণের ফলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন । তাঁর মাথায় গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে খবর ।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোট মিটতেই পুর এলাকায় সংঘর্ষ, তৃণমূলের মহিলা কাউন্সিলরকে 'মার'
এই মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় হয়েছে এলাকা । প্রশান্ত রুইদাসের তরফে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের তির অভিযুক্ত তৃণমূল কর্মী পঞ্চানন রুইদাস এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে । এই ঘটনা ইতিমধ্যেই আদি এবং নব্য তৃণমূলের একটি গোষ্ঠীদ্বন্দ্বের সূত্র সামনে এসেছে । এই বিষয়ে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বিধায়ক তথা পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ তিনি বলেন, "এটি নিছকই একটি পারিবারিক বচসার ঘটনা । পারিবারিক সমস্যার ফলেই মৃত্যু হয়েছে ওই মহিলার ।" এই ঘটনায় পুলিশ কোনোভাবেই মুখ খুলতে চায়নি । পুলিশ সূত্রে খবর, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে ।