ETV Bharat / state

ট্রেনে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার RPF জওয়ান - GRP

RPF জওয়ানের বিরুদ্ধে ট্রেনে মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল । সোনারপুর GRP থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতা । গ্রেপ্তার অভিযুক্ত RPF জওয়ান ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Sep 6, 2019, 3:22 PM IST

সোনারপুর, 6 সেপ্টেম্বর : ট্রেনে মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল RPF জওয়ানের বিরুদ্ধে । সোনারপুর GRP থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতা । অভিযুক্ত জওয়ান সমরেশ মণ্ডলকে গ্রেপ্তার করে GRP ।

গতরাত 8টা 46 মিনিটে নামখানা থেকে শিয়ালদাগামী ট্রেনের জেনেরাল কামরায় ওঠেন ওই মহিলা । ট্রেনটি লক্ষ্মীকান্তপুর স্টেশনে ঢুকলে এক RPF জওয়ান তাঁকে মহিলা কামরায় যেতে বলেন । অভিযোগ, মহিলা কামরায় গেলে ওই জওয়ানও তাঁর সঙ্গে যান । ওই কামরায় তখন আর কোনও যাত্রী ছিলেন না । এরপরই ওই মহিলাকে জড়িয়ে ধরেন জওয়ান সমরেশ মণ্ডল । সেই সঙ্গে কুপ্রস্তাবও দেন । শুধু তাই নয়, ট্রেনের কামরার মধ্যেই নিগৃহীতাকে মদ ও সিগারেট খাওয়ার প্রস্তাব দেওয়া হয় । অভিযুক্ত জওয়ান মদ্যপ অবস্থায়ে ছিলেন বলে অভিযোগ ।

গতরাতেই সোনারপুর GRP থানায় ওই RPF জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা । এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় ।

সোনারপুর, 6 সেপ্টেম্বর : ট্রেনে মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল RPF জওয়ানের বিরুদ্ধে । সোনারপুর GRP থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতা । অভিযুক্ত জওয়ান সমরেশ মণ্ডলকে গ্রেপ্তার করে GRP ।

গতরাত 8টা 46 মিনিটে নামখানা থেকে শিয়ালদাগামী ট্রেনের জেনেরাল কামরায় ওঠেন ওই মহিলা । ট্রেনটি লক্ষ্মীকান্তপুর স্টেশনে ঢুকলে এক RPF জওয়ান তাঁকে মহিলা কামরায় যেতে বলেন । অভিযোগ, মহিলা কামরায় গেলে ওই জওয়ানও তাঁর সঙ্গে যান । ওই কামরায় তখন আর কোনও যাত্রী ছিলেন না । এরপরই ওই মহিলাকে জড়িয়ে ধরেন জওয়ান সমরেশ মণ্ডল । সেই সঙ্গে কুপ্রস্তাবও দেন । শুধু তাই নয়, ট্রেনের কামরার মধ্যেই নিগৃহীতাকে মদ ও সিগারেট খাওয়ার প্রস্তাব দেওয়া হয় । অভিযুক্ত জওয়ান মদ্যপ অবস্থায়ে ছিলেন বলে অভিযোগ ।

গতরাতেই সোনারপুর GRP থানায় ওই RPF জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা । এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় ।

Intro:
রক্ষকই ভক্ষক। ট্রেনের মধ্যে মহিলা যাত্রীর সাথে অশালীন ব্যবহার আর.পি.এফের কনস্টেবলের। সোনারপুর জি আরপিতে অভিযোগ দায়ের। ঘটনার তদন্তে নেমে আর.পি.এফের কনস্টেবল সমরেশ মন্ডলকে গ্রেপ্তার করেছে সোনারপুর জি আরপি। তাকে আজ শিয়ালদহ আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে অভিযোগ ট্রেনের মধ্যেই এক মহিলা যাত্রীর সাথে অশালীন ব্যবহার করেছেন তিনি। ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, এমনটাই জানিয়েছেন নির্যাতিতা। তিনি লাস্ট নামখানা লোকালে বৃহস্পতিবার রাতে সোনারপুরের বাড়িতে ফিরছিলেন। সেই সময় এই ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর জি আরপি।

নির্যাতিতা একজন উঠতি অভিনেত্রী। তিনি নামখানা থেকে রাতে ৮টা ৪৬ মিনিটে ট্রেনে চাপেন। জেনারেল কামরাতেই চাপেন তিনি। ট্রেনটি লক্ষ্মীকান্তপুর ঢুকলে অভিযুক্ত আরপিএফের কনস্টেবল তাকে মহিলা কামরায় যেতে বলেন তার নিরাপত্তার জন্য। তিনি মহিলা কামরায় গেলে তার পিছু পিছু ঐ কনস্টেবলও যান। কামরায় আর কেউ ছিল না। সেই সুযোগে অভিযুক্ত কনস্টেবল সমরেশ মন্ডল তাকে জড়িয়ে ধরেন। কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। শুধু তাই নয় তাকে ট্রেনের মধ্যেই মদ এবং সিগারেট খাবার অফার দেওয়া হয়। সমরেশ নিজেও মদ্যপ অবস্থায় ছিল। বারুইপুর পর্যন্ত তাকে উত্ত্যক্ত করা হয়। রাত্রি প্রায় সাড়ে এগারোটা নাগাদ সোনারপুরে নেমে অভিযোগ দায়ের করেন তিনি।

Body:
রক্ষকই ভক্ষক। ট্রেনের মধ্যে মহিলা যাত্রীর সাথে অশালীন ব্যবহার আর.পি.এফের কনস্টেবলের। সোনারপুর জি আরপিতে অভিযোগ দায়ের। ঘটনার তদন্তে নেমে আর.পি.এফের কনস্টেবল সমরেশ মন্ডলকে গ্রেপ্তার করেছে সোনারপুর জি আরপি। তাকে আজ শিয়ালদহ আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে অভিযোগ ট্রেনের মধ্যেই এক মহিলা যাত্রীর সাথে অশালীন ব্যবহার করেছেন তিনি। ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, এমনটাই জানিয়েছেন নির্যাতিতা। তিনি লাস্ট নামখানা লোকালে বৃহস্পতিবার রাতে সোনারপুরের বাড়িতে ফিরছিলেন। সেই সময় এই ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর জি আরপি।

নির্যাতিতা একজন উঠতি অভিনেত্রী। তিনি নামখানা থেকে রাতে ৮টা ৪৬ মিনিটে ট্রেনে চাপেন। জেনারেল কামরাতেই চাপেন তিনি। ট্রেনটি লক্ষ্মীকান্তপুর ঢুকলে অভিযুক্ত আরপিএফের কনস্টেবল তাকে মহিলা কামরায় যেতে বলেন তার নিরাপত্তার জন্য। তিনি মহিলা কামরায় গেলে তার পিছু পিছু ঐ কনস্টেবলও যান। কামরায় আর কেউ ছিল না। সেই সুযোগে অভিযুক্ত কনস্টেবল সমরেশ মন্ডল তাকে জড়িয়ে ধরেন। কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। শুধু তাই নয় তাকে ট্রেনের মধ্যেই মদ এবং সিগারেট খাবার অফার দেওয়া হয়। সমরেশ নিজেও মদ্যপ অবস্থায় ছিল। বারুইপুর পর্যন্ত তাকে উত্ত্যক্ত করা হয়। রাত্রি প্রায় সাড়ে এগারোটা নাগাদ সোনারপুরে নেমে অভিযোগ দায়ের করেন তিনি।

Conclusion:
রক্ষকই ভক্ষক। ট্রেনের মধ্যে মহিলা যাত্রীর সাথে অশালীন ব্যবহার আর.পি.এফের কনস্টেবলের। সোনারপুর জি আরপিতে অভিযোগ দায়ের। ঘটনার তদন্তে নেমে আর.পি.এফের কনস্টেবল সমরেশ মন্ডলকে গ্রেপ্তার করেছে সোনারপুর জি আরপি। তাকে আজ শিয়ালদহ আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে অভিযোগ ট্রেনের মধ্যেই এক মহিলা যাত্রীর সাথে অশালীন ব্যবহার করেছেন তিনি। ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, এমনটাই জানিয়েছেন নির্যাতিতা। তিনি লাস্ট নামখানা লোকালে বৃহস্পতিবার রাতে সোনারপুরের বাড়িতে ফিরছিলেন। সেই সময় এই ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর জি আরপি।

নির্যাতিতা একজন উঠতি অভিনেত্রী। তিনি নামখানা থেকে রাতে ৮টা ৪৬ মিনিটে ট্রেনে চাপেন। জেনারেল কামরাতেই চাপেন তিনি। ট্রেনটি লক্ষ্মীকান্তপুর ঢুকলে অভিযুক্ত আরপিএফের কনস্টেবল তাকে মহিলা কামরায় যেতে বলেন তার নিরাপত্তার জন্য। তিনি মহিলা কামরায় গেলে তার পিছু পিছু ঐ কনস্টেবলও যান। কামরায় আর কেউ ছিল না। সেই সুযোগে অভিযুক্ত কনস্টেবল সমরেশ মন্ডল তাকে জড়িয়ে ধরেন। কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। শুধু তাই নয় তাকে ট্রেনের মধ্যেই মদ এবং সিগারেট খাবার অফার দেওয়া হয়। সমরেশ নিজেও মদ্যপ অবস্থায় ছিল। বারুইপুর পর্যন্ত তাকে উত্ত্যক্ত করা হয়। রাত্রি প্রায় সাড়ে এগারোটা নাগাদ সোনারপুরে নেমে অভিযোগ দায়ের করেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.