হটুগঞ্জ (দক্ষিণ 24 পরগনা), 5 জুলাই: মঙ্গলবার সকালের পর রাতে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার হটুগঞ্জ। বাড়ির ছাদ থেকে দুই আইএসএফ কর্মীকে ফেলে দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই দুই আইএসএফ কর্মী । তাঁরা আশংকাজনক অবস্থায় ভরতি রয়েছেন ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে । আহত দুই আইএসএফ কর্মীর নাম আরমান খান ও মেহেবুব মীর ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আইএসএফ ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল হটুগঞ্জ । যার জেরে বোমাবাজির ঘটনা ঘটে । এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে সন্ধ্যা নামতে আবারও উত্তেজনা ছড়ায় হটুগঞ্জের হেলেগাছিয়া এলাকায় । আইএসএফ কর্মীদের অভিযোগ, সন্ধ্যেতে কুলপি থানার পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁদের বাড়িতে চড়াও হয় ।
এমনকী পুলিশের উপস্থিতিতে আরমান খান নামের এক যুবককে ছাদ থেকে ফেলে দিয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ । একাধিক বাড়িতে ভাঙচুরও চালানো হয় বলেও অভিযোগ । আরমান খান বলেন, "আমি ছাদের উপর বসেছিলাম ৷ তৃণমূলের লোকেরা পুলিশকে সঙ্গে নিয়ে এসে আমাকে মারধর করে এবং ছাদ থেকে ফেলে দেয় ৷ যায় জেরে আমার মাথা ফেটে যায় ৷"
আরও পড়ুন: আইএসএফ-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র হটুগঞ্জ, অবরুদ্ধ জাতীয় সড়ক
এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । বাড়ি ছাড়া রয়েছেন আইএসএফ কর্মীরা । অবশ্য এই ঘটনায় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস ৷ কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার জানান, হটুগঞ্জের এমন কোন ঘটনা ঘটেছে বলে তাঁর জানা নেই । ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী । আইএসএফের পায়ের তলা থেকে মাটির সরে গিয়েছে তাই তারা মিথ্যা অভিযোগ করছে । ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ।