দক্ষিণ 24 পরগনা, 9 মে: প্রতিনিয়ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে শতাধিক মানুষের । ইতিমধ্যেই রাজ্যে দেখা দিয়েছে অক্সিজেনের সংকট । রাজ্যে ভ্যাকসিনের যোগান মেটানোর জন্য কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য সরকার ৷ সংক্রমণ রুখতে রাজ্যজুড়ে জারি হয়েছে আংশিক লকডাউন । কিন্তু এসব কিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অঞ্চলে চলছে রবিবাসরীয় বাজার ৷
দক্ষিণ 24 পরগনা প্রতিটি জনবহুল এলাকায় মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে সতর্ক করছে প্রশাসন । আজ সপ্তাহের শেষ দিন রবিবার । রবিবার বিভিন্ন বাজারগুলিতে চোখে পড়ল করোনাবিধি অমান্য করার চিত্র । দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ, সাগর সহ বিভিন্ন জায়গার বাজারগুলিতে দেখা গেল সাধারণ মানুষের মুখে মাস্ক নেই । মাস্ক ছাড়াই বিকিকিনি হচ্ছে বাজারগুলিতে । রবিবার ছুটির দিন ৷ কার্যত বাজারগুলোতে উপচে পড়া ভিড়ে শিকেয় উঠেছে করোনা স্বাস্থ্যবিধি । ক্রেতা ও বিক্রেতার উভয়ের মুখে মাস্ক নেই । নেই কোনও সামাজিক দূরত্ব বিধি । অনেক ক্রেতা-বিক্রেতারা সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে তড়িঘড়ি পড়ে নিলেন মাস্ক ।
মারণ ভাইরাস করোনায় প্রাণ হারাচ্ছেন রাজ্যের বহু মানুষ । সাধারণ মানুষের মধ্যে এখনও করোনা নিয়ে চরম উদাসীনতা ছবি ধরা পড়ছে । বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ । সাধারণ মানুষের মধ্যে সচেতনতা অভাব কেড়ে নিতে পারে আরও বহু মানুষের প্রাণ ।
আরও পড়ুন : বাসন্তীতে ভেঙে পড়া ব্রিজ পরিদর্শন বিধায়ক শ্যামল মণ্ডলের