কুলপি, 2 মে : পরিমাণে কম খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে। এর জেরে ব্যাপক বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। দক্ষিণ 24 পরগনার কুলপি থানার ঈশ্বরীপুর এলাকার ঘটনা। অভিযুক্ত রেশন ডিলারের নাম কৃষ্ণেন্দু শেখর মণ্ডল। গ্রাহকদের অভিযোগ, নির্ধারিত খাদ্য সামগ্রী থেকে কম জিনিস দেওয়া হচ্ছে রেশনে । সকাল থেকে এরপর রেশন দোকানে সামনে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কুলপি থানার পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় । এই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা । যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করে । পরে ঘটনাস্থানে কুলপির যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পৌঁছে তদন্তের আশ্বাস দেন। তদন্তে নেমে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ওই রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে বলে সূত্রের খবর। আপাতত ওই এলাকার পাশের একটি রেশন ডিলারকে দায়িত্ব দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য।
স্থানীয় বাসিন্দারা লাঠিচার্জের অভিযোগ করলেও পুলিশ তা অস্বীকার করে । পুলিশ জানায়, এলাকায় রেশন সামগ্রী বিলি করা নিয়ে উত্তেজনা ছিল। পুলিশ-সহ প্রশাসনের আধিকারিকরা গিয়ে সেই সমস্যার সমাধান করেছে। লাঠিচার্জের কোনও ঘটনা ঘটেনি বলে দাবি পুলিশের। এদিনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে, দাবি স্থানীয়দের।