ETV Bharat / state

Rape on Promise of Marriage: স্কুল-ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক - ধর্ষণ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল দক্ষিণ 24 পরগনায় ৷ শুধু তাই নয়, অভিযুক্ত ওই নাবালিকার আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে ৷ তাকে গ্রেফতার করেছে মন্দিরবাজার থানার পুলিশ ৷

ETV Bharat
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা ধর্ষণের অভিযোগ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 4:43 PM IST

মন্দিরবাজার, 29 সেপ্টেম্বর: অষ্টম শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে । ঘটনা দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজারের। অভিযোগের ভিত্তিতে মন্দিরবাজার পুলিশ অভিযুক্ত ওই যুবককে বৃহস্পতিবার গ্রেফতার করেছে ৷ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আরও অভিযোগ, অষ্টম শ্রেণির ওই ছাত্রীর কিছু আপত্তিকর ছবি সে সামাজিক মাধ্যমে পোস্ট করেছে ৷ নাবালিকা ছাত্রীটির পরিবার মন্দিরবাজার থানায় ওই যুবকের নামে লিখিত অভিযোগ দায়ের করে ৷

বৃহস্পতিবার রাতেই ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে নাবালিকা ছাত্রীর শারীরিক পরীক্ষা করা হয়েছে ৷ এই ঘটনা নিয়ে মন্দিরবাজার থানার ডিএসপি বিশ্বজিৎ নস্কর জানান, নাবালিকা ছাত্রীর সঙ্গে অভিযুক্ত যুবকের প্রেমের সম্পর্ক ছিল ৷ নাবালিকা ছাত্রীর পরিবার অভিযোগ, অভিযুক্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা ছাত্রীকে একাধিকবার নিজের বাড়িতে ডেকে এনে ধর্ষণ করেছে ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবক দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজার থানা এলাকার বাসিন্দা ৷ ওই যুবক পুরনো জিনিসপত্র কেনাবেচার ব্যবসা করে ৷ অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ অভিযুক্ত যুবক তাকে বিয়ে করবে বলেও কথা দিয়েছিল ৷ ছাত্রীর অভিযোগ, ভয় দেখিয়ে অভিযুক্ত যুবক নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে আনত ৷ এদিকে নাবালিকা ছাত্রীটি যুবকের কথা না-শুনলে আপত্তিকর ছবিগুলি সামাজিক মাধ্যমে পোস্ট করে দেয় অভিযুক্ত ৷

এছাড়া অভিযুক্ত, নাবালিকার সঙ্গে তার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নিজের ফোনে রেকর্ডিং করে রেখেছিল ৷ সে নাবালিকাকে বারবার ভয় দেখাত, এই ঘটনার কথা বাড়িতে জানালে ওই ছবিগুলি সামাজিক মাধ্যমে পোস্ট করে দেবে ৷

এরপরই নাবালিকা ছাত্রীর পরিবার মন্দিরবাজার থানায় অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে ৷ তার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে ৷ তার বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ শুক্রবার অভিযুক্তকে ডায়মন্ডহারবার মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: 300 ঘণ্টার সিসিটিভি ফুটেজ দেখেও অধরা পানিপথ গণধর্ষণের অভিযুক্তরা

মন্দিরবাজার, 29 সেপ্টেম্বর: অষ্টম শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে । ঘটনা দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজারের। অভিযোগের ভিত্তিতে মন্দিরবাজার পুলিশ অভিযুক্ত ওই যুবককে বৃহস্পতিবার গ্রেফতার করেছে ৷ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আরও অভিযোগ, অষ্টম শ্রেণির ওই ছাত্রীর কিছু আপত্তিকর ছবি সে সামাজিক মাধ্যমে পোস্ট করেছে ৷ নাবালিকা ছাত্রীটির পরিবার মন্দিরবাজার থানায় ওই যুবকের নামে লিখিত অভিযোগ দায়ের করে ৷

বৃহস্পতিবার রাতেই ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে নাবালিকা ছাত্রীর শারীরিক পরীক্ষা করা হয়েছে ৷ এই ঘটনা নিয়ে মন্দিরবাজার থানার ডিএসপি বিশ্বজিৎ নস্কর জানান, নাবালিকা ছাত্রীর সঙ্গে অভিযুক্ত যুবকের প্রেমের সম্পর্ক ছিল ৷ নাবালিকা ছাত্রীর পরিবার অভিযোগ, অভিযুক্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা ছাত্রীকে একাধিকবার নিজের বাড়িতে ডেকে এনে ধর্ষণ করেছে ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবক দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজার থানা এলাকার বাসিন্দা ৷ ওই যুবক পুরনো জিনিসপত্র কেনাবেচার ব্যবসা করে ৷ অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ অভিযুক্ত যুবক তাকে বিয়ে করবে বলেও কথা দিয়েছিল ৷ ছাত্রীর অভিযোগ, ভয় দেখিয়ে অভিযুক্ত যুবক নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে আনত ৷ এদিকে নাবালিকা ছাত্রীটি যুবকের কথা না-শুনলে আপত্তিকর ছবিগুলি সামাজিক মাধ্যমে পোস্ট করে দেয় অভিযুক্ত ৷

এছাড়া অভিযুক্ত, নাবালিকার সঙ্গে তার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নিজের ফোনে রেকর্ডিং করে রেখেছিল ৷ সে নাবালিকাকে বারবার ভয় দেখাত, এই ঘটনার কথা বাড়িতে জানালে ওই ছবিগুলি সামাজিক মাধ্যমে পোস্ট করে দেবে ৷

এরপরই নাবালিকা ছাত্রীর পরিবার মন্দিরবাজার থানায় অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে ৷ তার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে ৷ তার বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ শুক্রবার অভিযুক্তকে ডায়মন্ডহারবার মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: 300 ঘণ্টার সিসিটিভি ফুটেজ দেখেও অধরা পানিপথ গণধর্ষণের অভিযুক্তরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.