ETV Bharat / state

মানুষ পরিত্রাণ চাইছে, আমরা জিততে এসেছি : শমিক - samik bhattacharya

"মানুষ শাসকদলের কাছ থেকে পরিত্রাণ চাইছে।" গতকাল পৈলানে দলীয় সভায় যোগ দিয়ে একথা বলেন BJP নেতা শমিক ভট্টাচার্য।

BJP নেতা শমিক ভট্টাচার্য
author img

By

Published : Mar 18, 2019, 12:40 PM IST

পৈলান, ১৭ মার্চ : "মানুষ শাসকদলের কাছ থেকে পরিত্রাণ চাইছে।" গতকাল পৈলানে দলীয় সভায় যোগ দিয়ে একথা বলেন BJP নেতা শমিক ভট্টাচার্য।

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমিক বলেন, "মানুষ এখন পরিত্রাণ চাইছে। BJP-র কর্মীরা গত পাঁচ বছর ধরে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে অনেক প্রতিকুলতা ও অত্যাচারের মধ্যেও রাজনীতি করেছে। এখন শেষবেলা। তাই তৃণমূল কংগ্রেস মরণ কামড় দিচ্ছে। কিন্তু এতে খুব একটা লাভ হবে না। মানুষ এদের প্রত্যাখান করবে। এই নির্বাচনে রাজ্যের অগণতান্ত্রিক ও সন্ত্রাসী সরকারের বিরুদ্ধে রায় দেবে।"

ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র নিয়ে তিনি কতটা আশাবাদী তা নিয়ে জিজ্ঞাসা করা হয়। শমিক বলেন, "আমরা এখানে জিতব। আমরা এখানে জিততে এসেছি। থাকতে এসেছি। চলে যেতে আসিনি।"

পৈলান, ১৭ মার্চ : "মানুষ শাসকদলের কাছ থেকে পরিত্রাণ চাইছে।" গতকাল পৈলানে দলীয় সভায় যোগ দিয়ে একথা বলেন BJP নেতা শমিক ভট্টাচার্য।

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমিক বলেন, "মানুষ এখন পরিত্রাণ চাইছে। BJP-র কর্মীরা গত পাঁচ বছর ধরে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে অনেক প্রতিকুলতা ও অত্যাচারের মধ্যেও রাজনীতি করেছে। এখন শেষবেলা। তাই তৃণমূল কংগ্রেস মরণ কামড় দিচ্ছে। কিন্তু এতে খুব একটা লাভ হবে না। মানুষ এদের প্রত্যাখান করবে। এই নির্বাচনে রাজ্যের অগণতান্ত্রিক ও সন্ত্রাসী সরকারের বিরুদ্ধে রায় দেবে।"

ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র নিয়ে তিনি কতটা আশাবাদী তা নিয়ে জিজ্ঞাসা করা হয়। শমিক বলেন, "আমরা এখানে জিতব। আমরা এখানে জিততে এসেছি। থাকতে এসেছি। চলে যেতে আসিনি।"


Sangam Ghat (Prayagraj), Mar 18 (ANI): Ahead of Lok Sabha elections, Congress General Secretary for Uttar Pradesh-East Priyanka Gandhi Vadra will start a 3-day long 'Ganga-Yatra' from Chhatnag in Prayagraj to Assi Ghat in Varanasi. She will start this 140-km long rally on steamer boat.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.