ETV Bharat / state

পুজোর ভোগ রান্নার সময় সিলিন্ডারে আগুন, মৃত্যু রাধুনির

বিবেকানন্দ নগরে লোকনাথ পুজোর ভোগ রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ মৃত মহিলা ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 4, 2019, 12:07 PM IST

Updated : Jun 4, 2019, 2:12 PM IST

সোনারপুর, 4 জুন : লোকনাথ পুজোর ভোগ রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার । নাম সুমিত্রা মণ্ডল (45) । ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত রাজপুর-সোনারপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ নগরে ।

গতকাল প্রতিবেশী কবিতা মণ্ডলের বাড়িতে লোকনাথ পুজোর আয়োজন করা হয়েছিল । সেখানে পুজোর ভোগ রান্না করতে গিয়েছিলেন ওই মহিলা । রান্না করার সময় আচমকা সিলিন্ডারে আগুন ধরে যায় । বাকিরা পালাতে পারলেও সুমিত্রা পারেননি । তাঁর স্বামী অক্ষয় জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে যান । গিয়ে দেখেন একজন অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছেন । শাড়ির আঁচল দেখে তিনি নিজের স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ চিনতে পারেন । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ সুভাষগ্রাম হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন সুমিত্রাকে ।

ভিডিয়োয় দেখুন

সোনারপুর, 4 জুন : লোকনাথ পুজোর ভোগ রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার । নাম সুমিত্রা মণ্ডল (45) । ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত রাজপুর-সোনারপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ নগরে ।

গতকাল প্রতিবেশী কবিতা মণ্ডলের বাড়িতে লোকনাথ পুজোর আয়োজন করা হয়েছিল । সেখানে পুজোর ভোগ রান্না করতে গিয়েছিলেন ওই মহিলা । রান্না করার সময় আচমকা সিলিন্ডারে আগুন ধরে যায় । বাকিরা পালাতে পারলেও সুমিত্রা পারেননি । তাঁর স্বামী অক্ষয় জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে যান । গিয়ে দেখেন একজন অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছেন । শাড়ির আঁচল দেখে তিনি নিজের স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ চিনতে পারেন । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ সুভাষগ্রাম হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন সুমিত্রাকে ।

ভিডিয়োয় দেখুন
Dharamshala (HP), Jun 04 (ANI): The 14th Dalai Lama gave one day teaching to Tibetan youth in Himachal Pradesh's Dharamshala on Monday. The event held at the main Buddhist Tibetan Temple in Tsuglagkhang. Over 5,000 Tibetans including a large number of school and college students, monks, nuns and foreigner followers gathered to attend the event.

Last Updated : Jun 4, 2019, 2:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.