ETV Bharat / state

বাজি কারখানায় বিস্ফোরণে গ্রেপ্তার বাড়ির মালিক, তদন্তে ফরেনসিক দল - mahestala

মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণে গ্রেপ্তার বাড়ির মালিক রমেন সাউ। আজ নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থানে গেছে ফরেনসিক দল।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 11, 2019, 2:33 PM IST

মহেশতলা, ১১ মার্চ : মহেশতলার বাজি কারখানায় বিস্ফোরণে গ্রেপ্তার হল কারখানার মালিক রমেন সাউ। গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে মহেশতলা থানা এলাকার পুটখালির‌ নস্কর পাড়ায় একটি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতের নাম অনুপ দলুই (৩৩)। গুরুতর আহত দুই। তাঁরা এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারখানার মালিক রমেন সাউকে‌ আজ আলিপুর আদালতে তোলা হবে। ঘটনাস্থানে গেছে ফরেনসিক দল।

স্থানীয় সূত্রে খবর, গতকাল দুপুরে ওই কারখানায় বিস্ফোরণ হয়। বিস্ফোরক বোঝাই দুটি ড্রামে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ৩ কিমি দূর থেকেও আওয়াজ শোনা যায়। বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়ায়। আহত দুই শ্রমিকের নাম নিমাই বর্মণ এবং খোকন বর্মণ। বিস্ফোরণ ঘটার অন্তত একঘণ্টার মধ্যে আহতদের ঘটনাস্থান থেকে উদ্ধার করা যায়নি। কারণ, আরও চারটি বিস্ফোরক ভরতি ড্রাম পাশেই রাখা ছিল। পরে দমকল এবং ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপ আহতদের উদ্ধার করে।

পুলিশ সূত্রে খবর, গতকাল কারখানার মালিক রমেশ সাউকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাজি কারখানার কোনও বৈধ কাগজ দেখাতে পারেননি। রমেশ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। বর্তমানে সে নস্করপাড়ায় থাকে। আজ ঘটনাস্থান থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। হাসপাতাল সূত্রে খবর, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

মহেশতলা, ১১ মার্চ : মহেশতলার বাজি কারখানায় বিস্ফোরণে গ্রেপ্তার হল কারখানার মালিক রমেন সাউ। গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে মহেশতলা থানা এলাকার পুটখালির‌ নস্কর পাড়ায় একটি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতের নাম অনুপ দলুই (৩৩)। গুরুতর আহত দুই। তাঁরা এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারখানার মালিক রমেন সাউকে‌ আজ আলিপুর আদালতে তোলা হবে। ঘটনাস্থানে গেছে ফরেনসিক দল।

স্থানীয় সূত্রে খবর, গতকাল দুপুরে ওই কারখানায় বিস্ফোরণ হয়। বিস্ফোরক বোঝাই দুটি ড্রামে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ৩ কিমি দূর থেকেও আওয়াজ শোনা যায়। বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়ায়। আহত দুই শ্রমিকের নাম নিমাই বর্মণ এবং খোকন বর্মণ। বিস্ফোরণ ঘটার অন্তত একঘণ্টার মধ্যে আহতদের ঘটনাস্থান থেকে উদ্ধার করা যায়নি। কারণ, আরও চারটি বিস্ফোরক ভরতি ড্রাম পাশেই রাখা ছিল। পরে দমকল এবং ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপ আহতদের উদ্ধার করে।

পুলিশ সূত্রে খবর, গতকাল কারখানার মালিক রমেশ সাউকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাজি কারখানার কোনও বৈধ কাগজ দেখাতে পারেননি। রমেশ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। বর্তমানে সে নস্করপাড়ায় থাকে। আজ ঘটনাস্থান থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। হাসপাতাল সূত্রে খবর, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.