ETV Bharat / state

জমি নিয়ে বিবাদ, প্রবীণকে খুন করে কাটা হল অণ্ডকোশ - south 24 pargana

প্রবীণকে খুন করে ঝুলিয়ে দিয়ে কেটে নেওয়া হল তাঁর অণ্ডকোশ । গতরাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার হোমরাপলতা গ্রামে । মৃতের নাম বনমালী হালদার (65) । জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে বনমালীকে তাঁর দাদা ও ভাইপো খুন করেছে বলে অভিযোগ । জীবনতলা থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে । থানায় অভিযোগ দায়ের হলেও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি ।

বনমালী হালদারের মৃতদেহ
author img

By

Published : Aug 12, 2019, 12:50 PM IST

Updated : Aug 12, 2019, 1:02 PM IST

জীবনতলা, 12 অগাস্ট : প্রবীণকে খুন করে ঝুলিয়ে দিয়ে কেটে নেওয়া হল তাঁর অণ্ডকোশ । গতরাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার হোমরাপলতা গ্রামে । মৃতের নাম বনমালী হালদার (65) । জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে বনমালীকে তাঁর দাদা ও ভাইপো খুন করেছে বলে অভিযোগ । জীবনতলা থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে । থানায় অভিযোগ দায়ের হলেও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি ।

বনমালীর স্ত্রী এবং ছেলে জানিয়েছে, জমি নিয়ে দীর্ঘদিন বিবাদ চলছিল । একাধিকবার স্থানীয় পঞ্চায়েত থেকে মীমাংসা করে দিলেও তা মানেননি অভিযুক্তরা । তাঁদের অভিযোগ, গতরাতে বনমালী যখন ঘুমাচ্ছিলেন তখন তাঁর দাদা এবং ভাইপোরা ডেকে নিয়ে যায় । এরপর গলায় ফাঁস দিয়ে খুন করে ঝুলিয়ে দেয় । পরে অণ্ডকোশ ধারালো অস্ত্র দিয়ে কেটে নেয় । খুনের পর মৃতদেহ ফেলে রেখে যায় । রাতেই বনমালীর স্ত্রী স্বামীকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন । পরে বাড়ির বাইরে মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় । রাতেই পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ।

শুনুন বক্তব্য

আজ সকালে থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবারের লোকজন । ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা । তাদের খোঁজ চলছে । জমি নিয়ে বিবাদ, না এর পেছনে অন্য কারণ আছে তা জানতে তদন্ত শুরু হয়েছে ।

জীবনতলা, 12 অগাস্ট : প্রবীণকে খুন করে ঝুলিয়ে দিয়ে কেটে নেওয়া হল তাঁর অণ্ডকোশ । গতরাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার হোমরাপলতা গ্রামে । মৃতের নাম বনমালী হালদার (65) । জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে বনমালীকে তাঁর দাদা ও ভাইপো খুন করেছে বলে অভিযোগ । জীবনতলা থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে । থানায় অভিযোগ দায়ের হলেও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি ।

বনমালীর স্ত্রী এবং ছেলে জানিয়েছে, জমি নিয়ে দীর্ঘদিন বিবাদ চলছিল । একাধিকবার স্থানীয় পঞ্চায়েত থেকে মীমাংসা করে দিলেও তা মানেননি অভিযুক্তরা । তাঁদের অভিযোগ, গতরাতে বনমালী যখন ঘুমাচ্ছিলেন তখন তাঁর দাদা এবং ভাইপোরা ডেকে নিয়ে যায় । এরপর গলায় ফাঁস দিয়ে খুন করে ঝুলিয়ে দেয় । পরে অণ্ডকোশ ধারালো অস্ত্র দিয়ে কেটে নেয় । খুনের পর মৃতদেহ ফেলে রেখে যায় । রাতেই বনমালীর স্ত্রী স্বামীকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন । পরে বাড়ির বাইরে মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় । রাতেই পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ।

শুনুন বক্তব্য

আজ সকালে থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবারের লোকজন । ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা । তাদের খোঁজ চলছে । জমি নিয়ে বিবাদ, না এর পেছনে অন্য কারণ আছে তা জানতে তদন্ত শুরু হয়েছে ।

Intro:জমি নিয়ে বিবাদের জেরে ভাইদের হাতে খুন হলেন বছর পয়সট্টির এক ব্যাক্তি। নিহতের নাম বনমালী হালদার। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জেলার জীবন তলা থানার অন্তর্গত হোমরা পলতা গ্রামে। শ্বাসরোধ করে খুন করে দেহ ঝুলিয়ে দিয়ে বনমালী বাবুর যৌনাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। রাতেই ঘটনার খবর পেয়ে জীবন তলা থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। এই ঘটনায় কেউ আটক বা গ্রেফতার হয় নি এখনও।Body:বনমালী বাবুর স্ত্রী এবং পুত্র জানাই তাদের পরিবারে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিবাদ চলছিল। একাধিকবার স্থানীয় পঞ্চায়েত থেকে মীমাংসা করে দিলেও তা মানেননি অভিযুক্তরা। এই নিয়ে প্রায় বিবাদ চলত। গতরাতে বনমালী বাবু যখন ঘুমাচ্ছিলেন তখন তার বড় ভাই এবং ভাইপোরা ডেকে নিয়ে যায়। বাইরে গলায় ফাঁস দিয়ে খুন করে পুরুষাঙ্গ কেটে নেয় বলে দাবি। খুনের পর মৃতদেহ ফেলে পালিয়ে যায় সকলে।Conclusion:খবর পেয়ে জিবনতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। এমন নৃশংসভাবে খুন দেখে পুলিশ অবাক। শুধু জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ না এর সঙ্গে অন্য আর কোন ঘটনা যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে জিবনতলা থানার পুলিশ। অপরদিকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
Last Updated : Aug 12, 2019, 1:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.