জীবনতলা, 12 অগাস্ট : প্রবীণকে খুন করে ঝুলিয়ে দিয়ে কেটে নেওয়া হল তাঁর অণ্ডকোশ । গতরাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার হোমরাপলতা গ্রামে । মৃতের নাম বনমালী হালদার (65) । জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে বনমালীকে তাঁর দাদা ও ভাইপো খুন করেছে বলে অভিযোগ । জীবনতলা থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে । থানায় অভিযোগ দায়ের হলেও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি ।
বনমালীর স্ত্রী এবং ছেলে জানিয়েছে, জমি নিয়ে দীর্ঘদিন বিবাদ চলছিল । একাধিকবার স্থানীয় পঞ্চায়েত থেকে মীমাংসা করে দিলেও তা মানেননি অভিযুক্তরা । তাঁদের অভিযোগ, গতরাতে বনমালী যখন ঘুমাচ্ছিলেন তখন তাঁর দাদা এবং ভাইপোরা ডেকে নিয়ে যায় । এরপর গলায় ফাঁস দিয়ে খুন করে ঝুলিয়ে দেয় । পরে অণ্ডকোশ ধারালো অস্ত্র দিয়ে কেটে নেয় । খুনের পর মৃতদেহ ফেলে রেখে যায় । রাতেই বনমালীর স্ত্রী স্বামীকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন । পরে বাড়ির বাইরে মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় । রাতেই পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ।
আজ সকালে থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবারের লোকজন । ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা । তাদের খোঁজ চলছে । জমি নিয়ে বিবাদ, না এর পেছনে অন্য কারণ আছে তা জানতে তদন্ত শুরু হয়েছে ।