বাসন্তী, 18 মে : বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর । বাসন্তী থানার ঢুরি বাজার এলাকার ঘটনা । মৃতের নাম ইব্রাহিম খান (55) ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকটি কলকাতা থেকে বাসন্তীর দিকে দ্রুত গতিতে আসছিল । সাইকেলটি বাসন্তী থেকে ঢুরির দিকে যাচ্ছিল । সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সাইকেলে ধাক্কা দেয় । ঘটনাস্থানেই মৃত্যু হয় ইব্রাহিমের । দুর্ঘটনার পর পালিয়ে যায় ট্রাকের চালক ও খালাসি । দুর্ঘটনার পর জনতা সড়ক অবরোধ করে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বাসন্তী থানার পুলিশ । পুলিশের সামনেই জনতা ট্রাকে ভাঙচুর চালায় । ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাও হয় । পুলিশ ট্রাকের চালক ও খালাসিকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ।
পুলিশ ট্রাকের চালক ও খালাসির খোঁজে তল্লাশি শুরু করেছে । অবরোধ তুলে নেওয়ার পর রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক হয় ।