সোনারপুর, 18 ডিসেম্বর : অভিনব পদ্ধতিতে বাইক চুরি। ঘটনার কিনারা করল সোনারপুর থানার পুলিশ । চুরির মাধ্যম অনলাইন প্লাটফর্ম । অনলাইনে বাইক বিক্রির বিজ্ঞাপন দেখে ফাঁদ পাতে চক্রটি । দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়েই কাজ করত এই বাইক চক্র। ঘটনাটি ঘটে সোনারপুর থানা এলাকার সুভাষগ্রামে।প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাইক চুরির ঘটনা নতুন নয়। তবে অনলাইন পদ্ধতিকে হাতিয়ার করে বাইক চুরির ঘটনার কথা শোনা যায় না। এমনই ঘটনার কিনারা করল সোনারপুর থানার পুলিশ। অনলাইনে বাইক বিক্রির বিজ্ঞাপন দেখে ফাঁদ পাতে চক্রটি। বাইক কেনার নাম করে বাইক ওনারের সাথে যোগাযোগ করত তারা। তারপর বাইক টেস্টের নাম করে বাইক নিয়ে পালাত । পরে সেই বাইক তারা স্থানীয় জায়গায় বিক্রি না করে বিক্রি করত বিভিন্ন জায়গায়। দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়েই কাজ করত এই বাইক চক্র। তদন্তে নেমে এমনই জানতে পারে পুলিশ।
কিছুদিন আগে বাইক চুরি যায় এলাকারই এক যুবকের। ঘটনাটি ঘটে সোনারপুর থানা এলাকার সুভাষগ্রামে। পরে সেই যুবক অভিযোগ দায়ের করেন সোনারপুর থানায়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ও প্রতারিত যুবকের ফোন কলের সূত্র ধরে এক যুবকের সন্ধান পায় পুলিশ। বৃহস্পতিবার নরেন্দ্রপুর থানা এলাকার শিমুলতলা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে তোলা হয় বারুইপুর আদালতে৷ এই ঘটনার সাথে আরও অনেকেই যুক্ত আছে বলে মনে করছে পুলিশ ৷ তাদের সন্ধানে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে ৷