ETV Bharat / state

Health Center Close in Namkhana: চিকিৎসকের অভাবে বন্ধ স্বাস্থ্য কেন্দ্র, সমস্যায় নামখানাবাসী

author img

By

Published : Jul 2, 2022, 5:44 PM IST

2013 সালে চালু হয়েছিল নামখানা ব্লকের মহারাজগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র (Maharajganj Health Center of Namkhana Close Due to Lack of Doctors) ৷ যার পর চিকিৎসকের অভাবে কার্যত বন্ধ হয়ে পড়ে আছে সেটি ৷ রোগীদের জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য অন্যত্র যেতে হচ্ছে বলে অভিযোগ করলেন স্থানীয়রা ৷ এ নিয়ে স্থানীয়দের পাশে দাঁড়িয়ে দ্রুত হাসপাতাল চালুর দাবি করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷

Maharajganj Health Center of Namkhana Close Due to Lack of Doctors
Maharajganj Health Center of Namkhana Close Due to Lack of Doctors

নামখানা, 2 জুলাই: হাসপাতাল আছে কিন্তু কোন চিকিৎসক নেই ৷ দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের মহারাজগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা (Maharajganj Health Center of Namkhana Close Due to Lack of Doctors) ৷ অভিযোগ চিকিৎসক না-থাকায় বাধ্য হয়ে অন্যত্র যেতে হচ্ছে রোগীদের ৷ বহু ক্ষেত্রে রোগীদের নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে পরিবারের সদস্যদের ৷ আর এ নিয়ে প্রশাসনকে জানিয়েও কোনও ফল হয়নি বলে অভিযোগ ৷

2013 সালে 10টি শয্যা নিয়ে শুরু হয়েছিল মহারাজগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৷ কিন্তু, কয়েকবছর পর হঠাৎই পরিকাঠামোর অভাবে চিকিৎসা পরিষেবা অনিয়মিত হয়ে যায় ৷ অধিকাংশ সময় স্বাস্থ্য কেন্দ্রে কোনও চিকিৎসক থাকত না ৷ আর এখন তো চিকিৎসকের দেখাই পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন নামখানা ব্লকের মানুষজন ৷ তাঁদের প্রশ্ন, যদি চিকিৎসকই না থেকে, তাহলে হাসপাতাল রেখে কী লাভ ? ব্লকের বাসিন্দাদের অভিযোগ, মাঝে কখনও চিকিৎসক আসলে, তাও ছুটি কাটানোর মতো ৷ এই পরিস্থিতিতে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে পরিকাঠামো তৈরি করে, চিকিৎসক নিয়োগের দাবি তুলেছেন নামখানা ব্লকের বাসিন্দারা ৷

আরও পড়ুন: Arsha Health Center: আড়ষা স্বাস্থ্যকেন্দ্র চালুর দাবিতে বিক্ষোভ, জেলাশাসককে স্মারকলিপি স্থানীয়দের

এ নিয়ে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে ৷ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দ্রুত চালু না করলে নামখানা ব্লকের মানুষদের নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি সুমিত আদক ৷ তিনি জানান, রাজ্য সরকার ওই স্বাস্থ্য কেন্দ্র খোলার ব্যবস্থা না-করলে আগামিদিনে বৃহত্তর আন্দোলন শুরু করবে বিজেপি ৷

যদিও, এ নিয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, স্বাস্থ্য দফতরে এ নিয়ে আবেদন করা হয়েছে ৷ দ্রুত হাসপাতাল চালু হবে ৷

নামখানা, 2 জুলাই: হাসপাতাল আছে কিন্তু কোন চিকিৎসক নেই ৷ দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের মহারাজগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা (Maharajganj Health Center of Namkhana Close Due to Lack of Doctors) ৷ অভিযোগ চিকিৎসক না-থাকায় বাধ্য হয়ে অন্যত্র যেতে হচ্ছে রোগীদের ৷ বহু ক্ষেত্রে রোগীদের নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে পরিবারের সদস্যদের ৷ আর এ নিয়ে প্রশাসনকে জানিয়েও কোনও ফল হয়নি বলে অভিযোগ ৷

2013 সালে 10টি শয্যা নিয়ে শুরু হয়েছিল মহারাজগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৷ কিন্তু, কয়েকবছর পর হঠাৎই পরিকাঠামোর অভাবে চিকিৎসা পরিষেবা অনিয়মিত হয়ে যায় ৷ অধিকাংশ সময় স্বাস্থ্য কেন্দ্রে কোনও চিকিৎসক থাকত না ৷ আর এখন তো চিকিৎসকের দেখাই পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন নামখানা ব্লকের মানুষজন ৷ তাঁদের প্রশ্ন, যদি চিকিৎসকই না থেকে, তাহলে হাসপাতাল রেখে কী লাভ ? ব্লকের বাসিন্দাদের অভিযোগ, মাঝে কখনও চিকিৎসক আসলে, তাও ছুটি কাটানোর মতো ৷ এই পরিস্থিতিতে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে পরিকাঠামো তৈরি করে, চিকিৎসক নিয়োগের দাবি তুলেছেন নামখানা ব্লকের বাসিন্দারা ৷

আরও পড়ুন: Arsha Health Center: আড়ষা স্বাস্থ্যকেন্দ্র চালুর দাবিতে বিক্ষোভ, জেলাশাসককে স্মারকলিপি স্থানীয়দের

এ নিয়ে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে ৷ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দ্রুত চালু না করলে নামখানা ব্লকের মানুষদের নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি সুমিত আদক ৷ তিনি জানান, রাজ্য সরকার ওই স্বাস্থ্য কেন্দ্র খোলার ব্যবস্থা না-করলে আগামিদিনে বৃহত্তর আন্দোলন শুরু করবে বিজেপি ৷

যদিও, এ নিয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, স্বাস্থ্য দফতরে এ নিয়ে আবেদন করা হয়েছে ৷ দ্রুত হাসপাতাল চালু হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.