ফ্লোরিডা, 30 সেপ্টেম্বর: হ্যারিকেন হেলেনের দাপট ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণ গেল প্রায় 100 জনের ৷ বন্যার জলে আটকে পড়েছে বহু পরিবার ৷ 10 লক্ষের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন ৷ সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ ক্যারোলিনা, জর্জিয়া, ফ্লোরিডা, উত্তর ক্যারোলিনা, ভার্জিনিয়া এবং টেনেসিতে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ।
সরকারি আধিকারিকরা জানিয়েছেন, উত্তর ক্যারোলিনায় কমপক্ষে 36 জন মারা গিয়েছে । সালুদা কাউন্টির দুই দমকলকর্মী-সহ দক্ষিণ ক্যারোলিনায় অন্তত 25 জন নিহত হয়েছেন ৷ উত্তর ক্যারোলিনায়, কাউন্টি এবং রাজ্যের কর্মকর্তারা 36 জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, যখন দক্ষিণ ক্যারোলিনায়, সালুদা কাউন্টিতে দুই দমকলকর্মী সহ 25 জন প্রাণ হারিয়েছেন ।
The front of a business at approximately 9pm in Clearwater, FL.#Helene #HurricaneHelene pic.twitter.com/ITiTe2eds4
— Hurricane Updates (@FL_Helene) September 27, 2024
জর্জিয়ায় গভর্নর ব্রায়ান কেম্পের মুখপাত্র জানিয়েছেন, আলামোতে টর্নেডোতে অন্তত 17 জন মারা গিয়েছেন ৷ বিপর্যয় মোকাবিলা আধিকারিকরা সতর্ক করেছেন, বাড়িঘর ও সম্পত্তির ব্যাপক ক্ষতি থেকে পুনর্নির্মাণ দীর্ঘ এবং কঠিন হবে । উত্তর ক্যারোলিনার গভর্নর রয় কুপার ইতিমধ্যেই জানিয়েছেন, উদ্ধারকারী এবং অন্যান্য জরুরি কর্মীরা ধসে পড়া রাস্তা, ব্যাপক বন্যার কারণে বিচ্ছিন্ন এলাকায় পৌঁছতে পারছেন না ৷ সেক্ষেত্রে মৃতের সংখ্যাটা আরও বাড়বে ৷
Michelle and I are thinking of everyone impacted by Hurricane Helene, and are grateful to the first responders and volunteers doing everything they can to help. Here are some ways to support folks in need: https://t.co/IxG31rhSno pic.twitter.com/WPZ0QWegw7
— Barack Obama (@BarackObama) September 28, 2024
একটি এক্স পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লিখেছেন, ‘‘হ্যারিকেন হেলেনের দাপট ও এর ক্ষয়ক্ষতির সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে ৷ ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা এবং সংস্থান নিশ্চিত করতে আমার প্রশাসন রাজ্য এবং স্থানীয় আধিকারিকরা দৃঢ়প্রতিজ্ঞ ৷’’
হ্যারিকেন হেলেন ফ্লোরিডার বিগ বেন্ড অঞ্চলে 140 মাইল (225 কিলোমিটার) গতিবেগে ক্যাটাগরি 4 হ্যারিকেন হিসাবে উপকূলে আছড়ে পড়ে । যার ফলে প্রবল বৃষ্টি শুরু হয় দুই ক্যারোলিনা এবং টেনেসিতে ৷ এর ফলে উত্তর ক্যারোলিনায় এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে ।