ETV Bharat / sports

ঘরের মাঠে বিধ্বস্ত ম্যান ইউ ! রেড ডেভিলদের 3 গোল দিল টটেনহ্যাম - EPL 2024 - EPL 2024

Manchester United vs Tottenham Hotspur: সময়টা ভালো যাচ্ছে না লাল ম্যাঞ্চেস্টারের ৷ ক্রিস্টাল প্যালেসের কাছে আটকে যাওয়ার পর এবার টটেনহ্যামের কাছে হারল ম্যান ইউ ৷ কড়া ট্যাকেলে লাল কার্ড দেখলেন ব্রুনো ফার্নান্দেজ ৷

Manchester United
ঘরের মাঠে হারল ম্যান ইউ (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 30, 2024, 7:19 AM IST

ম্যাঞ্চেস্টার, 30 সেপ্টেম্বর: মাসের শুরুটা হয়েছিল লিভারপুলের কাছে 3 গোল খেয়ে ৷ ‘রেড ডেভিল’দের মাসের শেষটাও সুখকর হল না ৷ ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের কাছে 3-0 গোলে বিধ্বস্ত হতে হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৷ ওল্ড ট্র্যাফোর্ডে হেডস্যর এরিক টেন হ্যাগকে শুনতে হল, ‘কাল সকালেই তোমার চাকরি যাবে ৷’ সবমিলিয়ে প্রিমিয়র লিগের শুরুতেই বেলাইন সফলতম ক্লাব ৷

গোটা ম্যাচে ম্যাঞ্চেস্টার খেলোয়াড়েরা মেরেছেন 11টি শট, তারমধ্যে বিপক্ষের তেকাঠিতে ছিল মাত্র 2টি শট ৷ অন্যদিকে টটেনহ্যাম খেলোয়াড়েরা মেরেছেন 24টি শট, ম্যান ইউ’য়ের গোলে ছিল 10টি ৷ বল দখলেও অনেক পিছিয়ে লিসান্দ্রো মার্তিনেজ, মার্কাস ব়্যাশফোর্ডরা ৷ ফলে যা হওয়ার তাই হয়েছে ৷

Manchester United vs Tottenham Hotspur
ঘরের মাঠে বিধ্বস্ত ম্যান ইউ ! (AP)

ম্যাচের তিন মিনিটেই ম্যাঞ্চেস্টারের গোলমুখ খুলে দিয়েছিলেন ব্রেন্নান জনসন ৷ বাকি সময়টা কার্যত প্রতিপক্ষের আক্রমণ রুখে গেল ম্যান ইউ ডিফেন্ডাররা ৷ 42 মিনিটে ব্রুনো ফার্নান্দেজ লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ায় আরও বেহাল হয়ে গেল ‘টেন হ্যাগের ছেলেদের’ অবস্থা ৷ তারপরেই দ্বিতীয়ার্ধে আরও দু’গোল দিল টটেনহ্যাম ৷ স্কোরশিটে নাম তুললেন দেভান কুলুসেভস্কি ও দমিনিক সোলাঙ্কে ৷ এই হারের ফলে লিগ টেবিলের 12 নম্বরে নেমে গেল লাল জার্সিধারীরা ৷ টটেনহ্যাম উঠে এল 8 নম্বরে ৷

Manchester United vs Tottenham Hotspur
রেড ডেভিলদের 3 গোল দিল টটেনহ্যাম (AP)

আরও পড়ুন:

অন্যদিকে ইংলিশ প্রিমিয়র লিগের আরেক ম্যাচে ইপসউইচ টাউনের কাছে আটকে গেল ডিবু মার্তিনেজের অ্যাস্টন ভিলা ৷ 72 মিনিট পর্যন্ত এক গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও ম্যাচ ড্র করেই মাঠ ছাড়তে হল ভিলাকে ৷ এই ম্যাচ জিতলে ম্যাঞ্চেস্টার সিটিকে টপকে লিগ টেবিলের দু’নম্বরে উঠে আসার সুযোগ ছিল মার্তিনেজদের সামনে ৷

ম্যাঞ্চেস্টার, 30 সেপ্টেম্বর: মাসের শুরুটা হয়েছিল লিভারপুলের কাছে 3 গোল খেয়ে ৷ ‘রেড ডেভিল’দের মাসের শেষটাও সুখকর হল না ৷ ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের কাছে 3-0 গোলে বিধ্বস্ত হতে হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৷ ওল্ড ট্র্যাফোর্ডে হেডস্যর এরিক টেন হ্যাগকে শুনতে হল, ‘কাল সকালেই তোমার চাকরি যাবে ৷’ সবমিলিয়ে প্রিমিয়র লিগের শুরুতেই বেলাইন সফলতম ক্লাব ৷

গোটা ম্যাচে ম্যাঞ্চেস্টার খেলোয়াড়েরা মেরেছেন 11টি শট, তারমধ্যে বিপক্ষের তেকাঠিতে ছিল মাত্র 2টি শট ৷ অন্যদিকে টটেনহ্যাম খেলোয়াড়েরা মেরেছেন 24টি শট, ম্যান ইউ’য়ের গোলে ছিল 10টি ৷ বল দখলেও অনেক পিছিয়ে লিসান্দ্রো মার্তিনেজ, মার্কাস ব়্যাশফোর্ডরা ৷ ফলে যা হওয়ার তাই হয়েছে ৷

Manchester United vs Tottenham Hotspur
ঘরের মাঠে বিধ্বস্ত ম্যান ইউ ! (AP)

ম্যাচের তিন মিনিটেই ম্যাঞ্চেস্টারের গোলমুখ খুলে দিয়েছিলেন ব্রেন্নান জনসন ৷ বাকি সময়টা কার্যত প্রতিপক্ষের আক্রমণ রুখে গেল ম্যান ইউ ডিফেন্ডাররা ৷ 42 মিনিটে ব্রুনো ফার্নান্দেজ লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ায় আরও বেহাল হয়ে গেল ‘টেন হ্যাগের ছেলেদের’ অবস্থা ৷ তারপরেই দ্বিতীয়ার্ধে আরও দু’গোল দিল টটেনহ্যাম ৷ স্কোরশিটে নাম তুললেন দেভান কুলুসেভস্কি ও দমিনিক সোলাঙ্কে ৷ এই হারের ফলে লিগ টেবিলের 12 নম্বরে নেমে গেল লাল জার্সিধারীরা ৷ টটেনহ্যাম উঠে এল 8 নম্বরে ৷

Manchester United vs Tottenham Hotspur
রেড ডেভিলদের 3 গোল দিল টটেনহ্যাম (AP)

আরও পড়ুন:

অন্যদিকে ইংলিশ প্রিমিয়র লিগের আরেক ম্যাচে ইপসউইচ টাউনের কাছে আটকে গেল ডিবু মার্তিনেজের অ্যাস্টন ভিলা ৷ 72 মিনিট পর্যন্ত এক গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও ম্যাচ ড্র করেই মাঠ ছাড়তে হল ভিলাকে ৷ এই ম্যাচ জিতলে ম্যাঞ্চেস্টার সিটিকে টপকে লিগ টেবিলের দু’নম্বরে উঠে আসার সুযোগ ছিল মার্তিনেজদের সামনে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.