হাওড়া, 30 সেপ্টেম্বর: রাজ্য সরকারের তরফে আশ্বাস দিলেও, এখনও মেলেনি নিরাপত্তা ৷ সেকারণে ফের সম্পূর্ণ কর্মবিরতির কথা ঘোষণা করেছেন জুনিয়র চিকিৎসকরা ৷ এই আবহে এবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে পথে নামলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীরা ৷ হাওড়ায় সপরিবারে মৌন মিছিল করলেন তাঁরা ৷
রাজ্য সরকার ও উচ্চপদস্থ পুলিশকর্মীদের ভূমিকার বিরোধীতা করে শিবপুর এলাকার কাজীপাড়া মোড় থেকে জিটি রোড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত এই মিছিল হয় ৷ অবসরপ্রাপ্ত পুলিশকর্মীদের অভিযোগ, বর্তমানে নিচু তলার পুলিশ কর্মীদের নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না । সেকারণেই আরজি করের মতো জঘন্য ঘটনা ঘটছে ।
ঘটনার তদন্ত সঠিকভাবে হচ্ছে না বলেও অভিযোগ করেন তাঁরা । এছাড়া তাঁদের অভিযোগ, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের একাংশ রাজনৈতিক মদতে থানার ওসি কিংবা এসআই-দের নিরপেক্ষভাবে কাজ করতে দিচ্ছেন না । তাঁদের দাবি, রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে যেকোনও ঘটনায় থানার ওসি কিংবা এসআই-দের নিরপেক্ষ তদন্ত করতে দেওয়া হোক । একমাত্র নিরপেক্ষ তদন্ত হলেই আরজি করের মতন ঘটনা আর ঘটবে না । আর ঘটলেও আসল দোষীরা উপযুক্ত সাজা পাবে ।
আরজি করে নির্যাতিতার ঘটনায় 50 দিন অতিবাহিত হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত ঘটনার সুবিচার হয়নি ৷ অন্যদিকে, হাসপাতাল চত্ত্বরে নিরাপত্তার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেছেন জুনিয়র চিকিৎসকরা ৷ মুখ্যমন্ত্রী আশ্বাস দেওয়ায় আংশিক কর্মবিরতি প্রত্যাহার করে জরুরি পরিষেবা শুরু করেন তাঁরা ৷
কিন্তু তারপরও সুরাহা হয়নি ৷ দিন কয়েক আগেই কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীর মৃত্যুতে ফের আক্রান্ত হন জুনিয়র চিকিৎসক ও নার্সরা ৷ এরপর ফের কর্মবিরতির কথা ঘোষণা করে জুনিয়র ডাক্তার ফ্রন্ট ৷ রবিবার রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদে কলকাতার রাস্তায় মশাল হাতে মিছিল করেন জুনিয়র চিকিৎসকরা ৷