ETV Bharat / state

Luxbagan-Post-Office : পোস্ট অফিস ! বলে না দিলে চেনা দায় - পোস্ট অফিস

ইন্ডিয়ান পোস্ট অফিসের গ্রামীণ একটি শাখা লাক্সবাগান পোস্ট অফিস ৷ সুন্দরবনের গোসাবায় এই পোস্ট অফিসটি রয়েছে ৷ মাটি এবং খড় ও টিনের ছাউনি দিয়ে তৈরি পোস্ট অফিসটির আজ দৈন্য় দশা ৷

Luxbagan Post Office in Sundarban Gosaba is in a Poor Condition
ডিজিটাল ইন্ডিয়ার যুগে সুন্দরবনে মাটির তৈরি জরাজীর্ণ লাক্সবাগান পোস্ট অফিস
author img

By

Published : Aug 25, 2021, 8:03 PM IST

সুন্দরবন, 25 অগস্ট : ইমেল, হোয়াটসঅ্যাপের যুগে চিঠি শব্দটা আজ সোনার পাথরবাটি । নথিপত্র বা পার্সেল আদানপ্রদানের ক্ষেত্রেই পোস্ট অফিসগুলির আজ বেশি ব্যবহার হয় ৷ তাছাড়া চিঠি আদানপ্রদানের ক্ষেত্রে পোস্ট অফিস বা ডাকঘরের ব্যবহার আজ প্রায় হয় না বললেই চলে ৷ মাটি লেপা, টিন বা টালির ছাউনি দেওয়া ডাকঘরগুলো একসময় ছিল গ্রামীণ মানুষজনের সুখদুঃখের সাথী । খামে মোড়া ওই হলদে চিঠির মধ্যেই থাকত ছেলের বাড়ি ফেরার খবর, মেয়ের সুখী ঘরকন্যার গল্প, আরও কত কী !

তেমনি একটি পোস্ট অফিস সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত গোসাবার লাক্সবাগান পোস্ট অফিস ৷ বিগত 50 বছর ধরে পোস্ট অফিসটি যেমন তেমনই রয়ে গিয়েছে ৷ মাটির দেওয়াল, বাঁশের খুঁটি ঠেকনায় খড় এবং টিনের ছাউনি দিয়ে তৈরি ওই পোস্ট অফিসটির জরাজীর্ণ দশা ৷ পোস্ট অফিসে একজন আধিকারিক রয়েছেন ৷ তিনি সময়ে সময়ে এসে টেবিল চেয়ার পেতে বসেন ৷ সেখানেই লোকজন প্রয়োজনীয় চিঠি বা দরকারি কাগজপত্র পোস্ট করার জন্য জমা দেন ৷

ইন্ডিয়ান পোস্ট অফিসের গ্রামীণ একটি শাখা লাক্সবাগান পোস্ট অফিস

আরও পড়ুন : লকডাউনে বন্ধ পোস্ট অফিসের লেনদেন, ভোগান্তি বৈঁচির গ্রাহকদের

ইন্ডিয়ান পোস্ট অফিসের গ্রামীণ একটি শাখা এই লাক্সবাগান পোস্ট অফিস ৷ স্থানীয়দের অভিযোগ রাস্তা দিয়ে গেলে কেউ দেখে বুঝতেও পারবে না, সেটি পোস্ট অফিস না মাটির ভাঙাচোরা বাড়ি ৷ একটা বোর্ড লাগানো রয়েছে বাইরে ৷ কিন্তু, নিচু টিনের ছাউনির জন্য সেই বোর্ড বাইরে থেকে দেখা যায় না ৷ ইন্ডিয়ান পোস্ট অফিসের প্রায় সব দফতরেই আধুনিকীকরণ হয়েছে ৷ কিন্তু, লাক্সবাগান পোস্ট অফিস যেখানকরা সেখানেই পড়ে রয়েছে ৷ যা নিয়ে ক্ষোভ রয়েছে গোসাবা অঞ্চলের মানুষজনের মধ্যে ৷

সুন্দরবন, 25 অগস্ট : ইমেল, হোয়াটসঅ্যাপের যুগে চিঠি শব্দটা আজ সোনার পাথরবাটি । নথিপত্র বা পার্সেল আদানপ্রদানের ক্ষেত্রেই পোস্ট অফিসগুলির আজ বেশি ব্যবহার হয় ৷ তাছাড়া চিঠি আদানপ্রদানের ক্ষেত্রে পোস্ট অফিস বা ডাকঘরের ব্যবহার আজ প্রায় হয় না বললেই চলে ৷ মাটি লেপা, টিন বা টালির ছাউনি দেওয়া ডাকঘরগুলো একসময় ছিল গ্রামীণ মানুষজনের সুখদুঃখের সাথী । খামে মোড়া ওই হলদে চিঠির মধ্যেই থাকত ছেলের বাড়ি ফেরার খবর, মেয়ের সুখী ঘরকন্যার গল্প, আরও কত কী !

তেমনি একটি পোস্ট অফিস সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত গোসাবার লাক্সবাগান পোস্ট অফিস ৷ বিগত 50 বছর ধরে পোস্ট অফিসটি যেমন তেমনই রয়ে গিয়েছে ৷ মাটির দেওয়াল, বাঁশের খুঁটি ঠেকনায় খড় এবং টিনের ছাউনি দিয়ে তৈরি ওই পোস্ট অফিসটির জরাজীর্ণ দশা ৷ পোস্ট অফিসে একজন আধিকারিক রয়েছেন ৷ তিনি সময়ে সময়ে এসে টেবিল চেয়ার পেতে বসেন ৷ সেখানেই লোকজন প্রয়োজনীয় চিঠি বা দরকারি কাগজপত্র পোস্ট করার জন্য জমা দেন ৷

ইন্ডিয়ান পোস্ট অফিসের গ্রামীণ একটি শাখা লাক্সবাগান পোস্ট অফিস

আরও পড়ুন : লকডাউনে বন্ধ পোস্ট অফিসের লেনদেন, ভোগান্তি বৈঁচির গ্রাহকদের

ইন্ডিয়ান পোস্ট অফিসের গ্রামীণ একটি শাখা এই লাক্সবাগান পোস্ট অফিস ৷ স্থানীয়দের অভিযোগ রাস্তা দিয়ে গেলে কেউ দেখে বুঝতেও পারবে না, সেটি পোস্ট অফিস না মাটির ভাঙাচোরা বাড়ি ৷ একটা বোর্ড লাগানো রয়েছে বাইরে ৷ কিন্তু, নিচু টিনের ছাউনির জন্য সেই বোর্ড বাইরে থেকে দেখা যায় না ৷ ইন্ডিয়ান পোস্ট অফিসের প্রায় সব দফতরেই আধুনিকীকরণ হয়েছে ৷ কিন্তু, লাক্সবাগান পোস্ট অফিস যেখানকরা সেখানেই পড়ে রয়েছে ৷ যা নিয়ে ক্ষোভ রয়েছে গোসাবা অঞ্চলের মানুষজনের মধ্যে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.