ETV Bharat / state

Bangladeshi Fishermen Rescued 24 ঘণ্টার মধ্যে আবার উদ্ধার 7 বাংলাদেশি মৎস্যজীবী - বাংলাদেশি ট্রলার

গভীর সমুদ্রে ডুবে যাওয়া দু’টি বাংলাদেশি ট্রলারের 7 মৎস্যজীবীকে উদ্ধার করলেন ভারতীয় মৎস্যজীবীরা (Indian Trawler Rescue Seven Bangladeshi Fishermen) ৷ তবে, ডুবে যাওয়া দু’টি ট্রলারে (Fishing Vessel Capsized) থাকা 23 জনের এখনও কোনও খোঁজ নেই ।

Indian Trawler Rescue Seven Bangladeshi Fishermen from Deep Sea
Indian Trawler Rescue Seven Bangladeshi Fishermen from Deep Sea
author img

By

Published : Aug 21, 2022, 11:08 AM IST

কাকদ্বীপ, 21 অগস্ট: 24 ঘণ্টার মধ্যে ফের বাংলাদেশি মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে উদ্ধার করল ভারতীয় ট্রলার (Indian Trawler Rescue Seven Bangladeshi Fishermen) ৷ প্রাকৃতিক দুর্যোগের জেরে গভীর সমুদ্রে বাংলাদেশের দু’টি ট্রলার উল্টে যায় ৷ মোট 30 জন মৎস্যজীবী ওই দু’টি ট্রলারে ছিলেন ৷ তাঁদের মধ্যে 7 জনকে উদ্ধার করেছেন ভারতীয় মৎস্যজীবীরা ৷ বাকি 23 জন এখনও নিখোঁজ ৷ উদ্ধার হওয়া বাংলাদেশি মৎস্যজীবীরা কাকদ্বীপ হাসপাতালে ভর্তি ৷

জানা গিয়েছে, গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের মধ্য পড়ে উল্টে যায় বাংলাদেশের দু’টি ট্রলার (Fishing Vessel Capsized) ৷ তার একটিতে 13 জন এবং আরেকটিতে 17 জন মৎস্যজীবী ছিলেন ৷ প্রায় আড়াই দিন সমুদ্রে ভেসে থাকার পর আজ ভারতীয় একটি ট্রলার তাঁদের মধ্যে 7 জনকে উদ্ধার করেছে (Bangladeshi Fishermen Rescued) ৷ বাকি 23 জনের খোঁজ পাওয়া যায়নি ৷ ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তাঁদের খোঁজ শুরু করেছে ৷ হাসপাতালের ভর্তি এক মৎস্যজীবী জানান, প্রায় আড়াই দিন তাঁরা সমুদ্রের নোনাজলে ভেসে ছিলেন ৷ এখন তাঁরা দ্রুত নিজেদের দেশে ফিরতে চান ৷

অন্যদিকে, বাংলাদেশের মহিপুরের একটি ট্রলারও প্রাকৃতিক বিপর্যয়ে কবলে পড়ে । তাতে 11 জন মৎস্যজীবী ছিলেন ৷ ঢেউয়ের কারণে তাঁরা ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েন ৷ এরপরই রায়দিঘির একটি ট্রলার তাঁদের উদ্ধার করে ৷ সাউথ সুন্দরবন মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে উদ্ধার মৎস্যজীবীদের নাম-পরিচয় রাজ্য মৎস্য দফতরের কাছে পাঠানো হয়েছে ৷ দ্রুত তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে ৷ এ বার আরও 7 জনকে উদ্ধার করলেন কাকদ্বীপের মৎস্যজীবীরা ৷ তাঁদেরও নাম ও পরিচয় মৎস্য দফতরে পাঠানো হচ্ছে ৷

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ডুবল বাংলাদেশের ট্রলার, উদ্ধার 11 জন মৎস্যজীবী

প্রসঙ্গত, 16 অগস্ট কাকদ্বীপ থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে ভারতীয় ট্রলার এফবি সত্যনারায়ণ ৷ কেন্দা দ্বীপে আশ্রয় নেওয়ার জন্য তাঁরা এগোতে শুরু করলেও, দ্বীপে পৌঁছনোর আগেই সমুদ্রে ট্রলারটি উল্টে যায় ৷ ওই দ্বীপে আগে থেকে নোঙর করা মৎস্যজীবীরা ওই 18 জনের মধ্যে 13 জনকে উদ্ধার করেন ৷ পরে শনিবার বাকি 5 মৎস্যজীবীকে বাঘের চর থেকে উদ্ধার করে একটি ট্রলার ৷

কাকদ্বীপ, 21 অগস্ট: 24 ঘণ্টার মধ্যে ফের বাংলাদেশি মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে উদ্ধার করল ভারতীয় ট্রলার (Indian Trawler Rescue Seven Bangladeshi Fishermen) ৷ প্রাকৃতিক দুর্যোগের জেরে গভীর সমুদ্রে বাংলাদেশের দু’টি ট্রলার উল্টে যায় ৷ মোট 30 জন মৎস্যজীবী ওই দু’টি ট্রলারে ছিলেন ৷ তাঁদের মধ্যে 7 জনকে উদ্ধার করেছেন ভারতীয় মৎস্যজীবীরা ৷ বাকি 23 জন এখনও নিখোঁজ ৷ উদ্ধার হওয়া বাংলাদেশি মৎস্যজীবীরা কাকদ্বীপ হাসপাতালে ভর্তি ৷

জানা গিয়েছে, গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের মধ্য পড়ে উল্টে যায় বাংলাদেশের দু’টি ট্রলার (Fishing Vessel Capsized) ৷ তার একটিতে 13 জন এবং আরেকটিতে 17 জন মৎস্যজীবী ছিলেন ৷ প্রায় আড়াই দিন সমুদ্রে ভেসে থাকার পর আজ ভারতীয় একটি ট্রলার তাঁদের মধ্যে 7 জনকে উদ্ধার করেছে (Bangladeshi Fishermen Rescued) ৷ বাকি 23 জনের খোঁজ পাওয়া যায়নি ৷ ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তাঁদের খোঁজ শুরু করেছে ৷ হাসপাতালের ভর্তি এক মৎস্যজীবী জানান, প্রায় আড়াই দিন তাঁরা সমুদ্রের নোনাজলে ভেসে ছিলেন ৷ এখন তাঁরা দ্রুত নিজেদের দেশে ফিরতে চান ৷

অন্যদিকে, বাংলাদেশের মহিপুরের একটি ট্রলারও প্রাকৃতিক বিপর্যয়ে কবলে পড়ে । তাতে 11 জন মৎস্যজীবী ছিলেন ৷ ঢেউয়ের কারণে তাঁরা ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েন ৷ এরপরই রায়দিঘির একটি ট্রলার তাঁদের উদ্ধার করে ৷ সাউথ সুন্দরবন মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে উদ্ধার মৎস্যজীবীদের নাম-পরিচয় রাজ্য মৎস্য দফতরের কাছে পাঠানো হয়েছে ৷ দ্রুত তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে ৷ এ বার আরও 7 জনকে উদ্ধার করলেন কাকদ্বীপের মৎস্যজীবীরা ৷ তাঁদেরও নাম ও পরিচয় মৎস্য দফতরে পাঠানো হচ্ছে ৷

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ডুবল বাংলাদেশের ট্রলার, উদ্ধার 11 জন মৎস্যজীবী

প্রসঙ্গত, 16 অগস্ট কাকদ্বীপ থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে ভারতীয় ট্রলার এফবি সত্যনারায়ণ ৷ কেন্দা দ্বীপে আশ্রয় নেওয়ার জন্য তাঁরা এগোতে শুরু করলেও, দ্বীপে পৌঁছনোর আগেই সমুদ্রে ট্রলারটি উল্টে যায় ৷ ওই দ্বীপে আগে থেকে নোঙর করা মৎস্যজীবীরা ওই 18 জনের মধ্যে 13 জনকে উদ্ধার করেন ৷ পরে শনিবার বাকি 5 মৎস্যজীবীকে বাঘের চর থেকে উদ্ধার করে একটি ট্রলার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.