ETV Bharat / state

রেশন নিয়ে বচসা, গ্রামবাসীদের উপর হামলা, অভিযুক্ত পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান - কুলপি

মিলছে না রেশন । তাই রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিল গ্রামবাসীরা । অভিযোগ, সেইসময়ে বহিরাগতদের নিয়ে এসে গ্রামবাসীদের উপর হামলা চালায় পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান ।

গ্রামবাসীদের বিক্ষোভ
Protest by Villagers
author img

By

Published : Apr 18, 2020, 3:41 PM IST

কুলপি, 18 এপ্রিল : রেশন না পাওয়ার অভিযোগ জানাতেই ডিলারের সঙ্গে বচসা শুরু হয় গ্রামবাসীদের । ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা । অভিযোগ, সেইসময়ই পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের নেতৃত্বে প্রায় 30 জন বহিরাগত এসে গ্রামবাসীদের উপর চড়াও হয় । মারধর করে । কুলপির রামকিশোর পঞ্চায়েতের দেরিয়া গ্রামের ঘটনা ।

দেরিয়া গ্রামে আজ সকালে রেশনের দোকানে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছিল । তখন ডিলারের কাছে রেশন সামগ্রী না পাওয়ার অভিযোগ জানায় গ্রামবাসীরা । বচসা শুরু হয় ডিলারের সঙ্গে । তখন ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা । অভিযোগ, সেইসময় প্রায় 30 জন বহিরাগতকে নিয়ে সেখানে পৌঁছায় রামকিশোর পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান । গ্রামবাসীদের উপর চড়াও হয় । এলোপাথাড়ি মারধর করা হয় গ্রামবাসীদের । পালটা প্রতিবাদ করে গ্রামবাসীরা । তখন অনেকে পালিয়ে যেতে পারলেও গ্রামবাসীদের কাছে ধরা পড়ে যায় উপপ্রধানের স্বামী ও এক যুবক ।

এই ঘটনার খবর পেয়ে কুলপি থানার পুলিশ পৌঁছায় । তখন পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । পরে গ্রামবাসীদের বুঝিয়ে থানায় সব পক্ষকে নিয়ে বৈঠকে বসে পুলিশ । আশ্বাস দেওয়া হয়, গ্রামের দুস্থরা ঠিকমতো রেশন সামগ্রী পাবে । একইসঙ্গে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ।

কুলপি, 18 এপ্রিল : রেশন না পাওয়ার অভিযোগ জানাতেই ডিলারের সঙ্গে বচসা শুরু হয় গ্রামবাসীদের । ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা । অভিযোগ, সেইসময়ই পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের নেতৃত্বে প্রায় 30 জন বহিরাগত এসে গ্রামবাসীদের উপর চড়াও হয় । মারধর করে । কুলপির রামকিশোর পঞ্চায়েতের দেরিয়া গ্রামের ঘটনা ।

দেরিয়া গ্রামে আজ সকালে রেশনের দোকানে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছিল । তখন ডিলারের কাছে রেশন সামগ্রী না পাওয়ার অভিযোগ জানায় গ্রামবাসীরা । বচসা শুরু হয় ডিলারের সঙ্গে । তখন ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা । অভিযোগ, সেইসময় প্রায় 30 জন বহিরাগতকে নিয়ে সেখানে পৌঁছায় রামকিশোর পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান । গ্রামবাসীদের উপর চড়াও হয় । এলোপাথাড়ি মারধর করা হয় গ্রামবাসীদের । পালটা প্রতিবাদ করে গ্রামবাসীরা । তখন অনেকে পালিয়ে যেতে পারলেও গ্রামবাসীদের কাছে ধরা পড়ে যায় উপপ্রধানের স্বামী ও এক যুবক ।

এই ঘটনার খবর পেয়ে কুলপি থানার পুলিশ পৌঁছায় । তখন পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । পরে গ্রামবাসীদের বুঝিয়ে থানায় সব পক্ষকে নিয়ে বৈঠকে বসে পুলিশ । আশ্বাস দেওয়া হয়, গ্রামের দুস্থরা ঠিকমতো রেশন সামগ্রী পাবে । একইসঙ্গে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.