ETV Bharat / state

নিরাপত্তার দাবিতে কর্মবিরতি ভাঙড়ের গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মচারীদের

ভাঙড়ে পোলেরহাট 2 গ্রাম পঞ্চায়েতে হামলা চালায় জমি কমিটির সদস্যরা ৷ উপপ্রধান হাকিমুল ইসলামকে মারধর করা হয়, এমনকি বাদ যাননি পঞ্চায়েতের সরকারি কর্মচারীরা ৷ তাই নিরাপত্তার দাবিতে আজ থেকে কর্মবিরতি শুরু করেছেন তাঁরা ৷

বিক্ষোভরত সরকারি কর্মচারীরা
বিক্ষোভরত সরকারি কর্মচারীরা
author img

By

Published : Jul 9, 2021, 2:21 PM IST

ভাঙড়, 9 জুলাই : আরাবুল-পুত্র পঞ্চায়েত উপপ্রধান হাকিমুল ইসলামের উপর চড়াও হয়ে মারধর করে জমি কমিটির সদস্যরা । 5 জুলাই এই ঘটনায় ভাঙড়ে পোলেরহাট 2 গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নের কাজ-সহ একশো দিনের নদী বাঁধের কাজ নিয়ে ঝামেলা বাধে জমি কমিটির সদস্যদের সঙ্গে । ভাঙচুর চালানো হয় পঞ্চায়েত অফিসে । পাশাপাশি আক্রান্ত হন পঞ্চায়েতের সরকারি কর্মচারীরা ৷

নিরাপত্তার দাবিতে আজ থেকে কর্মবিরতি শুরু করলেন পোলেরহাট 2 গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মচারীরা

কারণে-অকারণে সরকারি কর্মচারীদের উপর চড়াও হচ্ছেন উন্মত্ত জনতা । তাঁদের মারধরের পাশাপাশি নষ্ট করা হচ্ছে অফিসের গুরুত্বপূর্ণ নথি । তাই উপযুক্ত নিরাপত্তা না পেলে কাজে যোগ দেবেন না বলে কর্মবিরতি শুরু করেছেন ভাঙড় 2 ব্লকের 10 টি পঞ্চায়েতের সরাকারি কর্মচারীরা । শুক্রবার তাঁরা বিডিও অফিস চত্বরে জমায়েত করে বিক্ষোভ দেখান ৷ সঙ্গে বিডিও কার্তিক চন্দ্র রায়ের কাছে ডেপুটেশন জমা দেন পঞ্চায়েতের সরকারি কর্মচারীরা ।

আরও পড়ুন : ভাঙড়ে জমি কমিটির সদস্যদের হাতে আরাবুল-পুত্র আক্রান্ত

এ বিষয়ে পোলেরহাট 2 গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সুশান্ত দে সরকার বলেন, "মোটা পেরেক লাগানো আগাতে, সেটা সাঁই সাঁই করে এলোপাথারি চালাচ্ছে ৷" সময়মতো তিনি যদি মাথা সরিয়ে না নিতেন, তাহলে হয় তিনি হাসপাতালে থাকতেন, নয়তো অন্য কোনও সংবাদ পেতেন তাঁর সহ-কর্মী, পরিজনেরা, জানালেন সেক্রেটারি ৷ তিনি আরও জানান যে যতই সাহসী হোক না কেন, প্রাণসংশয় সকলের আছে ৷ তাঁর কথায়, "কপালজোরে তাঁর মাথায় সেই সময় ওটা লাগেনি ৷" এই প্রসঙ্গে তিনি সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, "তাঁরা ছিলেন বলে হয়তো প্রাণে বেঁচে গিয়েছি ৷" এমনকি 20 লিটারের জলের বোতল, সামনে থাকা কাঠের জিনিস, পাথর এ সব ছুড়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন সুশান্ত ৷ তাও আহত হয়েছেন তিনি, অন্য বেশ কিছু সরকারি কর্মচারী ৷

এই ঘটনায় নিরাপত্তার দাবি প্রসঙ্গে সুশান্ত জানান, এর আগেও তাঁদের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটেছে । তিনি বলেন, "আমরা প্রশাসনের সর্বস্তরে লিখিত অভিযোগ জানিয়েছিলাম । অথচ আমরা কোনও সুরাহা পাইনি । আমাদের নিরাপত্তা ব্যবস্থা করা হয়নি ।" তাঁর মতে এবারও পরিকল্পিতভাবে তাঁদের উপর হামলা চালানো হয়েছে । তবে কাজে যোগ দেওয়া নিয়ে তাঁর বক্তব্য, "আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করা না হলে কাজে যাওয়া সম্ভব নয় । তাই বিডিও-কে ডেপুটেশন দিতে এসেছি ।"

ভাঙড় 2 ব্লকের বিডিও কার্তিক চন্দ্র রায় বলেন, "একটি লিখিত অভিযোগ পেয়েছি । পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । সেই মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেব ।"

ভাঙড়, 9 জুলাই : আরাবুল-পুত্র পঞ্চায়েত উপপ্রধান হাকিমুল ইসলামের উপর চড়াও হয়ে মারধর করে জমি কমিটির সদস্যরা । 5 জুলাই এই ঘটনায় ভাঙড়ে পোলেরহাট 2 গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নের কাজ-সহ একশো দিনের নদী বাঁধের কাজ নিয়ে ঝামেলা বাধে জমি কমিটির সদস্যদের সঙ্গে । ভাঙচুর চালানো হয় পঞ্চায়েত অফিসে । পাশাপাশি আক্রান্ত হন পঞ্চায়েতের সরকারি কর্মচারীরা ৷

নিরাপত্তার দাবিতে আজ থেকে কর্মবিরতি শুরু করলেন পোলেরহাট 2 গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মচারীরা

কারণে-অকারণে সরকারি কর্মচারীদের উপর চড়াও হচ্ছেন উন্মত্ত জনতা । তাঁদের মারধরের পাশাপাশি নষ্ট করা হচ্ছে অফিসের গুরুত্বপূর্ণ নথি । তাই উপযুক্ত নিরাপত্তা না পেলে কাজে যোগ দেবেন না বলে কর্মবিরতি শুরু করেছেন ভাঙড় 2 ব্লকের 10 টি পঞ্চায়েতের সরাকারি কর্মচারীরা । শুক্রবার তাঁরা বিডিও অফিস চত্বরে জমায়েত করে বিক্ষোভ দেখান ৷ সঙ্গে বিডিও কার্তিক চন্দ্র রায়ের কাছে ডেপুটেশন জমা দেন পঞ্চায়েতের সরকারি কর্মচারীরা ।

আরও পড়ুন : ভাঙড়ে জমি কমিটির সদস্যদের হাতে আরাবুল-পুত্র আক্রান্ত

এ বিষয়ে পোলেরহাট 2 গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সুশান্ত দে সরকার বলেন, "মোটা পেরেক লাগানো আগাতে, সেটা সাঁই সাঁই করে এলোপাথারি চালাচ্ছে ৷" সময়মতো তিনি যদি মাথা সরিয়ে না নিতেন, তাহলে হয় তিনি হাসপাতালে থাকতেন, নয়তো অন্য কোনও সংবাদ পেতেন তাঁর সহ-কর্মী, পরিজনেরা, জানালেন সেক্রেটারি ৷ তিনি আরও জানান যে যতই সাহসী হোক না কেন, প্রাণসংশয় সকলের আছে ৷ তাঁর কথায়, "কপালজোরে তাঁর মাথায় সেই সময় ওটা লাগেনি ৷" এই প্রসঙ্গে তিনি সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, "তাঁরা ছিলেন বলে হয়তো প্রাণে বেঁচে গিয়েছি ৷" এমনকি 20 লিটারের জলের বোতল, সামনে থাকা কাঠের জিনিস, পাথর এ সব ছুড়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন সুশান্ত ৷ তাও আহত হয়েছেন তিনি, অন্য বেশ কিছু সরকারি কর্মচারী ৷

এই ঘটনায় নিরাপত্তার দাবি প্রসঙ্গে সুশান্ত জানান, এর আগেও তাঁদের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটেছে । তিনি বলেন, "আমরা প্রশাসনের সর্বস্তরে লিখিত অভিযোগ জানিয়েছিলাম । অথচ আমরা কোনও সুরাহা পাইনি । আমাদের নিরাপত্তা ব্যবস্থা করা হয়নি ।" তাঁর মতে এবারও পরিকল্পিতভাবে তাঁদের উপর হামলা চালানো হয়েছে । তবে কাজে যোগ দেওয়া নিয়ে তাঁর বক্তব্য, "আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করা না হলে কাজে যাওয়া সম্ভব নয় । তাই বিডিও-কে ডেপুটেশন দিতে এসেছি ।"

ভাঙড় 2 ব্লকের বিডিও কার্তিক চন্দ্র রায় বলেন, "একটি লিখিত অভিযোগ পেয়েছি । পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । সেই মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.