ETV Bharat / state

মাতলায় উদ্ধার হরিণ, স্থানীয়রা তুলে দিলেন বন দফতরের হাতে - ইয়াস

যশের প্রভাবে জলস্তর বেড়েছে সুন্দরবনের মাতলা নদীর ৷ জল ঢুকেছে বনাঞ্চলে ৷ প্রাণে বাঁচতে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢোকার চেষ্টা করে একটি হরিণ ৷ স্থানীয় বাসিন্দারা মাতলা নদী থেকে হরিটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেন ৷

Banavasi Sundarbans Deer is a rare species in the locality to save lives
মাতলায় উদ্ধার হরিণ, স্থানীয়রা তুলে দিলেন বন দফতরের হাতে
author img

By

Published : May 26, 2021, 6:51 PM IST

সুন্দরবন, 26 মে : যশের প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি ৷ আর তাতেই জলস্তর বেড়েছে সুন্দরবনের মাতলা নদীতে ৷ গোসাবার বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছে নদী বাঁধ ৷ তার জেরে মাতলার জল ঢুকেছে লোকালয়ে ৷ এই অবস্থায় জলে ভাসছে জঙ্গলও ৷ প্রাণ বাঁচাতে তাই জঙ্গল ছেড়ে লোকালয়ের দিকে আশ্রয়ে খোঁজে ছুটে আসছে বহু প্রাণি ৷ বুধবার এই পরিস্থিতিতে সুন্দরবনের লোকালয়ে দেখা মিলল একটি হরিণের ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড় বৃষ্টিতে আশ্রয় নিতেই লোকালয়ে ঢোকার চেষ্টা করছিল হরিণটি ৷ মাতলা নদী সাঁতরে জঙ্গল থেকে লোকালয়ের দিকে এগোতে শুরু করে হরিণটি ৷ কিন্তু উত্তাল নদী সাঁতরাতে গিয়ে বিপদে পড়ে প্রাণিটি ৷ তখন স্থানীয় বাসিন্দারাই প্রাণের ঝুঁকি নিয়ে হরিণটিকে মাতলা নদী থেকে উদ্ধার করেন ৷ এরপর সেটিকে বন দফতরের হাতে তুলে দেন তাঁরা ৷

আরও পড়ুন : গ্রামীণ হাওড়ায় নদীবাঁধে ফাটল, বিপদ আঁচ করে তৈরি প্রশাসন

বন দফতর সূত্রে জানা গিয়েছে, যশের তাণ্ডব লীলায় প্রাণ বাঁচাতেই জঙ্গল ছেড়ে বেরিয়ে আসে হরিণটি ৷ ইতিমধ্যেই প্রাণিটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ৷ ভালো আছে হরিণটি ৷ তবে আপাতত সেটিকে পর্যবেক্ষণে রাখা হবে ৷ মাতলা নদীর জলস্তর স্বাভাবিক হলেই হরিণটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ৷

সুন্দরবন, 26 মে : যশের প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি ৷ আর তাতেই জলস্তর বেড়েছে সুন্দরবনের মাতলা নদীতে ৷ গোসাবার বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছে নদী বাঁধ ৷ তার জেরে মাতলার জল ঢুকেছে লোকালয়ে ৷ এই অবস্থায় জলে ভাসছে জঙ্গলও ৷ প্রাণ বাঁচাতে তাই জঙ্গল ছেড়ে লোকালয়ের দিকে আশ্রয়ে খোঁজে ছুটে আসছে বহু প্রাণি ৷ বুধবার এই পরিস্থিতিতে সুন্দরবনের লোকালয়ে দেখা মিলল একটি হরিণের ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড় বৃষ্টিতে আশ্রয় নিতেই লোকালয়ে ঢোকার চেষ্টা করছিল হরিণটি ৷ মাতলা নদী সাঁতরে জঙ্গল থেকে লোকালয়ের দিকে এগোতে শুরু করে হরিণটি ৷ কিন্তু উত্তাল নদী সাঁতরাতে গিয়ে বিপদে পড়ে প্রাণিটি ৷ তখন স্থানীয় বাসিন্দারাই প্রাণের ঝুঁকি নিয়ে হরিণটিকে মাতলা নদী থেকে উদ্ধার করেন ৷ এরপর সেটিকে বন দফতরের হাতে তুলে দেন তাঁরা ৷

আরও পড়ুন : গ্রামীণ হাওড়ায় নদীবাঁধে ফাটল, বিপদ আঁচ করে তৈরি প্রশাসন

বন দফতর সূত্রে জানা গিয়েছে, যশের তাণ্ডব লীলায় প্রাণ বাঁচাতেই জঙ্গল ছেড়ে বেরিয়ে আসে হরিণটি ৷ ইতিমধ্যেই প্রাণিটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ৷ ভালো আছে হরিণটি ৷ তবে আপাতত সেটিকে পর্যবেক্ষণে রাখা হবে ৷ মাতলা নদীর জলস্তর স্বাভাবিক হলেই হরিণটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.