কুলপি, ১৫ জুন: নিম্নচাপের জেরে দক্ষিণ 24 পরগনার একাধিক নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে । জলস্ফীতির কারণে ঢোলাহাটের গোবিন্দপুরে কালনাগিনী নদীর উপর নির্মীয়মাণ কালভার্ট ভেঙ্গে যাওয়ায় আতঙ্কিত গ্রামবাসীরা । কালভার্ট মেরামতিতে তড়িঘড়ি হাত লাগিয়েছেন গ্রামবাসীরা । বন্ধ রাখা হয়েছে ঢোলাহাট ও নিশ্চিন্তপুরের সংযোগকারী মূল রাস্তা । ইতিমধ্যেই যান চলাচলের উপর নিয়ন্ত্রণ এনেছে ঢোলাহাট থানার পুলিশ ।
ঘূর্ণিঝড় যশের দাপটে তছনছ হয়ে গিয়েছে দক্ষিণ 24 পরগনা একাধিক নদীবাঁধ । যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসনের তরফ থেকে নদীবাঁধগুলি মেরামতের কাজ চালানো হচ্ছে । দক্ষিণ 24 পরগনার একাধিক নদীবাঁধের অবস্থা বেহাল । কালভার্ট ভেঙ্গে যাওয়া একাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা । ইতিমধ্যেই নোনাজল প্রবেশ করেছে গ্রামগুলিতে । নোনাজলে নষ্ট হতে পারে চাষের জমি, নোনাজলে বানভাসি হওয়ার আশঙ্কায় ইতিমধ্যে আতঙ্কিত গ্রামবাসীরা । গ্রামের মধ্যে যাতে নোনা জল প্রবেশ করতে না পারে সেইজন্য যুদ্ধকালীন তৎপরতায় গ্রামবাসীদের উদ্যোগে মেরামতি শুরু হয়ছে ।
আরও পড়ুন: মিড-ডে মিলের চাল নেওয়াকে কেন্দ্র করে বিবাদ, মাথা ফাটল এক ছাত্রের দাদার
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই কালনাগিনী নদীর উপর নির্মীয়মাণ কালভার্টের দশা বেহাল হয়ে পড়েছিল । বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনওরকম সুরাহা হয়নি । কালভার্টটি ভেঙ্গে যাওয়ায় ইতিমধ্যেই নদীর নোনাজল ঢুকতে শুরু করেছে গ্রামগুলিতে । নোনাজলে প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত ঢোলাহাটের গোবিন্দপুর গ্রামের কয়েক হাজার পরিবার । ঘটনাস্থলে এসে পৌঁছেছেন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা । দ্রুত কালভার্টটি মেরামতির কাজ সম্পূর্ণ করে যান চলাচল স্বাভাবিক করতে মরিয়া স্থানীয় প্রশাসন সহ গ্রামবাসীরা ।