ETV Bharat / state

ভাঙড়ে উদ্ধার ড্রাম ভরতি বোমা, নিষ্ক্রিয় করল CID

author img

By

Published : Mar 12, 2020, 9:47 PM IST

ভাঙড়ে উদ্ধার ড্রাম ভরতি বোমা ৷ ঘটনাস্থানে পৌঁছে বোমা নিষ্ক্রিয় করল CID-র বম্ব ডিসপোজ়াল বাহিনীর প্রতিনিধিরা ৷

bomb recovered at Bhangar
ভাঙড়ে উদ্ধার ড্রাম ভরতি বোমা

ভাঙড়, 12 মার্চ : ভাঙড়ে বোমাতঙ্ক ৷ কাশিপুর থানার জয়নগর গ্রামের একটি ঝোপ থেকে উদ্ধার হয় ড্রাম ভরতি বোমা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় CID-র বম্ব ডিসপোজ়াল বাহিনীর প্রতিনিধিরা ৷ পরে বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয় ৷

বিকেলে ঝোপের মধ্যে একটি ড্রাম পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে ৷ পুলিশ আসার আগেই ড্রামটিকে ঘিরে বোমাতঙ্ক ছড়ায় এলাকায় ৷ পুলিশ ঘটনাস্থানে পৌঁছে ড্রামে বোমা রয়েছে তা নিশ্চিত করে ৷ খবর দেওয়া হয় CID-র বম্ব ডিসপোজ়াল টিমকে ৷ পাশাপাশি ঘটনাস্থানে পৌঁছায় দমকলের ইঞ্জিন ৷ পরে ওই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয় ৷

অন্যদিকে এলাকায় বোমা উদ্ধারের ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ কাশিপুর থানার পুলিশের তরফে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷

ভাঙড়, 12 মার্চ : ভাঙড়ে বোমাতঙ্ক ৷ কাশিপুর থানার জয়নগর গ্রামের একটি ঝোপ থেকে উদ্ধার হয় ড্রাম ভরতি বোমা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় CID-র বম্ব ডিসপোজ়াল বাহিনীর প্রতিনিধিরা ৷ পরে বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয় ৷

বিকেলে ঝোপের মধ্যে একটি ড্রাম পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে ৷ পুলিশ আসার আগেই ড্রামটিকে ঘিরে বোমাতঙ্ক ছড়ায় এলাকায় ৷ পুলিশ ঘটনাস্থানে পৌঁছে ড্রামে বোমা রয়েছে তা নিশ্চিত করে ৷ খবর দেওয়া হয় CID-র বম্ব ডিসপোজ়াল টিমকে ৷ পাশাপাশি ঘটনাস্থানে পৌঁছায় দমকলের ইঞ্জিন ৷ পরে ওই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয় ৷

অন্যদিকে এলাকায় বোমা উদ্ধারের ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ কাশিপুর থানার পুলিশের তরফে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.