ETV Bharat / state

ক্যানিং-এ BJP করার অপরাধে মারধর, অভিযুক্ত তৃণমূল - BJP কর্মীকে মারধর

BJP করার অপরাধে ক্যানিং-এ মারধর । অভিযোগের তির তৃণমূলের দিকে । ঘটনায় জখম এক মহিলা সহ তিন BJP কর্মী । তৃণমূলের অবশ্য বক্তব্য, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ।

BJP করার অপরাধে মারধর
author img

By

Published : Jun 9, 2019, 11:05 PM IST

ক্যানিং, 9 জুন : ক্যানিংয়ে BJP করার অপরাধে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । জখম এক মহিলা-সহ তিন BJP কর্মী ।

লোকসভা ভোটে BJP-র হয়ে প্রচার করেছেন আবদুল আলি ঘরামি ও তাঁর পরিবার । কিন্তু জয়নগর লোকসভা আসনে জিতেছেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল । অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এলাকার স্থানীয় তৃণমূল নেতা রফিক মোল্লা ও তাঁর অনুগামীরা ওই BJP কর্মীকে নানাভাবে হুমকি দিচ্ছিলেন । আজ সন্ধ্যায় হঠাৎই তাঁরা আবদুলের বাড়িতে চড়াও হন । লাঠি দিয়ে মারধর করা হয় । সেইসঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় । মাথা ফেটে যায় আবদুলের । গুরুতর জখম হন এক মহিলা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ । BJP-র অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ । জখমদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহলদারি চলছে ।

তবে তৃণমূলের বক্তব্য, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা । এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ।

ক্যানিং, 9 জুন : ক্যানিংয়ে BJP করার অপরাধে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । জখম এক মহিলা-সহ তিন BJP কর্মী ।

লোকসভা ভোটে BJP-র হয়ে প্রচার করেছেন আবদুল আলি ঘরামি ও তাঁর পরিবার । কিন্তু জয়নগর লোকসভা আসনে জিতেছেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল । অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এলাকার স্থানীয় তৃণমূল নেতা রফিক মোল্লা ও তাঁর অনুগামীরা ওই BJP কর্মীকে নানাভাবে হুমকি দিচ্ছিলেন । আজ সন্ধ্যায় হঠাৎই তাঁরা আবদুলের বাড়িতে চড়াও হন । লাঠি দিয়ে মারধর করা হয় । সেইসঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় । মাথা ফেটে যায় আবদুলের । গুরুতর জখম হন এক মহিলা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ । BJP-র অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ । জখমদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহলদারি চলছে ।

তবে তৃণমূলের বক্তব্য, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা । এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ।

Intro:ক্যানিং এ বিজেপি করার অপরাধে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এক মহিলাসহ আহত তিন। বিজেপি কর্মীদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এক মহিলা সহ মোট তিন বিজেপি কর্মী আহত হয়। আহতদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপি করার অপরাধেই মূলত তাদেরকে মারধর করা হয় বলে দাবি।Body:লোকসভা ভোটে বিজেপি দলের হয়ে কাজ করেছেন আব্দুল আলি ঘরামী ও তার পরিবারের লোকজন। কিন্তু ভোটে জয়নগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাঃ অশোক কাণ্ডারি হেরে যান তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের কাছে। আর সেই কারণেই ভোটের ফল ঘোষণার পর থেকেই এলাকার তৃণমূল নেতা রফিক মোল্লা ও তার অনুগামীরা এই বিজেপি কর্মীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ। রবিবার সন্ধ্যায় আচমকা কেন বিজেপি দল করছে আব্দুল আলি ও তার পরিবার সেই অভিযোগ তুলে রফিক মোল্লা ও তার অনুগামীরা চড়াও হয় ঐ বিজেপি কর্মীদের উপর। লাঠি দিয়ে বেধড়ক মারধোর করা হয় তাদের। এমনকি ধারালো অস্ত্র দিয়েও কোপানো হয় বলে অভিযোগ। ঘটনায় মাথা ফাটে আব্দুলের। গুরুতর জখম হন এক মহিলা ও।Conclusion:খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহলদাড়ি চলছে। বিজেপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.