নোদাখালি, 30 মে : দক্ষিণ 24 পরগনার নোদাখালিতে BJP কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি, গুলি । ঘটনাটি ঘটেছে আলমপুর হাইওয়ে মোড়ের কাছে । অভিযোগের তির তৃণমূলের দিকে ।
নরেন্দ্র মোদি আজ শপথ গ্রহণ করবেন । সেই উপলক্ষ্যে এলাকার BJP কর্মী-সমর্থকরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল । অনুষ্ঠান শেষে আবির খেলাও হয় । অভিযোগ, এরপরই একটি অটোতে চেপে একদল দুষ্কৃতী এসে আলমপুর হাইওয়ে মোড়ের কাছে একটি দোকানে বসে থাকা BJP-র কর্মী-সমর্থকদের লক্ষ্য করে বোমা ছোড়ে । ঘটনায় জখম হয় 5 BJP সমর্থক । তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক । তাদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
নোদাখালি থানায় BJP-র পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । অন্যদিকে BJP-র বিরুদ্ধে পালটা মারধরের অভিযোগ করেছে তৃণমূল । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ।