ETV Bharat / state

বোমাবাজিতে জখম 5 BJP কর্মী, অভিযুক্ত তৃণমূল - bjp

নোদাখালির আলমপুর মোড়ের কাছে BJP কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি । আহত 5। অভিযুক্ত তৃণমূল ।

বোমাবাজিতে জখম 5 BJP কর্মী
author img

By

Published : May 30, 2019, 6:51 PM IST

নোদাখালি, 30 মে : দক্ষিণ 24 পরগনার নোদাখালিতে BJP কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি, গুলি । ঘটনাটি ঘটেছে আলমপুর হাইওয়ে মোড়ের কাছে । অভিযোগের তির তৃণমূলের দিকে ।

নরেন্দ্র মোদি আজ শপথ গ্রহণ করবেন । সেই উপলক্ষ্যে এলাকার BJP কর্মী-সমর্থকরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল । অনুষ্ঠান শেষে আবির খেলাও হয় । অভিযোগ, এরপরই একটি অটোতে চেপে একদল দুষ্কৃতী এসে আলমপুর হাইওয়ে মোড়ের কাছে একটি দোকানে বসে থাকা BJP-র কর্মী-সমর্থকদের লক্ষ্য করে বোমা ছোড়ে । ঘটনায় জখম হয় 5 BJP সমর্থক । তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক । তাদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

নোদাখালি থানায় BJP-র পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । অন্যদিকে BJP-র বিরুদ্ধে পালটা মারধরের অভিযোগ করেছে তৃণমূল । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ।

নোদাখালি, 30 মে : দক্ষিণ 24 পরগনার নোদাখালিতে BJP কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি, গুলি । ঘটনাটি ঘটেছে আলমপুর হাইওয়ে মোড়ের কাছে । অভিযোগের তির তৃণমূলের দিকে ।

নরেন্দ্র মোদি আজ শপথ গ্রহণ করবেন । সেই উপলক্ষ্যে এলাকার BJP কর্মী-সমর্থকরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল । অনুষ্ঠান শেষে আবির খেলাও হয় । অভিযোগ, এরপরই একটি অটোতে চেপে একদল দুষ্কৃতী এসে আলমপুর হাইওয়ে মোড়ের কাছে একটি দোকানে বসে থাকা BJP-র কর্মী-সমর্থকদের লক্ষ্য করে বোমা ছোড়ে । ঘটনায় জখম হয় 5 BJP সমর্থক । তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক । তাদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

নোদাখালি থানায় BJP-র পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । অন্যদিকে BJP-র বিরুদ্ধে পালটা মারধরের অভিযোগ করেছে তৃণমূল । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ।

New Delhi, May 30 (ANI): BJP MP Hema Malini arrived in New Delhi to attend Prime Minister Narendra Modi's oath taking ceremony. While speaking to ANI, BJP MP Hema Malini said, "Narendra Modi will fulfill everyone's expectations. Modi ji ka vision hai desh ke liye, poora plan ready hai unke dimag mein kuch hai, which he will not tell like that. But definitely karenge." PM Modi will take the oath at Rashtrapati Bhavan in the evening today. Hema Malini retained her seat by winning from Mathura this 2019 LS polls. She also said that she would happily accept if offered ministry.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.