বিষ্ণুপুর, 28 মার্চ : "এই কেন্দ্রের BJP প্রার্থী তো পাঁচশো কিমি দূরে থাকেন। এলাকা চিনতেই তাঁর ছ'মাস লেগে যাবে।" গতকাল ডায়মন্ডহারবারের পৈলানে প্রচারে এসে BJP-কে আক্রমণ করলেন অভিষেক। শুধুমাত্র BJP নয়। এক কথায় তিনি প্রতিপক্ষই খুঁজে পাচ্ছেন না বলে দাবি করলেন। বললেন, "কংগ্রেসের প্রার্থীকে দেখা যায়নি। CPI(M)-র প্রার্থীরও দেখা মেলেনি। BJP প্রার্থীকে বালুরঘাট থেকে ডায়মন্ডহারবারে আসতে হবে। এলাকা চিনতে, রাস্তা চিনতেই তো ছ'মাস লেগে যাবে। দুটো বিধানসভা ঘুরবে তারপর পদাতিক এক্সপ্রেস ধরে আবার বালুরঘাটে চলে যাবে। আর আমার পাশে এখানকার মা, ভাই, বোন যেভাবে ছিল সেভাবেই থাকবে।"
গতবারের জেতা আসন ডায়মন্ডহারবার থেকেই এবারে লড়ছেন অভিষেক। তাঁর প্রতিপক্ষ CPI(M)-এর ফুয়াদ হালিম ও BJP-র নিলাঞ্জন রায়। নির্বাচনের আগে জোরকদমে মাঠে নেমে পড়েছেন। কিছুদিন আগে তাঁর স্ত্রীর নামে গুজব ছড়ায়। প্রচারে এই ইশুকেও ছুঁয়ে যান অভিষেক। বলেন, "কুৎসা যারা রটানোর তারা রটাবে। তার জবাব মানুষ ভোটবাক্সে গণতান্ত্রিকভাবে দেবে। তোদের বলি লড়তে পারলে লড়, গড়তে পারলে গড় আর ধরতে পারলে ধর। নইলে বাড়িতে ঢুকে ঘুমিয়ে পড়। যত কুৎসা করবি তত গর্তে ঢুকবি। দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। আগামীদিন মানুষ তোদের ছেড়ে দেবে না। তোরা তৈরি থাক।"
এরপর মোদি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "নরেন্দ্র মোদির সরকারের একাধিক জনবিরোধী নীতি রয়েছে। নোটবাতিল থেকে শুরু করে GST। আজ বাংলার মানুষকে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে এগুলোই। পাঁচ বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল 406 টাকা। আর আজ গ্যাসের দাম 800 টাকা। দু'মাস আগে দাম ছিল 977 টাকা। হঠাৎ করে দেড়শো টাকা কমার কারণ চার রাজ্যে BJP-র মুখ থুবড়ে পড়া। রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলাঙ্গানায় হেরে গেছে BJP। বাংলায় একটা প্রবাদ আছে, আগে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। BJP যত হেরেছে রান্নার গ্যাসের দাম তত কমেছে। পেট্রল, ডিজ়েলের দামও। আগামীদিন গণতান্ত্রিকভাবে নিঃস্ব করলে আবারও রান্নার গ্যাসের দাম কমবে।" সকলের উদ্দেশে তিনি বলেন, "আসুন আমরা অঙ্গীকারবদ্ধ হই যে এই কুৎসা যারা রটাচ্ছে তাদের জবাব দেব। এবং নরেন্দ্র মোদিকে আগামীদিন দিল্লি থেকে সরিয়ে আমাদের বাংলার সম্মান দিল্লির বুকে প্রতিষ্ঠা করব। যারা হিন্দু-মুসলমান নিয়ে ভোটব্যাঙ্কের রাজনীতি করে তারা রাজনৈতিকভাবে সফল হতে পারে না। 23 মে পদ্মফুলের লোকজন চোখে সরষে ফুল দেখবে।"
গতকালের জনসভায় ইন্দ্রনীল সেন, সওকত মোল্লা, দিলীপ মণ্ডল, সোনালী গুহকে সঙ্গে নিয়ে তিনি দাবি করেন ভারতবর্ষের 543 টি আসনের মধ্যে ডায়মন্ডহারবার কেন্দ্রে সবচেয়ে বেশি কাজ হয়েছে। এরপরই জোট নিয়ে আশাবাদী অভিষেক বলেন, "আজ আমাদের নেত্রী ইস্তাহার প্রকাশ করেছেন। যদি জোট ক্ষমতায় আসে তাহলে GST-র পরিকাঠামো বদলে দেব। যারা নোটবাতিল করেছিল তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করব।"