ETV Bharat / state

নদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ - river

সাত সকালে নদী থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চাপাতলা গ্রামে ৷

body found from Sagar
body found from Sagar
author img

By

Published : Apr 27, 2021, 12:10 PM IST

সাগর , 27 এপ্রিল : সাতসকালে নদী থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ৷ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গাসাগরের বামনখালির চাপাতলা গ্রামে ৷

আজ সকালে কয়েকজন মৎস্যজীবী নদীতে মাছ ধরতে গিয়েই তাঁদের চোখে পড়ে মৃতদেহটি ৷ এক মৎস্যজীবীর বলেন , ' সকালবেলায় মাছ ধরতে এসে দেখি একটি বেটা ছেলের লাশ ৷ তারপর আমি আরও দু'চার জন জেলেকে ডেকে দেখালাম এই লাশ ৷... এখন মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷ তবে ওঁর বাড়ির ঠিকানা আমরা পায়নি ৷'

নদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ

আরও পড়ুন : কোভিড রুখতে ফল ঘোষণার পর বিজয় মিছিলে নিষেধাজ্ঞা কমিশনের

খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাগর থানার পুলিশ ৷ ইতিমধ্যেই দেহ টিকে উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ৷ ঘটনার তদন্তে নেমেছেন পুলিশ ৷

সাগর , 27 এপ্রিল : সাতসকালে নদী থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ৷ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গাসাগরের বামনখালির চাপাতলা গ্রামে ৷

আজ সকালে কয়েকজন মৎস্যজীবী নদীতে মাছ ধরতে গিয়েই তাঁদের চোখে পড়ে মৃতদেহটি ৷ এক মৎস্যজীবীর বলেন , ' সকালবেলায় মাছ ধরতে এসে দেখি একটি বেটা ছেলের লাশ ৷ তারপর আমি আরও দু'চার জন জেলেকে ডেকে দেখালাম এই লাশ ৷... এখন মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷ তবে ওঁর বাড়ির ঠিকানা আমরা পায়নি ৷'

নদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ

আরও পড়ুন : কোভিড রুখতে ফল ঘোষণার পর বিজয় মিছিলে নিষেধাজ্ঞা কমিশনের

খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাগর থানার পুলিশ ৷ ইতিমধ্যেই দেহ টিকে উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ৷ ঘটনার তদন্তে নেমেছেন পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.