ETV Bharat / state

Security at Gangasagar Mela 2023: পুণ্যস্নানে দুর্ঘটনা এড়াতে এনডিআরএফের সঙ্গে নিরাপত্তার দায়িত্বে লিলি-রোমিও - Security System in gangasagar

পুণ্যস্নানের অপেক্ষায় গঙ্গাসাগর (Gangasagar Mela) ৷ করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবারের মেলায় রেকর্ড সংখ্যক ভিড়ের সম্ভাবনা ৷ ফলে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও (Security System in Gangasagar) ৷ তবে এবার স্নানের সময় দুর্ঘটনা এড়াতে এনডিআরএফের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে দুই সারমেয় ৷

ETV Bharat
পুণ্যস্নানে দুর্ঘটনা এড়াতে গঙ্গাসাগরে কাজ করবে দুটি কুকুর
author img

By

Published : Jan 13, 2023, 9:18 PM IST

পুণ্যস্নানের আগে দেখে নিন গঙ্গাসাগরে নিরাপত্তা ব্যবস্থা

গঙ্গাসাগর, 13 জানুয়ারি: বাড়ছে ভিড় ৷ পুণ্যস্নানের আগে তাই নিরাপত্তার বেষ্টনীতে মুড়ল গঙ্গাসাগর (Tight Security in Gangasagar) ৷ এনডিআরএফ, এসডিআরএফ, উপকূলরক্ষীবাহিনী ও প্রশাসন যৌথভাবে কাজ করছে দুর্ঘটনামুক্ত গঙ্গাসাগর মেলার লক্ষ্যে (Gangasagar Mela 2023) ৷ তাই মকর সংক্রান্তির পুণ্যস্নানের আগে থেকেই সমুদ্র সৈকতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা ৷ শনিবার বিকেল 4টে 53 মিনিট থেকে পুণ্যস্নানের মাহেন্দ্রক্ষণ থাকবে রবিবার বিকেল 4টে 53 মিনিট পর্যন্ত ।

এই সময়েই সাগরে পুণ্যার্থীদের ভিড় বাড়বে বেশি ৷ এই মাহেন্দ্রক্ষণে পুণ্যার্থীরা দলে দলে সমুদ্রে স্নান সেরে পুজো দেবেন কপিলমুনির মন্দিরে । তার উপর গত কয়েক বছরে সমুদ্রের জলস্তর বেড়েছে । জোয়ারের সময় জলস্তর বাড়ছে প্রতিনিয়ত । তাই স্নানের সময় কোনওরকম দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য এনডিআরএফের পাশাপাশি এবার দায়িত্বে থাকছে লিলি ও রোমিও (2 Trained Dogs in Duty with NDRF Team in Gangasagar) ৷ এরা হল এনডিআরএফ কলকাতার সেকেন্ড ব্যাটেলিয়নের প্রশিক্ষণপ্রাপ্ত দুই সারমেয় ৷

আরও পড়ুন : দ্বিগুণ পুণ্য, গঙ্গাসাগরে এবার বাংলার 5 পুণ্যভূমি দর্শনের সুযোগ

সমুদ্রের ঢেউয়ে পুণ্যার্থীদের ভেসে যাওয়ার কোনও সম্ভাবনা তৈরি হলে লিলি ও রোমিও তাঁদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়বে ৷ সমুদ্রে ঝাঁপ দিয়ে ডুবন্ত পুণ্যার্থীদের সঠিক অবস্থান জানিয়ে দেবে প্রশিক্ষিত ডুবুরিদের । প্রশিক্ষিত এই দুই ল্যাব্রাডর দীর্ঘক্ষণ সাঁতার কাটতে সক্ষম ৷ রোমিও ও লিলিকে নিয়ে এনডিআরএফ আধিকারিকরা ইতিমধ্যেই সমুদ্রে মহড়া চালিয়েছেন বেশ কয়েকবার । জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি ব্যাটেলিয়নের মোট 75 জন কর্মীকে এবার গঙ্গাসাগর মেলাতে মোতায়েন করা হয়েছে । সাগরমেলা প্রাঙ্গণ থেকে শুরু করে কচুবেড়িয়া ও চেমাগুড়ি পয়েন্টে এরা মোতায়েন রয়েছেন বলে জানা গিয়েছে ।

এছাড়াও যে কোনও ধরনের বিপদ কাটাতে রিমোর্ট পরিচালিত ইংরাজি ইউ আকৃতির লাইফবয়েরও ব্যবস্থা করা হয়েছে এবারের গঙ্গাসাগর মেলাতে । পুণ্যার্থীদের কেউ তলিয়ে সমুদ্রের অনেকটা দূর চলে গেলে তখন রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই ইউ আকৃতির লাইভবয় পাঠিয়ে উদ্ধার করা হবে তাঁদেরকে । লাইফবয় ঘণ্টায় প্রায় কুড়ি কিলোমিটার গতিতে উত্তাল ঢেউ কাটিয়ে পৌঁছে যাবে ডুবন্ত মানুষের কাছে, বাচাঁবে প্রাণ । তবে সাগরতটে লিলি ও রোমিওকে পেয়ে অনেকটাই আনন্দিত পুণ্যার্থীরা ৷ তাঁদের মহড়া দেখতেও সাগর তটে ভিড় জমাচ্ছেন অনেকে ৷

আরও পড়ুন : সাগরমেলায় বাঘ ও ম্যানগ্রোভ রক্ষার বার্তা বন বিভাগের

পুণ্যস্নানের আগে দেখে নিন গঙ্গাসাগরে নিরাপত্তা ব্যবস্থা

গঙ্গাসাগর, 13 জানুয়ারি: বাড়ছে ভিড় ৷ পুণ্যস্নানের আগে তাই নিরাপত্তার বেষ্টনীতে মুড়ল গঙ্গাসাগর (Tight Security in Gangasagar) ৷ এনডিআরএফ, এসডিআরএফ, উপকূলরক্ষীবাহিনী ও প্রশাসন যৌথভাবে কাজ করছে দুর্ঘটনামুক্ত গঙ্গাসাগর মেলার লক্ষ্যে (Gangasagar Mela 2023) ৷ তাই মকর সংক্রান্তির পুণ্যস্নানের আগে থেকেই সমুদ্র সৈকতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা ৷ শনিবার বিকেল 4টে 53 মিনিট থেকে পুণ্যস্নানের মাহেন্দ্রক্ষণ থাকবে রবিবার বিকেল 4টে 53 মিনিট পর্যন্ত ।

এই সময়েই সাগরে পুণ্যার্থীদের ভিড় বাড়বে বেশি ৷ এই মাহেন্দ্রক্ষণে পুণ্যার্থীরা দলে দলে সমুদ্রে স্নান সেরে পুজো দেবেন কপিলমুনির মন্দিরে । তার উপর গত কয়েক বছরে সমুদ্রের জলস্তর বেড়েছে । জোয়ারের সময় জলস্তর বাড়ছে প্রতিনিয়ত । তাই স্নানের সময় কোনওরকম দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য এনডিআরএফের পাশাপাশি এবার দায়িত্বে থাকছে লিলি ও রোমিও (2 Trained Dogs in Duty with NDRF Team in Gangasagar) ৷ এরা হল এনডিআরএফ কলকাতার সেকেন্ড ব্যাটেলিয়নের প্রশিক্ষণপ্রাপ্ত দুই সারমেয় ৷

আরও পড়ুন : দ্বিগুণ পুণ্য, গঙ্গাসাগরে এবার বাংলার 5 পুণ্যভূমি দর্শনের সুযোগ

সমুদ্রের ঢেউয়ে পুণ্যার্থীদের ভেসে যাওয়ার কোনও সম্ভাবনা তৈরি হলে লিলি ও রোমিও তাঁদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়বে ৷ সমুদ্রে ঝাঁপ দিয়ে ডুবন্ত পুণ্যার্থীদের সঠিক অবস্থান জানিয়ে দেবে প্রশিক্ষিত ডুবুরিদের । প্রশিক্ষিত এই দুই ল্যাব্রাডর দীর্ঘক্ষণ সাঁতার কাটতে সক্ষম ৷ রোমিও ও লিলিকে নিয়ে এনডিআরএফ আধিকারিকরা ইতিমধ্যেই সমুদ্রে মহড়া চালিয়েছেন বেশ কয়েকবার । জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি ব্যাটেলিয়নের মোট 75 জন কর্মীকে এবার গঙ্গাসাগর মেলাতে মোতায়েন করা হয়েছে । সাগরমেলা প্রাঙ্গণ থেকে শুরু করে কচুবেড়িয়া ও চেমাগুড়ি পয়েন্টে এরা মোতায়েন রয়েছেন বলে জানা গিয়েছে ।

এছাড়াও যে কোনও ধরনের বিপদ কাটাতে রিমোর্ট পরিচালিত ইংরাজি ইউ আকৃতির লাইফবয়েরও ব্যবস্থা করা হয়েছে এবারের গঙ্গাসাগর মেলাতে । পুণ্যার্থীদের কেউ তলিয়ে সমুদ্রের অনেকটা দূর চলে গেলে তখন রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই ইউ আকৃতির লাইভবয় পাঠিয়ে উদ্ধার করা হবে তাঁদেরকে । লাইফবয় ঘণ্টায় প্রায় কুড়ি কিলোমিটার গতিতে উত্তাল ঢেউ কাটিয়ে পৌঁছে যাবে ডুবন্ত মানুষের কাছে, বাচাঁবে প্রাণ । তবে সাগরতটে লিলি ও রোমিওকে পেয়ে অনেকটাই আনন্দিত পুণ্যার্থীরা ৷ তাঁদের মহড়া দেখতেও সাগর তটে ভিড় জমাচ্ছেন অনেকে ৷

আরও পড়ুন : সাগরমেলায় বাঘ ও ম্যানগ্রোভ রক্ষার বার্তা বন বিভাগের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.